নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

অমৃতা শেরগিল এক নিমফো মহিলা মাষ্টার পেইন্টার

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯



কিছু কিছু মানুষকে নিয়ে লিখতে বুকের পাটা লাগে, অমৃতা শেরগিল নামক ইন্ডিয়ান আর্টিষ্টও তেমনি একজন। অনেক দিন ধরে ভাবছিলাম একে নিয়ে পোষ্ট দেয়া ঠিক হবে কিনা? এমনকি এখনো ভাবছি একে নিয়ে লিখব কিনা? কিন্তু এক ভয়াবহ দুর্নিবার আকর্ষনে লেখাটা এগিয়ে যাচ্ছে, আমার মনের একটা অংশ বলছে একে নিয়ে লিখলে এখনো আমাদের সমাজ এক গ্রহন করার উপযোগী হয়ে ওঠে নি, আর একটা অংশ বলছে লিখে ফেল কারন দুনিয়ার লাখ লাখ মানুষ এর পেইন্টিং দেখছে। উইকিতে শেরগিল কে নিয়ে লেখা আছে She has been called "one of the greatest avant-garde women artists of the early 20th century" and a "pioneer" in modern Indian art.


ব্রাইডস টয়লেট

ইন্ডিয়ার ন্যাশনাল গ্যালারি অভ মর্ডান আর্টসের যে বুকলেট তার প্রচ্ছদে অমৃতা শেরগিলের “ব্রাইডস টয়লেট” পেইন্টিংটি আঁকা। অমৃতা শেরগিল ভারতের সব থেকে এক্সপেনসিভ মহিলা শিল্পী। জীবিত অবস্থায় মাত্র একটি ছবি বিক্রি করতে পেরেছিলেন, তাও মাত্র ২৫০ রুপিতে কিন্তু কিছুদিন আগে তার একটি পেইন্টিং “ভিলেইজ সীন” বিক্রি হয় ১৬ লাখ ডলারে, এদিক দিয়ে দেখতে গেল অমৃতা আর ভ্যান গঘের মাঝে মারাত্মক মিল, গঘাও জীবিত অবস্থায় মাত্র একটি ছবি বিক্রি করতে পেরেছিলেন


Amrita Sher-Gil, 'the Indian Frida Kahlo'

ইংরেজীতে “ন্যূড” এবং “নেকেড” শব্দটির অর্থ এক হলেও শিল্প এবং সাহিত্যে এ দুটির শব্দর বিশাল পার্থক্য। চিত্রকলায় ন্যুড এমন একটি নগ্ন দেহ যার মাঝে সেক্স অ্যাপীল থাকে না, চিত্রকলায় দেব দেবী, বা নারী পুরুষদের নগ্নভাবে মাষ্টার পেইন্টাররা ক্যানভাসে যেভাবে উপস্থাপন করেন তাতে যৌনতা থাকে না থাকে এক ধরনের পবিত্রতা সততার প্রতিভু। কিন্তু সাহিত্যে বা চিত্রে নেকেড শব্দটার মানে হল এক ধরনের নগ্নতা বা যৌনতা যা মানুষকে আদিম রিপুতে উদ্দীপ্ত করে। এর মানে হল যে লেখায় বা চিত্রে সেক্সুয়াল এ্যাটিভিটি প্রকাশ পায় সেটা নেকেড লেখা বা নেকেড চিত্র, ন্যুড না।



অমৃতা শেরগিলকে নিয়ে লেখার শুরুতেই নেকেড আর ন্যুডের সংজ্ঞাটা দিলাম এই কারনে যে এই মহিলারা ছবির সাথে ন্যুড শব্দটি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, এবং ব্যাক্তি জীবনেও ভয়াবহ রকম সেক্স পার্ভার্ট হিসাবে পরিচিত ছিলেন এই ইন্ডিয়ান হাঙ্গেরিয়ান পেইন্টার। তাকে বলা হয় ইন্ডিয়ার ফ্রিডা কাহলো, ইউনেস্কো ইউনাইটেড নেশনের সাংস্কৃতিক সংগঠন, অমৃতা শের-গিলকে সম্মান জানিয়ে তার জন্মের ১০০ বছর পুর্তিতে, ২০১৩ সালে ঘোষণা করে the international year of Amrita Sher-Gil. এগুলি খুব বিরল সম্মান।


