| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভু । বুকাভু শহরে যেতে হলে প্রথমে বিমানে করে কাভুমু আসতে হয়। সেখান থেকে ৪০ কি মিঃ দূরে লেক কিভুর পাড়ে বুকাভু শহর।
![]()
লেক কিভুর পাড়ে বুকাভু শহর
![]()
![]()
![]()
লেক কিভুর অন্য দিকে দূরে রুয়ান্ডার জনপদ
![]()
কাভুমু থেকে বুকাভুর রাস্তা
![]()
পথের পাশের জনপদ বনপথ![]()
পাহাড়ের নীচে বামে লেক কিভু
![]()
দূরে বুকাভু শহর
![]()
লেকের পাড়ে বিকেল বেলা
![]()
কঙ্গোর শিশুরা- জীবন তাদের কাছে সবসময় যেন আনন্দময় হয়।
বুকাভু শহরের আবহাওয়া চমৎকার, এর প্রকৃতি আমার ভাল লেগেছিল।
সাথে থাকবেন, ধন্যবাদ।
২৬ শে জুন, ২০১৪ রাত ৮:০৭
শোভন শামস বলেছেন: সত্যি সুন্দর জায়গা আর এখানেই কিনা চলে যুদ্ধ বিগ্রহ।
কি নেই এদেশে
এখন আছে শুধু প্রতীক্ষা
সাথে থাকবেন। ধন্যবাদ।
২|
২৫ শে জুন, ২০১৪ রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে.. কি সুন্দর!!!
আপনের কি ভাইগ্য!!!!!!! কত জায়গায় ঘূরেন!!! মাঝৈ মাঝে হিংসা হয়
ধন্যবাদ। এত সুন্দর লেক ভ্রমন করানোয়!!! ![]()
২৬ শে জুন, ২০১৪ রাত ৮:০৮
শোভন শামস বলেছেন: আশা করি আপনি ও অনেক দেশ ঘুরে দেখবেন
ধন্যবাদ, সাথে থাকবেন।
৩|
২৫ শে জুন, ২০১৪ রাত ৯:২৬
কামরুল ইসলাম রুবেল বলেছেন: সাথে আছি। কঙ্গো এত সুন্দর হতে পারে জানা ছিলনা।
অট: আপনি কি ভ্রমণকারী নাকি চাকুরী বা ব্যবসাসূত্রে এমন হিংসা জাগানিয়া ট্যুর করেন।
২৬ শে জুন, ২০১৪ রাত ৮:১১
শোভন শামস বলেছেন: দেশ ভ্রমন করে আমি আনন্দ পাই, তাই সুযোগ পেলে বেরিয়ে পড়ি।
মানুষের ইচ্ছা আল্লাহ পুরন করে দেন
আপনিও বেড়ানোর ইচ্ছা করুন, ভাল লাগবে
ধন্যবাদ।
৪|
২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৬
শুঁটকি মাছ বলেছেন: সুন্দর জায়গার ছবি দেখলেই লাফ মাইরা ঐখানে যাইতে ইচ্ছা হয়।
২৬ শে জুন, ২০১৪ রাত ৮:১৩
শোভন শামস বলেছেন: দুইটা লেক দেখতে পাব বলে কঙ্গো বেড়াতে এসেছিলাম।
ছোট ট্রিপ তবে বেশ ভাল লেগেছে
সাথে থাকবেন
ধন্যবাদ।
৫|
২৬ শে জুন, ২০১৪ রাত ৮:২৮
কেএসরথি বলেছেন: লেকের পাড়টা ছবির মতো।
২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
শোভন শামস বলেছেন: সত্যি ছবির মত সুন্দর লেগেছে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৪ রাত ৮:৪০
নেহাজাহান বলেছেন: wow !!!!! i just love this place ! amazing place !!!