নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

নারী কেন্দ্রিক ছয়টি শ্রেষ্ট বাংলা ছায়াছবি আমার দেখা মতে

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৪

ছায়াসূর্য র ঘেটু



পার্থ প্রতিমের ছবি। ছায়াসূর্য। শর্মিলি ঠাকুরের মত একজন ডাকসাইটে সুন্দরীকে গ্রাম বাংলার ওই রকম সাদাসিদে চরিত্রে অভিনয়ে বিশ্বাসযোগ্যতা আনা সোজা কথা না।ঘেটু অসুন্দরী বলে সামাজে সে ব্রাত্য। কিন্ত চেহারার অসৌন্দয্যকে ছাপিয়ে ঘেটুর মানের সৌন্দর্য্য যখন ফুটে ওঠে তখনই বোজা যায় শর্মিলি ঠাকুর কি মাপের অভিনেত্রী।



পারমিতার এক দিন



পারমিতা আমার কাছে দক্ষিনা বাতাস। শরীর মন জুরিয়ে দেয়। আমি মানূষ হয়েছি এক যৌথ ফ্যামিলিতে তাই পারমিতার সাথে আমার আত্নীক যোগা্যোগ টের পাই।দুইজন মানুষ,দুইজন নারী বয়স আর সমাজের বাধা ভেদ করে একাকীত্বকে আশ্রয় করে হয়ে ওঠে বন্ধু। নিজেদের দু:খগুলো,কষ্টগুলো,ভাললাগাগুলো আর মুহূর্তগুলো যথন একাকীত্বের কাছে হার মানতে শুরু করে তখনই এই দুই মানুষের মধ্যে গড়ে ওঠে বিশ্বাস আর ভালবাসার এক স্বর্গীয় সস্পর্ক। সমাজের বাধা আছে,জীবনেরও সীমাবদ্ধতা আছে- তারপরও এ বন্ধন অবিচ্ছেদ্য। পারো আমার কাছে নুনের মত ভালবাসা। পারোর কথা যখনি মনে পড়ে এক ভালালাগা ভর করে। স্মৃতিগুলো কথা বলে। পারমিতা কে বড় চোখে হারাচ্ছি। ইশ পারো যদি আমাকে একটা চিঠিও দিত!



মেঘে ঢাকা তারার নীতা



নীতার ভাঙ্গন, তার পরিবারের ভাঙ্গন আদতে বাংলার ভাঙ্গন, আসলে ঋত্তিক ঘটক এর জীবিত কালে কুড়ে কুড়ে খেয়ে ছিল এই দুই বাংলার ভাঙ্গন, শুধু ঋত্তিকের কথা বলি কেন এপার ওপার প্রতিটি মানুষের হাহাকার ছিল এই ভাঙ্গন। তাই তো নেহেরু, জিন্না, প্যাটেল, মাউন্টবাটেন কখন ও ক্ষমা পায়নি নিতার কাছ থেকে। নীতারা ওদের কখন ও ক্ষমা করবে না।



উত্তর ফাল্গুনীর দেবযানী



এক মা আর এক মেয়ে, একজন ব্যার্থ প্রেমিক, নিপিড়ীত স্ত্রী, মমতাময়ী মা আর এক জন স্মার্ট দক্ষ উকিল। দুটো চরিত্র একজনের। যে সময়ের ছবি সে সময় একজন ই ছিলেন এ রকম জ়টিল চরিত্র ফুটিয়ে তোলার জন্য। সে হল এক মে দ্বিতীয়ম সুচিত্রা সেন। কার চরিত্রে বেশি ভাল ছিলেন? আমার পক্ষপাতিত্ব কিন্তু মায়ের প্রতি। বার বার চোখে পানি এসে যায় তার পরো দেখি কাকে দেখি? সুচিত্রা না দেবযানীকে? জানি না।



মহানগরের আরতি



মহানগরের আরতির সাথে শুধু আমার প্রেম করেতে ইচ্ছে হয়নি। ঘর বাধতেও ইচ্ছা করছে। কারন এই ছবিটা আমি দেখি বিয়ের আগে। আমার মনের গহীন গভীরে সব সময় ইচ্ছে হত আরতির মত কাউকে পেতে। যদিও আমি কখনও মহানগরের সুব্রতের মানসিকতার ছিলাম না।আরতি আমার কাছে এমন এক চরিত্র যার সাথে প্রেম করে ঘর করা যায়।