Amrita Sher-Gil portrait

নগ্ন হওয়া নিয়ে বা সেক্সের ব্যাপারে অমৃতার কোন রাখ ঢাক ছিল না, অমৃতা যে কনসেপটিতে বিশ্বাস রাখতেন তা হলো – Naked came I out of my mother’s womb and naked shall I return thither. পুরুষ আকিয়েদের ভীড়ে পৃথিবীতে তিনজন নারী শিল্পীকে ফিমেল আইকন হিসাবে গন্য করা হয় এর একজন আমেরিকার জর্জিয়া ও’কিফ (১৮৮৭-১৯৮৬), মেক্সিকোর ফ্রিদা কাহলো (১৯০৭-১৯৫৪ এবং অমৃতা শেরগিল ( ১৯১৩ – ১৯৪১)।


Amrita as a baby with her parents, 1913

অমৃতা শেরগিলের জন্ম ১৯১৩ সালের ৩০ শে জানুয়ারি হাঙ্গেরির বুদাপেস্টে। এই বছরই এশীয়দের মাঝে প্রথম নোবেল পুরষ্কার পান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অমৃতার মা ছিলেন হাঙ্গেরিয়ান ইহুদী আর বাবা ছিলেন ভারতীয় শিখ। মা মেরি আর বাবা উমরাও সিংয়ের দুই সন্তান অমৃতারা ছিলেন দুই বোন- অমৃতা আর ইন্দিরা, লেখাপড়া করেছেন বিদেশে। জন্মের পর থেকে বেড়ে উঠেছেন ভারতের বাইরে, কিন্তু অমৃতার আঁকা ছবি প্রমাণ করে যে নিজেকে তিনি কতটা ভারতীয় ভাবতেন।


The Sher-gil sisters - Amrita (artist) and Indira 1920s

অমৃতা ৮ বছর বয়সে ছবি আঁকা শুরু করেন। একটু বিদ্রোহী স্বভাবের ছিলেন। কনভেন্ট স্কুলে পড়ার সময় স্কুল থেকে তাঁকে বের করে দেওয়া হয়। কারণ তিনি নিজেকে নিরীশ্বরবাদী ভাবতেন। এরপর তার চলে বোহেমিয়া জীবন। ১৬ বছর বয়সে প্যারিসে চলে যান ও ওইখানে আর্ট নিয়ে পড়াশুনা করেন the Académie de la Grande Chaumière প্রতিষ্ঠানে ও পরে the École des Beaux-Arts-এ।


Sleep

শেরগিলের বিখ্যাত মাষ্টারপীস হল “স্লীপ”। কি আছে এই স্লীপে? শ্বেতশুভ্র বিছানায় একজন নগ্ন যুবতী নারীর ঘুমের দৃশ্য। পৃথিবীতে অসংখ্য ন্যুড ছবি আছে, কিন্তু তারমাঝেও অনন্য একটি হল এটি।শিল্পমান বিচারে যেটি আরেক ফ্রেঞ্চ মাস্টার Amedeo Modigliani’র Red Nude এর সমতুল্য। জর্জিনো, এদুয়ার মনে, তিসিয়ান, বত্তিচেল্লি, রেমব্রান্ট থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত সবার আঁকা ন্যুড চিত্রের মধ্যেও এটি যেন আলাদা।



জর্জিনো তাঁর স্লিপিং ভেনাসে,



এদুয়ার মনের তাঁর অলিম্পিয়া’তে,



বত্তিচেল্লি তাঁর বার্থ অফ ভেনাস,



তিসিয়ান তাঁর রাইজিং ভেনাস,



রেমব্রান্ট এর বাথসেবায়

রেমব্রান্ট তাঁর বাথসেবায় চাতুর্যের সাথে লুকিয়ে রেখেছেন নারীর গোপনাঙ্গ। কিন্তু অমৃতা তাঁর স্লিপে নারীকে এঁকেছেন একদম নিজস্ব স্টাইলে, রাখঢাকহীন অকৃত্রিমভাবে- যেখানে নগ্নতার মাঝে ঘুমের সৌন্দর্য কতটা মোহনীয় ও সুখকর হতে পারে তা অনুভব করা যায়।

ন্যুড পেন্টিং নিয়ে তার সিরিজ আছে Recling Nude (1933), Professional Model (1933), Nude Group ( 1935), Two girls (1939)

এক রোখা ঠোট কাটা অমৃতা কে নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। জীবনের এক পর্যায়ে অবিভক্ত ভারতের লাহোরে কিছুদিন বসবাস করছিলেন, সেখানে তার প্রতিবেশী ছিল আর এক বিখ্যাত ভারতীয় সাংবাদিক খুশবন্ত সিং। এক বিকালে খুশবন্তের স্ত্রী অমৃতার কাছে জানতে চান তাদের বাচ্চাটি দেখতে কেমন হয়েছে?

