নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

জীবন পথে

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২



গাড়ি গুলো আটকে আছে

ট্রাফিক জ্যামের মাঝে

তাড়া তাড়ি চল এবার

তাড়া কি আর সাজে ।

জ্যামের জ্বালায় পথে এখন

টেকাই বড় দায়

এসব নিয়ে এখন সবার

জীবন বয়ে যায় ।

সকাল বেলায় জ্যামের ঠ্যালা

বিকেল বেলায় হায়

জ্যামেই কাটে অনেক সময়

হতাশ হয়ে যায় ।

মাখা মাখি ধুলো ঘামে

ঘরে ফিরে গেলে

ক্লান্তি আসে দুচোখ ভরে

আরাম কি আর মেলে ।

তবুও চলে নিত্য দিনের

জীবন পথের চাকা

এসব নিয়েই তোমার আমার

ঢাকায় বেঁচে থাকা ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

রাফিউল আলম ইমন বলেছেন: ভাল লাগল…+ + + শুভকামনা… সাথে থাকুন… :)

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

শোভন শামস বলেছেন: ধন্যবাদ ++++

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ঢাকা শহর ভূতের শহর, ভূতে ঘুরায় চাকা
হঠাঃ করে জ্যামে গাড়ি, হঠাঃ দেখি ফাঁকা

ঠেলে ঠুলে কোনোমতে ইশকুলেতে যাই
দেরি হওয়ার দোষে আমি বকাটকা খাই

জ্যাম খেয়ে পেট ভরা বকা খাবো কই
এই শুনে সহপাঠী করে হই চই

তাই আমি ভেবেছি গাঁয়ে চলে যাব
জ্যামটেম কিছু নেই টাটকা খাব।

আপনিও চলে যান আপনার গাঁয়ে
স্বাস্থ্যটা ভালো হবে, হাঁটবেন পায়ে

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

শোভন শামস বলেছেন: সুন্দর লিখেছেন

ধন্যবাদ

ভ্রমন লিখা গুলো পরবেন আশাকরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.