পরমা



পরমাকে যখন প্রথম দেখি তখন কৈশর প্রায় উত্তীর্ন। নিজের মধ্যে এক প্রচন্ড ভাংচুর শুরু হল। সময়টাই সে রকম, আমরা যতই বলি আমরা আধুনিক কিন্তু পরমা আমাদের সেই বিশ্বাসে চির দিন প্রশ্ন করে যাবে। এখানেই পরমার সার্থকতা।অনুষাসননের মধ্যে পরমার যে পরিনতি ঘটল তা বেদনাদায়ক কিন্ত তার মধ্যে দিয়ে সম্পর্কের জটিলতা আর খোলা জায়গা দুটোরই উপস্তিতি টের পেলাম।



ইশ ব্লগে সবাই কি সুন্দর করে মুভি রিভিঊ দেয়, আমার ও দিতে ইচ্ছে হল কিন্তু আমি যে পুরানো দিনের কথা বলতে ভালবাসি। সাহস করে দিয়ে দিলাম আমার দেখা ছয়টি নারী কেন্দ্রিক বাংলা ছবি। কেউ যদি এই লেখা পরে একটা ছবি ও দেখে আমি জানব আমার আনন্দ কেউ ভাগ করে নিয়েছে। কষ্টগুলো নিজের কাছে থাক। আনন্দ গুলো সবাইকে নিয়ে। আনন্দ। আনন্দ

মন্তব্য ৬৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩

মামুন রশিদ বলেছেন: অপর্ণা সেনের 'পরমা' :)

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৮

শের শায়রী বলেছেন: জোস দেখাইছে না ভাই

২| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমি তো আপুর সংসার থেকেই পুড়াই ফিদাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৮

শের শায়রী বলেছেন: এই গুলা এট্টু দেইখেন পুরা আউলা হইয়া যাবেন

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৯

দেশটা অস্থির বলেছেন: ছবিগুলো কই পাব ?

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৮

শের শায়রী বলেছেন: ঢাকার যে কোন ভাল ভিডিও দোকানে

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩০

এক্সপেরিয়া বলেছেন: পারমিতার একদিন দেখেছিলাম, অসাধারণ।

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৫

শের শায়রী বলেছেন: প্রতিটা ছবিই অসাধারন

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দেখিনি।

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৭

শের শায়রী বলেছেন: একটু কষ্ট করে দেখবেন। হয়ত জীবনের মানে বদলে যাবে।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমি SATYAJIT RAY এর পুড়াই ফ্যান ---- সব ছবি কালেকশনে আছে এবং কয়েকটা তো ১০ ১২ বার পর্যন্ত দেখেছি

B-)) B-)) B-))

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৫

শের শায়রী বলেছেন: এ তো দেখি আমার থেকেও বিকারগ্রস্থ। তবে আপানার মত যেন সবাই বিকারগ্রস্থ হয় এই কামনা করি। বুজবার পারছি কি ওজনের মানুশ আপ্নে। সালাম ওস্তাদ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৯

গ্রাম্যবালিকা বলেছেন: পরমা দেখেছিলাম মনে হয়, ছোটবেলায়, ভুলে গেছি

পরমা বিবাহিতা ছিলেন, আর একটা ফটোগ্রাফার-----------এই সেই হাবিজাবি

সেই কাহিনী?

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১২

শের শায়রী বলেছেন: পুরাই হাবিজাবি.।.।.।।বাকিগুলো কি দেখছেন?

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬

কুয়াশানিরব বলেছেন: পুরাতন ছবি গুলা ভাল পাই.........