উত্তরে অমৃতা বলেন what an ugly little boy! খুশবন্ত সিং এর স্ত্রী তো রেগে তেলে বেগুনে জ্বলে উঠেন তিনি জানিয়ে দেন তাদের বাড়ীতে কোন দিন অমৃতাকে আর ঢুকতে দেয়া হবে না। অমৃতাও কম যান না তিনিও সমান তেজে উত্তর দেন I will seduce her husband. বোজেন অবস্থা! একজনের স্ত্রীকে শায়েস্তা করতে তার স্বামীকে বিছানায় নিয়ে যাবার ভয় যে মেয়ে দেখাতে পারে তার সাথে কি বলার থাকে?

অমৃতার বিখ্যাত ছবি গুলোর মাঝে আছে


স্প্যানিশ গার্ল


হাঙ্গেরিয়ান পীজান্ট


হাঙ্গেরিয়ান জিপসী গার্ল


ব্রক্ষ্মচারী


থ্রি গার্লস

অমৃতার সাথে ভারতের প্রধানমন্ত্রী নেহেরুর দেখা হয় লাহোরে, বলা হয়ে থাকে সেখানে তারা তিন দিন নির্জনে একান্তে ছিলেন। বয়ফ্রেন্ডদের তালিকা ছিল দীর্ঘ। সেখানে নিজের বয় ফ্রেন্ডদের পোট্রেট আঁকা তার ছিল শখ। একজন সাংবাদিক একদিন অমৃতাকে প্রশ্ন করছিলেন কেন তিনি নেহেরুর ছবি আঁকেন নি? উত্তরে লাজুক হেসে অমৃতা বলছিলেন Because he is too good looking! গুড লুকিং পুরুষদের প্রতি অমৃতার ছিল দুর্নিবার আকর্ষন। খুশবন্ত সিং তাকে বলছিলেন নিমফোম্যানিয়াক।

খুশবন্ত সিং তাকে নিয়ে লিখছেন Sher-Gil had many lovers, including, perhaps, India’s future prime minister Jawaharlal Nehru. According to one contemporary, she sometimes entertained up to seven a day, with two-hour intervals in between trysts. The British journalist Malcolm Muggeridge spent a week with her that reportedly reduced him to a “limp rag”. “I could not cope” he later recalled.

অমৃতার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক অনেক নারী পুরুষের সঙ্গে ছিল, যেমন the painter Marie Louise Chassany, and some art critics. এমনকি তার ভাইপো শিল্পী ভিবান সুন্দরমের সঙ্গেও। যৌনতার প্রতিমূর্তি হিসাবে তিনি নিজেকে প্রকাশ করতেন। প্রেম প্রণয় ছিল তার জীবনের উৎস। তার পুরুষ বন্ধুও অনেক ছিল। আকবরপুরের নবাব ইউসুফ আলী খানের কাছ থেকে যৌন অসুখ গনোরিয়া উপহার পান তার কিশোরী বয়সে।

তাঁর এক ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়ে পড়ে। পরে তার সঙ্গে বিয়ে হয়। নাম ভিক্টর ইভান, ১৯৩৮ সালের ১৬ই জুলাই। তার সেই গর্ভ ফেলে দেওয়া হয়। ১৯৩৯ সালে গোরখপুর জেলার সারায়া গ্রামে কিছু দিন বিবাহিত জীবন কাটিয়ে লাহোর চলে যান স্বামী স্ত্রী। লাহোর তখন অবিভক্ত ভারতের উজ্জ্বল শহর। সেখানে ১৯৪১ সালে তার একক ছবির প্রদর্শনীর আগে অসুস্থ হয়ে পড়েন। তাঁর দ্বিতীয় গর্ভপাতের সময় স্বামীর হাতেই মারা যান মাত্র ২৮ বছর বয়সে।

প্রশ্ন আসতে পারে আমি এই ধরনের পারভার্ট একজন পেইন্টার কে নিয়ে কেন লিখছি? লিখছি এই কারনে একজন নারী মাষ্টারপেইন্টার হিসাবে তিনি এখন বিশ্ব স্বীকৃত ব্যাক্তি জীবনে যাই থাকুন না কেন। তিনি নিজে তার ছবি সম্পর্কে এত দৃঢ় বিশ্বাসী ছিলেন, তিনি বলেন, ‘Europe belongs to Picasso, Matisse and Braque and many others. India belongs only to me.”

