![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। টানেল অব লাভ, ক্লীভান, ইউক্রেন
অনেক বছর ধরে প্রতিদিন তিনবার করে ট্রেন যাতায়াতের ফলে আশেপাশের গাছগুলি টানেলটিকে তৈরি করেছে। পরিত্যক্ত অবস্থায় এখন টানেলটি দারুণ রোমান্টিক জায়গা হিসেবে পরিচিত।
২। ক্যানো ক্রিস্টাল রিভার, কলম্বিয়া
এখানে অসংখ্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাস হওয়ায় নদীটিতে হলুদ, সবুজ, নীল, কালো, লাল- সব ধরনের রঙই দেখা যায়। পাথরগুলি ১.২ বিলিয়ন বছরের পুরোনো।
৩। প্লিটভাইস লেক, ক্রোয়েশিয়া
প্লিটভাইস প্রাকৃতিক উদ্যানটি ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় এবং দক্ষিণ-পূর্ব ইউরোপে সবচেয়ে পুরাতন প্রাকৃতিক উদ্যান। কয়েক হাজার বছর ধরে চুনাপাথর এবং চকের উপর পানির প্রবাহের ফলে প্রাকৃতিকভাবে বাধ, সুন্দর সুন্দর হ্রদ, গুহা এবং জলপ্রপাত তৈরি হয়েছে এখানে।
৪। গারমিশ্চ-পারতেনকিরচেন, ব্যাভারিয়া, জার্মানি
জার্মানির ব্যাভারিয়াতে অবস্থিত নয়নাভিরাম গারমিশ্চ-পারতেনকিরচেন গ্রামটি অবস্থিত জুগসপিৎজ পর্বতের চুড়ায়। যা জার্মানির সর্বোচ্চ শৃঙ্গ। অপরূপ সব দৃশ্য দেখা যায় এই নিরালা প্রত্যন্ত গ্রামটিতে গেলে। অল্প কিছু মানুষের বাস সেখানে। বাসিন্দাদের অধিকাংশই ভেড়ার খামারের মালিক অার কাঠুরিয়া।
ওই গ্রামে গেলে যেদিকে চোখ যায় চারদিকে কেবল দেখা যায় সবুজ। জুগসপিৎজ পর্বতের চুড়ার সৌন্দর্য্য দেখলে অনেকেরই মনে হতে পারে এই বুঝি সেই ভূস্বর্গ।
গারমিশ্চ-পারতেনকিরচেন গ্রামটি মূলত দুটি ভাগে বিভক্ত। একটি গারমিশ্চ ও অন্যটি পারতেনকিরচেন। তবে এই সুন্দর দুটি গ্রামকে ঘিরে অাছে একটি দুঃখজনক ইতিহাসও। অাগে এক থাকা গ্রামটি ১৯৩৬ সালে শীতকালীন অলিম্পিককে ঘিরে মতবিরোধে অালাদা হয়ে যায়।
৫। পামুক্কেল হট স্প্রিংস, তুরস্ক
কয়েক মিলিয়ন বছরে পামুক্কেল গরম পানির জলাশয় সুন্দর একটি ল্যান্ডস্কেপে পরিণত হয়েছে। দেখে মনে হতে পারে জলাশয়ের আশেপাশের জায়গাগুলি বরফের। কিন্তু এই জায়গাগুলি আসলে চুনাপাথর দিয়ে ঢেকে দেওয়া।
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২
শোভন ব্লগ বলেছেন: এমন জায়গার ছবি দেখলে সবাই মুগ্ধ হয়ে যায়..
২| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
নুর ইসলাম রফিক বলেছেন: জার্মানির ব্যাভারিয়াতের ঐ সরু পথ ধরে উচু পাহাড়ের উপরে পথ হারাতে ইচ্ছে করছে।
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২
শোভন ব্লগ বলেছেন: আসলেই..
৩| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
রিকি বলেছেন: পামুক্কেল হট স্প্রিংস, তুরস্ক এখানে যেতে মন চাই অনেক দিন আগে দেখেছিলাম--- প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গেছি !!!
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২
শোভন ব্লগ বলেছেন: এমন জায়গার ছবি দেখলে সবাই মুগ্ধ হয়ে যায়..
৪| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট।
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৩
শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ
৫| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব যায়গা
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৩
শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ
৬| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭
শতদ্রু একটি নদী... বলেছেন: আহ! আফসোস মেশানো ভালোলাগা নিয়ে বেশ কিছুক্ষন ধরে দেখলাম। একেবারে নিভে যাবার আগে হয়তো এমন অনেক অপার্থিব সৌন্দর্য্য নিজ চোখে দেখার সুযোগ হবেনা।
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৪
শোভন ব্লগ বলেছেন: হতে ও পারে দেখার সুযোগ..
৭| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৯
জেন রসি বলেছেন: বাহ! চমৎকার!
যেতে মন চাচ্ছে!
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ.. সবারই যেতে মনে চাচ্ছে.।
৮| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ
৯| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫০
বোকামানুষ বলেছেন: টানেল অব লাভ, ক্লীভান, ইউক্রেন এবং গারমিশ্চ-পারতেনকিরচেন, ব্যাভারিয়া, জার্মানি এই দুটো জায়গাতে আমারও যাওয়ার খুব ইচ্ছা কোনদিন যদি আল্লাহ সামর্থ্য দেন
পোস্টে +++++++
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৭
শোভন ব্লগ বলেছেন: ইন শা আল্লাহ
১০| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪
হাসান মাহবুব বলেছেন: অপূর্ব!
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৭
শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ
১১| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪০
সুফিয়া বলেছেন: খুব ভাল লাগল ছবি ও বর্ণনা। ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮
শোভন ব্লগ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ছবি ও বর্ণনা পড়ার জন্য..
১২| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুপার্ব!!!! মনোমুগ্ধকর!!!!
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১১
শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ
১৩| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১১
শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ
১৪| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩১
ঘুড়তে থাকা চিল বলেছেন: খুব সুন্দর,প্রিয়তে রাখলাম ৷
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৯
শায়মা বলেছেন: ৪। গারমিশ্চ-পারতেনকিরচেন, ব্যাভারিয়া, জার্মানি
এইখানে যারা থাকে তারা যেন আস্ত এক জলরঙের ছবির মাঝেই বাস করে!
আমি মুগ্ধ!!!