![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ১টা ঐশীর ঘুম ভাঙল. ঐশী মোবাইলটা হাতে নিয়ে ফেইসবুক অন করল। আরাফ হঠাৎ চ্যাট লিস্টে ঐশীর নাম দেখে চমকে উঠল, এত রাতে তো ঐশী সজাগ থাকার কথা না। সে তো ১১টার পরই শুয়ে পড়ে। সাথে সাথে ঐশীকে ফোন করল আরাফ
আরাফ : হ্যালো এতো রাতে তুমি অনলাইন !
ঐশী : হঠাৎ ঘুম ভেঙ্গে গেল, এখন হালকা মাথা ব্যথা করতেছে
আরাফ : বেশি ব্যথা ? উঠে কিছু খেয়ে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে শুয়ে পড় .
ঐশী : না তেমন বেশি না. এখন একটু কমই
আরাফ : আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি ঘুমানোর ট্রাই কর
ঐশী : হুম দাও . কাছে থেকে দিলে বেশি ভালো হত..
আরাফ : চলে আসব আমি ?
ঐশী : আসলে ভালই ছিল পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে.. তুমি এখেনো ঘুমাও নি যে ? তোমাকে না বলেছি এত রাত জাগবে না
আরাফ : এত রাত কোথায় মাত্র তো ১টা বাজে...
এশী: ১টা তোমার কাছে মাত্র !! আমার ঘুম পাচ্ছে তুমি ও ঘুমায় যাও
আরাফ : মাথা ব্যথা কমেছে ?
ঐশী : হুম এখন অনেক কম
আরাফ : গুড. কপালে একটা চুমু দেয় তাহলে সবটাই চলে যাবে?
ঐশী : আচ্ছা দাও, আমার ঘুম পাচ্ছে, সকালে কথা হবে। তুমি ও ঘুমায় যাও.
আরাফ : ওকে. বাই.
ঐশী : ওকে. বাই.
আরাফ ফোন কেটে মোবাইলে মিউজিক প্লেয়ার অন করে গান শুলতে লাগল...
চলোনা ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে ।।
চলোনা ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে ।।
আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে
ঝাউবনে হাওয়াগুলো খেলছে
সাওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মন দুলছে
ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙ্গা মেঘগুলো উড়ছে ।।
চলোনা ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে ।।
এই বুঝি নেমে এলো সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে
ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে ।।
চলোনা ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে ।।
আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে ।।
নিজে থেকে কিছু লেখার চেষ্টা করলাম. ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
©somewhere in net ltd.