কৃতজ্ঞতাঃ বরেন চক্রবর্তীর আইনষ্টাইনের হলুদ বাড়ি ভ্যানগঘের হলুদ ভুবন বই এবং Amrita Sher-Gil , ভারতীয় শিল্পকলার রাজকন্যা অমৃতা শেরগিল

মন্তব্য ৭২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩০

সোহানী বলেছেন: আপনার পোস্ট মানেই নতুন কিছু জানা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৫

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ বোন

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৯

ইলি বলেছেন: যেনে ভাল লাগলো। ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২৬

শের শায়রী বলেছেন: পড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: তথ্য বহুল পোস্ট ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০

শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:২০

হিজ মাস্টার ভয়েস বলেছেন: শের শায়রী Who always do as শের।
আমি বলি কি শের-ই-সামু is equal to শের শায়রী

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫

শের শায়রী বলেছেন: ব্রাদার একটু লজ্জা পেলাম। এমন কিছু হবার মত যোগ্যতা আমার নেই। মন্তব্যে কৃতজ্ঞতা জানবে।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩০

মিরোরডডল বলেছেন: অমৃতা শেরগিল সম্পর্কে অনেক কিছু জানলাম ।
এতো অল্প বয়েসেই চলে গেলেন । জীবিত অবস্থায় স্বীকৃতি দেখে যাননি এটা দুঃখজনক ।
ফ্রিদা কাহলোর স্টোরিটা জানতাম । ফ্রিদা মুভিটাও দেখেছি । অসাধারণ । তিনিও অল্প বয়সেই মাত্র ৪৭ মারা যান ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

শের শায়রী বলেছেন: মাত্র ২৮ বছর জীবিত ছিলেন এই মাষ্টার পেইন্টার। এর মাঝেই উনি যে সৃষ্টি রেখে গেছেন, ১০০ বছর পরো বিশ্ব তাকে স্মরন করে। আর কি পাওয়ার থাকতে পারে এই নশ্বর পৃথিবীতে।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: চমৎকার সব ছবি। অতি মুগ্ধকর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

শের শায়রী বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২১

ইসিয়াক বলেছেন: খুব ভালো পোষ্ট।
শুভকামনা রইরো প্রিয় ব্লগার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

শের শায়রী বলেছেন: অনেক অনেক কৃত্জ্ঞতা প্রিয় কবি।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: খুশবন্ত সিং কে একদিন লিখবেন। তাকে নিয়ে জানার ইচ্ছা আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪

শের শায়রী বলেছেন: ভাই এই খুসবন্ত সিং আর এক জিনিস, আর এক পার্ভার্ট। দিল্লী বইটা পড়লেই বুজবেন উনি কোন লেভেলের মানুষ। যদিও তার মাঝে কিছু ইতিহাস আছে, কিন্তু ভয়াবহ রকম যৌনতায় ভরা। উনাকে নিয়ে লিখতে গেলে সে পোষ্ট ব্যান খাবার সম্ভাবনা আছে :)

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৬

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ । শুভেচ্ছা সতত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৬

শের শায়রী বলেছেন: পাঠে বং মন্তব্যে কৃতজ্ঞতা নেওয়াজ ভাই।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫০

রাশিয়া বলেছেন: ব্লগে ঢুকেছিলাম ন্যুড ছবি দেখতে। কিন্তু ছবিগুলো তেমন আকৃষ্ট না করলেও বর্ণনার ভাষা আর আর্টিস্টের জীবন কাহিনীতে আকৃষ্ট না হয়ে পারিনি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭

শের শায়রী বলেছেন: :) জ্বি কালারফুল লাইফ আর সে আমলের তুলনায় তো ভয়াবহ সাহসী বলতেই হয়।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এর অনেক ছবি আমার বিভিন্ন স্হানে দেখা তবে ইতিহাস সহ বর্ননা
গুরুত্ব বহন করে ।

......................................................................................
সুন্দর একটি প্রচেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৮

শের শায়রী বলেছেন: পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: রাশিয়া বলেছেন------------------------......

ন্যুড আর ন্যাকেড এর পার্থ্ক্য শুরুতেই দেয়া ছিল; খেয়াল করেন নি বোধ হয়!!!