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৩

শের শায়রী বলেছেন: পুরানোদিনের গান আজো ভরে মন প্রান.........ঠিক বলছেন

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৮

ভিয়েনাস বলেছেন: পারমিতার একদিন মুভিটা অসম্ভব ভালো লেগেছিল...
অন্যগুলো দেখবো :)

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৮

শের শায়রী বলেছেন: "কেউ যদি এই লেখা পরে একটা ছবি ও দেখে আমি জানব আমার আনন্দ কেউ ভাগ করে নিয়েছে" পোষ্ট সার্থক ভাই

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৮

রুদ্র মানব বলেছেন: পুরোনো দিনের ছবি গুলা সত্যিই অনেক সুন্দর ছিল ।

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৮

শের শায়রী বলেছেন: খাটি কথা ভাই

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৯

Ashish বলেছেন: জয়া আহসান রে দেখলাম না যে

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৫

শের শায়রী বলেছেন: পুরানা মানূষ ভাই, জয়ারে পোলাপানের জন্য রাইক্কা দিলাম

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:০৩

আমি তুমি আমরা বলেছেন: একটাও দেখি নাই

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৪

শের শায়রী বলেছেন: তাইলে বাদ দেন ভাই হুদাই সময় নষ্ট

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: পারমিতার একদিন আমার অসম্ভব প্রিয় একটা মুভি। ঐ মুভির সবই ভালো আর আমার সবচাইতে বেশী ভালো লেগেছে বউ শাশুড়ীর মধ্যে বন্ধুর মত যে সম্পর্কটা দেখিয়েছে সেটা।

এই সময়ের বাংলা মুভিগুলার মধ্যে "তিতলী" এবং "পারমিতার একদিন" এই দুইটা আমার এ টু যেড পছন্দ। আর পারমিতার একদিন, দহন এবং উৎসব দেখে সেই যে ঋতুপর্ণার ফ্যান হয়েছিলাম, তার প্রতি সেই বায়াসডনেসটা এখনও আছে।

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৬

শের শায়রী বলেছেন: চমৎকার বণলছেন কুনোব্যাঙ

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৫:৪৩

ফারিয়া বলেছেন: একটিও দেখিনি! :(

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

শের শায়রী বলেছেন: শুরু হোক পথ চলা ।শুভ কামনা

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৬:২৮

পড়শী বলেছেন: দেখতে বসলাম আপনার লেখা পড়ে। পরমা দিয়ে শুরু করলাম। দেখি কেমন লাগে।

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২০

শের শায়রী বলেছেন: ভাই খারাপ লাগলে খালি গালি দিয়েন মাইর টাইর দিয়েন না বড় ডরাই

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:১০

নীপবন বলেছেন: খুব ভালো পোস্ট , কয়েকটা দেখেছি, বাকিগুলো দেখে ফেলবো আশা করি, সম্ভব হলে এরকম আরো কিছু নাম দিলে খুশি হতাম

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২১

শের শায়রী বলেছেন: ছিল কিছু নাম, ভয় লাগছিল বেশি নাম দিলে পাবলিক আতেল কবে। ভাল থাকুন

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:২৯

সুইট টর্চার বলেছেন: আপনি মনে হয় এইসব ছবির দোকানদার :P

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৬

শের শায়রী বলেছেন: জ্বি ভাই এক্কেরে জায়গা মত হাত দেছেন ব্যবসায়িক পলিসি ভাই

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৩৬

মে ঘ দূ ত বলেছেন: প্রথমটা বাদে বাকী সবগুলোই দেখা। পেলেও সেটিও দেখে নিব। সুচিত্রা আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী।

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৫

শের শায়রী বলেছেন: "প্রথমটা বাদে বাকী সবগুলোই দেখা" আপনি আমার বিনম্র শ্রদ্বা নিন। বুজতে পারি অসাধারন একজন আপনি

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৫৮

কাউসার রুশো বলেছেন: সপ্তপদীর রীতা ব্রাউনকে বাদ দিলেন??
খুব সুন্দর পোস্ট
++++

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

শের শায়রী বলেছেন: আসলে ইচ্ছে করেই দেছি। সপ্তপদী আমার মনে হয় প্রায় সব রুচিবান বাংলী দেখেছেন। চেয়েছি নতুন রুপে কয়াজনকে পরিচয় করিয়ে দেব। এই জন্য দেবযানী কে আনলাম। ভাল থাকুন

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৭

রাসেল ভাই বলেছেন: ধন্যবাদ পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১০

শের শায়রী বলেছেন: ওস্তাদ আমনে! ওস্তাদ আমার পজিশন এর কথা মনে আছে?

