নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকাল333

আমি আমার দেশ ও মানুষের জন্য কাজ করতে চা্ই।

মহাকাল333 › বিস্তারিত পোস্টঃ

আজ শেষ রাতে বৃষ্টি হবে

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩১

আজ শেষ রাতে বৃষ্টি হবে
ভিজবে এ শহর, দালানকোঠা, পুরনো গলি
সব পাপ ধুয়ে মুছে যাবে
আবার শুরু হবে নতুন জীবন।

আজ শেষ রাতে বৃষ্টি হবে
কুয়াশার চাদর জড়িয়ে নামবে তীব্র শীত
পুরো শহর যখন থাকবে মৃত্যুশয্যায়
গায়ে চাদর জড়িয়ে হাঁটব আমি বিষন্ন শহরে।

আজ শেষ রাতে বৃষ্টি হবে
তোমার অনুভূতির হৃদয় ভিজতে থাকবে
আবেগ আর ভালোবাসায়
যেখানে শুধুই থাকব না আমি।

আজ শেষ রাতে বৃষ্টি হবে
ফেইসবুকের ওয়ালে আর তোমার কল্পনায়
স্ট্যাটাসের বন্যায় ভাসবে পৃথিবী
আর রঙ্গিন সব কল্পনায়।

আজ শেষ রাতে বৃষ্টি হবে
বেকার এবং হতাশ এক তরুনের হৃদয়ে
জীবনের পরীক্ষায় হারতে হারতে
একদিন সে হারিয়ে যাবে।

আজ শেষ রাতে বৃষ্টি হবে
তোমার অশ্রুসজল চোখে
দুঃখভরা শহরে
তোমার আমার অনেক ব্যবধান।

আজ শেষ রাতে বৃষ্টি হবে
তোমার আমার সাদাকালো জীবনে
বহু প্রতীক্ষার প্রহর শেষে
তুমি ফিরে আসবে আমার জীবনে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৬

তার আর পর নেই… বলেছেন: শেষরাতে বৃষ্টি হয়নি।
আপনার জীবনে বৃষ্টি এসেছে?

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

মহাকাল333 বলেছেন: প্রতীক্ষার প্রহর এখনও শেষ হয়নি ।এখনও বৃষ্টির অপেক্ষায়....
তার আর পর নেই, লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.