---অনেক অজানাকে জানিয়ে গেলেন, ধন্যবাদ। হয়তো একদিন - মুভিও হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

শের শায়রী বলেছেন: পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা ভাই। আমারো মনে হয় ঠিকই এক দিন মুভি হবে হিন্দীতে।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫২

হাসান মাহবুব বলেছেন: বাহ! ইনাকে নিয়ে সিনেমা হওয়া দরকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

শের শায়রী বলেছেন: আমারো ধারনা মুভি হবে। এত কালারফুল লাইফ এত অল্প সময়ে খুব কম লিজেন্ডের ভাগ্যেই জোটে হামা ভাই।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪২

আহমেদ জী এস বলেছেন: শের শায়রী,





"ন্যুড" আর "নেকেড" হলো "লভ" এবং "লভ মেকিং" এর মতো।
এই পার্থক্য বোঝার মতো মানসিকতা-জ্ঞান-রূচিবোধ সবার থাকেনা। যে কোনও শিল্পের, সাহিত্য বা চিত্র যা-ই হোক তার ভাব বুঝতে কিছু মগজ লাগে। সন্দেহ হয়, সে মগজ সবার কতোটুকু আছে !

"ইন্ডিয়া বিলংস ওনলি টু মী..." বলতে বুকের পাঁটা লাগে।
তেমন এক বুকের পাঁটাওয়ালী শেরগিলের ছবি নিয়ে এই লেখাটি অবশ্যই প্রশংসার দাবী রাখে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১০

শের শায়রী বলেছেন: বাহ দারুন বলছেন তো "ন্যুড" আর "নেকেড" হলো "লভ" এবং "লভ মেকিং" এর মতো। আসলে আমি কিছুটা বিব্রত ছিলাম এই পোষ্ট নিয়ে শ্রদ্ধেয় ভাই কারন কে কিভাবে নেয় সেটা নিয়ে, পরে চিন্তা করে দেখলাম যে যেভাবে নিক তাতে আমার কি? আমি কিভাবে দেখছি সেটাই মুল বিষয় যেটা আপনার মন্তব্যে ফুটে উঠেছে এই পার্থক্য বোঝার মতো মানসিকতা-জ্ঞান-রূচিবোধ সবার থাকেনা। যে কোনও শিল্পের, সাহিত্য বা চিত্র যা-ই হোক তার ভাব বুঝতে কিছু মগজ লাগে। সন্দেহ হয়, সে মগজ সবার কতোটুকু আছে !

পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা ভাই।

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অমৃতাকে জানা হলো। হয়তো বেশি বছর বাঁচলে আরও কালজয়ী সব ছবি আকতেন।++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৭

শের শায়রী বলেছেন: জ্বি শ্রদ্ধেয় ভাই মাত্র ২৮ বছর বেচে ছিলেন তাতেই কালের গায়ে স্বাক্ষর রেখে গেছেন।

অনেক অনেক কৃতজ্ঞতা পাঠে এবং মন্তব্যে।

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৫

অজ্ঞ বালক বলেছেন: হোয়াট এ পোষ্ট। দারুণ। কেউ একজন সামুতে শেরগিল কে নিয়ে লিখছে এটা দেখে অবাক হয়ে গেলাম। কুদোস।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০২

শের শায়রী বলেছেন: :) ভাই কুদোস মানেটা বুজলাম না। বাকীটুকু বুজছি

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
আর্টিষ্ট মাষ্টার পেইন্টার অমৃতা শেরগিল বর্তমান যুগে জন্ম নিলে এত কিছু পারতেন না।
শেরগিল সোরগোল হয়ে যেত।
বর্তমান যুগে জন্ম নিলে টিকতে পারতেন না বেগম রোকেয় বা বিশ্বকবি নজরুলও।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৩

শের শায়রী বলেছেন: এক দম খারাপ বলেন নাই হাসান ভাই, আর সৃষ্টিশীল মানুষ প্রায় শেষ হয়ে যাচ্ছে। :)

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

হাসান রাজু বলেছেন: বহু পোস্টে ধরা খাইছি। ১৮+, প্রাপ্ত বয়স্কদের পোস্ট ইত্যাদি যুক্ত শিরোনাম দেখে। ভিতরে আসলে ভালো জিনিস । পোস্ট শেষে (বদ) লেখক ভদ্র ভাষায় জানিয়ে দিয়েছেন আমি একজন লুলু পাবলিক X(( । এরপর থেকে ১৮+ দেখলে বোকা বনার ভয় থাকত ।
কিন্তু আজকে নিশ্চিত ছিলাম লেখক যেহেতু আপনি অতএব ভালো কিছু থাকবে। আরও বড় কথা হল, আমার প্রত্যাশা সত্যি নেক ছিল । এমন পোস্টই আশা করেছিলাম ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৬

শের শায়রী বলেছেন: =p~ =p~ প্রত্যাশা নেক থাকার কারনেই মিলে গেছে ;)

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: এককথায় চমৎকার। দেখি সময় পেলে আবার আসতে পারি কিনা..