২১| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৫

রীতিমত লিয়া বলেছেন: দেখার ইচ্ছে জাগল

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৯

শের শায়রী বলেছেন: কেউ যদি এই লেখা পরে একটা ছবি ও দেখে আমি জানব আমার আনন্দ কেউ ভাগ করে নিয়েছে। আর কি বলব

২২| ২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

ফেলুদার চারমিনার বলেছেন: চমৎকার পোস্ট

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৮

শের শায়রী বলেছেন: ভাই এত চমৎকার মানূষগূলোকে পেয়ে খারাপ করার সাহস পাইনা।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫১

শূন্য পথিক বলেছেন: ভালো +

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৬

শের শায়রী বলেছেন: ধন্যবাদ

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪০

স্পাইসিস্পাই001 বলেছেন: dekhi ni ,,,,,,,,,,kintu akhon dekhte isse korse........

valo laglo........

২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৬

শের শায়রী বলেছেন: গ্যারান্টি ভাল লাগবে, দেখুন একটু

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৪

ভিয়েনাস বলেছেন: আপনার পোস্ট দেখে ইউটিউবে ছবি গুলো খুঁজলাম। পরমা আগেই দেখেছি বাঁকি গুলো পেলাম না :(
ইউটিউব ছাড়া মুভি দেখতে পারি না।

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৭

শের শায়রী বলেছেন: ভাই এ গুলো কিছুটা পুরনো মুভি আর জানেন তো সবাই শুধু বর্তমান চায়। মনে হয়না ইউটিউবে পাবেন। :(

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫২

পেন আর্নার বলেছেন: ভাল লাগলো।

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪

শের শায়রী বলেছেন: আনন্দ আনন্দ

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৭

সায়েম মুন বলেছেন: সুন্দর পোস্ট।
শুধু পারমিতার এক দিনটাই দেখা।

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৩

শের শায়রী বলেছেন: শুরু হোক বাকী গুলো ধন্যবাদ

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৭

মোঃমোজাম হক বলেছেন: ভাল পোষ্ট তবে পরমার ফ্রেমে জয়া ভাদুরির ছবি কেন? :)

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫০

শের শায়রী বলেছেন: বিঙ্গো। ধইরা ফালাইছেন। ভাবছিলাম কখন কে নোটিশ করবে। অভিনন্দন। :)

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৫

শায়মা বলেছেন: ফারিয়া বলেছেন: একটিও দেখিনি!


আমিও:(

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫১

শের শায়রী বলেছেন: লেখক বলেছেন: শুরু হোক পথ চলা ।শুভ কামনা :)

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

ফয়সাল০০০০ বলেছেন: All of those are West Bangla Movies. We need to support Bangladeshi Movie. Whatever we have, we need to enrich it. (I'm blogging through phone which gives considerable pain to write Bangla-saving myself of poking!)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

শের শায়রী বলেছেন: আমি কিছু ভাল ছবির তালিকা দেবার চেষ্টা করছে একটা নির্দিষ্ট আঙ্গিকে। আর শিল্পর কোন দেশ কাল ভেদ নাই।ভাল থাকুন।

৩১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

শের শায়রী বলেছেন: হ্যাপি নিউ ইয়ার। !:#P ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সুখে থাকুন

৩২| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৩

আরজু পনি বলেছেন:

কি অবস্থা ! একটাওতো মনে হচ্ছে দেখি নি ! :(

দোকানে সিডি পাওয়া যাবেতো ?!

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০৯

শের শায়রী বলেছেন: বলেন কি? আপনি দেখেন নি নিশ্চয় ই ফান করছেন। হ্যা ভাল যে কোন দোকানে সিডিগুলো পাবেন।

৩৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৫১

শাহেদ খান বলেছেন: দেখার ইচ্ছা থাকল।

পোস্টে +

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০৯

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

৩৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৬

কালোপরী বলেছেন: চমৎকার রিভিউ :)

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১১

শের শায়রী বলেছেন: ধন্যবাদ পরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.