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৭

শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫

করুণাধারা বলেছেন: চমৎকার!! অমৃতা শেরগিল সম্পর্কে খুব অল্প জানতাম, এখন অনেক কিছুই জানতে পারলাম আর ভেবে অবাক হচ্ছি এমন একজন শিল্পী এভাবে বিস্মৃতির আড়ালে চলে গেলেন কেন? মহিলা বলেই কী!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৪

শের শায়রী বলেছেন: বোন একটা ব্যাপার খেয়াল করছেন মাষ্টার পেইন্টার বা স্কালপচারদের মাঝে কিন্তু মেয়েদের উপস্থিতি অনেক কম, দেখুন আর্ট ব্যাপারটা কিন্তু সার্বজনীন কিন্তু মেয়েরা কেন ব্রাত্য? মধ্যযুগে এর একটা জবাব পাওয়া যায়, যে আর্টের সাথে ধর্মীয় ব্যাপারটা জড়িত ছিল, কিন্তু তারপর এই আধুনিক কালে কেন আর একটা শেরগিল জন্ম নিল না? ব্যাপারটা কিন্তু ভাবায় আমাকে।

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০১

এমজেডএফ বলেছেন: বরাবরের মতো তথ্য ও ছবিতে সমৃদ্ধ একটি পোস্ট। অমৃতা শেরগিলের নাম আগেও শুনেছি, তাঁর সম্পর্কে এত কিছু জানতাম না। ভারতীয় নাম দেখে খুব বেশি জানার চেষ্টাও করি নাই! কারণ আমাদের রক্তের অনেক দোষের মধ্যে একটি হচ্ছে নিজের দেশের বা প্রতিবেশী দেশের কেউ যতই ভালো করুক না কেন তারপরও তাকে আমরা অবমূল্যায়ন করি! যাই-হোক, আপনার পোস্টটি পড়ে সেই ভুল ভাঙলো। এখন শিল্পীর ছবিগুলো দেখছি আর বুঝার চেষ্টা করছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৮

শের শায়রী বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় ভাই।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৬

প্রামানিক বলেছেন: জানা হলো

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৩

শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহমেদ জিএস ভায়ার ঋদ্ধ মন্তব্যের পর আর কিছু বলার ভাষা নেই।

সনদ আর প্রকৃত জ্ঞানের ব্যবধানেই দৃষ্টিভঙ্গির ব্যবধান।
শিল্প সবাই পারে না, শিল্প সবাই বোঝে না -
মাঝখানের অবুঝদের নিয়েই যত গন্ডগোল।

না পারে মহাকালে কোর দাগ রেখে যেতে? না পারে মহাকালকে ধারন করতে!

অসাধারন এক জীবন আর কর্ম নিয়ে দারুন পোষ্টে ++++++++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪৩

শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ম্যাভাই।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫১

ভুয়া মফিজ বলেছেন: অমৃতা শেরগিলকে নিয়ে লেখাটা ভালো লাগলো।

প্যারিসের একটা অতি জনপ্রিয় পর্যটন স্পটে বিশালকায় কিছু ভাস্কর্য আছে। আমার মোহনীয় রমণীয় প্যারিস (পর্ব ২) পোষ্টে আমিও ভয়ে ভয়ে দু'টা ছবি দিছিলাম। আপনের মতো অবশ্য এতো সুন্দর কইরা ব্যাখ্যা দেই নাই। তয় প্রতিক্রিয়া তেমন ভয়াবহ হয় নাই। :D

আসলে যুগ যুগ ধইরাই নগ্নতা আর শিল্পের মধ্যে একটা দ্বন্ধ ছিল। যে যেইভাবে দ্যাখে। আমার মতে দুইপক্ষেরই যুক্তির অভাব নাই। তাই এইটা নিয়া আমি কারো সাথে তর্ক করি না। তাছাড়া তর্কে গেলেই আমাগো ধর্মও চইলা আসে।

যাইহোক, আপনে আপনের পারফর্মেন্স ধইরা রাখছেন........এইটাই বড় কথা। :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪৫

শের শায়রী বলেছেন: তর্কে তো এবিষয় নিয়া যাওয়াই যাবে না, পিছলাইয়া যাইতে হবে। :)

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৫৭

অনল চৌধুরী বলেছেন: চলচ্চিত্র বা অন্য কোনো মাধ্যমে তথাকথিত শিল্প বা যে নামেই হোক ,আমি নগ্নতা পছন্দ করি না।
আপনি সাখে মিশু নিয়ে এসব দেখতে কি শিল্পবোধ অনুভব করবেন না লজ্জা পাবেন??????

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৬

শের শায়রী বলেছেন: চলচিত্রের নগ্নতা আর পেইন্টিং এর নগ্নতাকে আপনি এক করে দেখলে তো হবে না ভাই। ব্যাক্তিগত ভাবে আমিও নগ্নতাকে পছন্দ করিনা, কিন্তু পেইন্টিং এর ব্যাপারটা ভিন্ন, এখানে নগ্নতা আসছে ভিন্ন আঙ্গিকে, যৌনতা আর পেইন্টিং নগ্নতা এক হয়ে গেলে তো মুশকিল। স্বাভাবিক মৃত্যু আর ছিনতাইকারীর হাতে মৃত্যু কি এক?

যাক এগুলো নিয়ে যুক্তিতে গেলে কথায় কথা বাড়ে, যৌনতা বা যৌন উত্তেজনা মুলক যে কোন কিছু পরিত্যাজ্য, কোন শিশুকে নিয়ে এগুলো দেখার আমি পক্ষপাতি না, কিন্তু সেই শিশুটির বয়স যখন ১১/১২ হয় তখন সে স্বাভাবিক ভাবে স্কুলে প্রজনন প্রক্রিয়ার সাথে পরিচিত হয়, সেটা কিন্তু শিক্ষার অংশ। তাই বলে ৮/৯ বছরের শিশুকে কিন্তু প্রজনন প্রক্রিয়া বুজাতে যাবার কিছু নাই। আশা রাখি বুজাতে পারছি।

ধন্যবাদ আপনাকে মন্তব্যে।

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:০১

অনল চৌধুরী বলেছেন: বৃটেনেও নারীর নগ্নমূর্তি ছবি ঢেকে দেয়া হয়েছিলো।
সুতরাং শিল্পের নামে হলেও নগ্না গ্রহণযোগ্য না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৪

শের শায়রী বলেছেন: এমন একটা ব্যাপার উদাহরন হিসাবে টানলেন যার ভিত্তি প্রায় শুন্য। আবার এই ব্রিটেনেই সমকাম আইন সিদ্ধ। এক্সেপশান ইজ নট এ্যান এগজাম্পল। এই ব্রিটেনেই নগ্নতার অসংখ্য উদাহরন আছে, আর আপনি যৌনতা আর পেইন্টিং নগ্নতা এক করে দেখছেন। আবারো ধন্যবাদ আপনাকে মন্তব্যে। আর কোন ব্রিটেনে কোন নগ্ন নারী মুর্তিকে ঢেকে দেয়া হয়েছিল? একটু স্পেসিফিক বললে সুবিধা হবে।

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শের গিল আর শের শায়রী - নামের মধ্যে অনেকটা মিল খুঁজে পাচ্ছি !
শায়রীকে কি গিলে খাবে নাকি ? :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৪

শের শায়রী বলেছেন: মাফ ও চাই দোয়াও চাই =p~

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

সোনালী ডানার চিল বলেছেন:


বিদগ্ধ পোষ্ট ভাই!
বেশ কিছু জানলাম, আর নতুন কিছু জানতেই আপনার পোষ্টে আসি-
শুভকামনা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৫

শের শায়রী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় ভাই।

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৩৭

অনল চৌধুরী বলেছেন: রাণী লিখতে গিয়ে নারী হয়েছে।
বৃটেনের বর্তমান রানীর নগ্নমূর্তি ঢেকে দেয়া হয়েছিলো।
আর রাজপরিবারের নগ্নতা ধামাচাপা দিতে চেষ্টা করা হয়।

Nude photos that forced palace to impose media blackout

https://www.news.com.au/entertainment/celebrity-life/royals/nude-photos-that-forced-palace-to-impose-media-blackout/news-story/d167d01b6c4d5769e1f26e56402dbfb7

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১১

শের শায়রী বলেছেন: আপনি কিসের সাথে কি তুলনা করলেন? রানী এবং নারী এক হল? যখনি বললাম স্পেসিফিক হতে তখনি ব্রিটেনের নারী রানি হয়ে গেল। পেইন্টিং এর নগ্ন মুর্তির সাথে আপনি ব্রিটেনের রানীর নগ্নমুর্তির তুলনা দিয়ে উদাহরন টানলেন। একটা দেশের রাজা রানী কারা সে ব্যাপারে আপনার ধারনা আছে? তাদের প্রতি জনগনের দৃষ্টিভঙ্গি অথবা সেই সেই রাজকীয় পরিবারের মর্যদা এগুলো নিয়ে আপনি বোধ হয় জানেন না বিধায় ইংল্যান্ডের রানির নগ্ন মুর্তি ঢেকে দেবার সাথে মাষ্টার পেইন্টারদের নগ্ন ছবির তুলনা আনলেন।

যাক আর কিছু বলার নাই, ধন্যবাদ আপনাকে। যৌক্তিক বিরোধিতা বা তর্কে সব সময় স্বাগতম। অযৌক্তিক তর্ক আমি করিনা।

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উনি মেধাবী হলেও চারিত্র্যিক ভ্রষ্টতা তার মেধাকে বিকশিত হতে দেয়নি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪

শের শায়রী বলেছেন: ভাই যেটুকু হয়েছে তাতেই ১০০ বছর ইউনেস্কো তার নামে বছর ঘোষনা করে :)

৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

আহসানের ব্লগ বলেছেন: শিল্প তো শিল্প ই৷

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

শের শায়রী বলেছেন: পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানুন।

৩২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪

রায়হানুল এফ রাজ বলেছেন: অনন্য প্রতিভা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪৮

শের শায়রী বলেছেন: নি:সন্দেহে।

৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪৪

অনল চৌধুরী বলেছেন: একটা দেশের রাজা রানী কারা সে ব্যাপারে আপনার ধারনা আছে? তাদের প্রতি জনগনের দৃষ্টিভঙ্গি অথবা সেই সেই রাজকীয় পরিবারের মর্যদা এগুলো নিয়ে আপনি বোধ হয় জানেন না- এধরণের কথাবার্তা আপত্তিকর এবং ঝগড়াটের মতো।

আপনার কথা শুনে মনে হচ্ছে,পৃথিবীতে আপনি একাই সবকিছু জানেন।

আপনার জানা উচিত,আমি প্রবীন লেখক এবং গবেষক।
আমার লেখার দৌড় শুধু এই ব্লগ পর্যন্ত না।
রাজতন্ত্রে পতনের পর রাজা-রাণী আবার কি???? তাদের ক্ষমতা কি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

শের শায়রী বলেছেন: আমি অবশ্যই সব জানি না তবে এটুকু জানি যে ন্যুড পেইন্টিং এর সাথে ইংল্যান্ডের রানীর ন্যুড মুর্তির তুলনা চলে না, আপনি হতে পারেন একজন প্রবীন লেখক এবং গবেষক উইথ অল রেসপেক্ট কিন্তু এই ধরনের যুক্তিতে কি সেটা মনে হয়? আপনার লেখার দৌড় হয়ত অনেক দূর সেটা ব্লগারদের কাছে খুব একটা বিবেচ্য না যদি সেটা যুক্তির বাইরে হয়। ব্লগ চলে ব্লগের মত। প্রবীন হিসাবে আপনি অবশ্য ই আমার সন্মানের পাত্র।

আবার লিখছেন রাজতন্ত্রে পতনের পর রাজা-রাণী আবার কি?? ইংল্যান্ডের রাজতন্ত্রের পতন কবে হল? যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে এই পোষ্ট ন্যুডিজম নিয়ে না, এটা অমৃতা শেরগিল কে নিয়ে।

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৫

চাঁপাডাঙার চান্দু বলেছেন: অনেক ভালো লাগলো। নতুন কিছু জানার জন্য একটি চমৎকার, আকর্ষণীয় পোস্ট :)

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৮

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই, তবে তুমি রেগুলার হলে আরো খুশী হব।

৩৫| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১০:৩২

আলামিন১০৪ বলেছেন: Disclosure টুকু দিয়েই তো বাজিমাত করে দিলেন। What an idea, শেরজী!

০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:১৮

শের শায়রী বলেছেন: হোয়াট আ অবজার্ভেশান ব্রাদার =p~ ঠিক আছে ভাই ব্রাকেট টুকু তবে উঠিয়েই দেই :)

৩৬| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:২০

আখেনাটেন বলেছেন: অসাধারণ লিখেছেন। অজানাকে জানলাম। শেরগীলের কাজগুলো এখন কোথায় কোথায় আছে একটি লিস্ট থাকলে ভালো হত।

০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:৩৬

শের শায়রী বলেছেন: শেরগিলের অনেক গুলো কাজ এখন "ইন্ডিয়ার ন্যাশনাল গ্যালারি অভ মর্ডান আর্টস" বাকীগুলো ইউরোপের বিভিন্ন গ্যালারীতে ছড়িয়ে আছে। সব গুলোর লিষ্ট জোগাড় করা খুব ঝামেলার কাজ তবে চেষ্টা করলে হয়ত সম্ভব।

পাঠে মন্তব্যে অনেক কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.