|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এবার পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের ধান কে বাঁচানো গেছে, এতে কৃষকের মুখে হাসি এসেছে, সবাই মিলে পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে যে কোন বিপদ মোকাবিলা করা সম্ভব।  
  
  
গেল বার ধানগুলো তলিয়েছে ঢলে
এবারে সে ঘটনা আবারো  কি চলে,
ধাক্কা খেয়ে ছিল হারিয়ে সব তার
শিক্ষা নিয়েছিল দুঃখকে হারাবার।
আগে থেকে জানতে যখনি পেল
সময়ের আগে তাই প্রস্তুত হয়ে গেল।
ধাপে ধাপে প্রস্তুতি নিয়েছিল সব এবার
মাঠে নামে সকলে জিতবে হবে না হার।
কৃষকের মুখে হাসি কান্নার করোনায়
দশে মিলে লেগে গেলে বিপদ যে হেরে যায়।
সামনে আসলে দুর্দশা হাহাকার
প্রস্তুত হতে হবে সবে মিলে এইবার
নিরাপদ  খাদ্য - ক্ষুধাকে জয় এবার 
এব্যাপারে কোনভাবে হবে না কোন ছার
অর্থনীতি আজ হাজার বাধার মুখে
তারপর ও মানুষেরা থাকে যেন দুখে সুখে।।
 
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৯ ই জুন, ২০২০  সকাল ৯:০২
০৯ ই জুন, ২০২০  সকাল ৯:০২
শোভন শামস বলেছেন: এবার ফসল রক্ষা করা গেছে সময়মত পদক্ষেপ নিয়ে, সাধুবাদ সবাইকে, সাথে থাকবেন ধন্যবাদ।
২|  ০৯ ই জুন, ২০২০  সকাল ৮:৪৯
০৯ ই জুন, ২০২০  সকাল ৮:৪৯
কলাবাগান১ বলেছেন: "এবার পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের ধান কে বাঁচানো গেছে, এতে কৃষকের মুখে হাসি এসেছে"
এখানে আপনি কোন প্রশংসা দেখবেন না.... এই প্রচেস্টার...কিন্তু ডুবে গেলে দেখতেন  টিটকারীর বন্যা বয়ে যেত এই ব্লগে সুদুর সুইডেন থেকে টিটকারী আসতো যে উনারা নাকি সমালোচনা করতে ভয় পান.... ভাপু....।
  ০৯ ই জুন, ২০২০  সকাল ৯:০০
০৯ ই জুন, ২০২০  সকাল ৯:০০
শোভন শামস বলেছেন: আমাদের সবাইকে খোলা মন নিয়ে এগিয়ে যেতে হবে। দেশটা আমাদের, আমাদেরকেই দেশকে ভালবেসে এগিয়ে নিয়ে যেতে হবে। সাথে থাকবেন ধন্যবাদ।
৩|  ০৯ ই জুন, ২০২০  সকাল ৮:৫০
০৯ ই জুন, ২০২০  সকাল ৮:৫০
কলাবাগান১ বলেছেন: নিরাপদ খাদ্য - ক্ষুধাকে জয় এবার
এব্যাপারে কোনভাবে হবে না কোন ছার
অর্থনীতি আজ হাজার বাধার মুখে
তারপর ও মানুষেরা থাকে যেন দুখে সুখে।।
  ০৯ ই জুন, ২০২০  সকাল ৯:০১
০৯ ই জুন, ২০২০  সকাল ৯:০১
শোভন শামস বলেছেন: মানুষ মানুষের জন্য, সাথে থাকবেন ধন্যবাদ।
৪|  ০৯ ই জুন, ২০২০  সকাল ৯:২৪
০৯ ই জুন, ২০২০  সকাল ৯:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশাসঞ্চারিয়া কবিতা ভালো লাগলো। বাংলার কৃষিকে বাঁচাতে হবে। এটা সত্য, আর সবকিছু কলকারখানায় উৎপাদন করা সম্ভব, কিন্তু আমাদের খাদ্যকে মাটি থেকেই আসতে হবে, যেটা করবেন আমাদের মহান কৃষকেরাই। তাই, কৃষকরা যাতে তাদের কৃষিকাজে সাফল্য পান, আমাদের সর্বস্তরে সে ব্যাপারে সর্বাত্মক সাহায্য করতে হবে, এগিয়ে আসতে হবে আমাদেরকেই।
  ০৯ ই জুন, ২০২০  সকাল ৯:২৬
০৯ ই জুন, ২০২০  সকাল ৯:২৬
শোভন শামস বলেছেন: আমাদের খাদ্যকে মাটি থেকেই আসতে হবে, যেটা করবেন আমাদের মহান কৃষকেরাই।
মানুষ মানুষের জন্য, সাথে থাকবেন ধন্যবাদ।
৫|  ০৯ ই জুন, ২০২০  সকাল ১০:৩৩
০৯ ই জুন, ২০২০  সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। কৃষকের জয় হোকা, হাসি ফুটুক মুখে
  ০৯ ই জুন, ২০২০  সকাল ১০:৪২
০৯ ই জুন, ২০২০  সকাল ১০:৪২
শোভন শামস বলেছেন: মানুষ মানুষের জন্য, সাথে থাকবেন ধন্যবাদ।
৬|  ০৯ ই জুন, ২০২০  সকাল ১০:৩৬
০৯ ই জুন, ২০২০  সকাল ১০:৩৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পাহাড়ি ঢল হাওড় বাসির জন্য এক দসসপ্ন।
  ০৯ ই জুন, ২০২০  সকাল ১০:৪৫
০৯ ই জুন, ২০২০  সকাল ১০:৪৫
শোভন শামস বলেছেন: সামনে আসলে দুর্দশা হাহাকার
প্রস্তুত হতে হবে সবে মিলে এইবার
সাথে থাকবেন ধন্যবাদ। 
৭|  ০৯ ই জুন, ২০২০  সকাল ১১:৩০
০৯ ই জুন, ২০২০  সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।
  ০৯ ই জুন, ২০২০  দুপুর ১২:৫৬
০৯ ই জুন, ২০২০  দুপুর ১২:৫৬
শোভন শামস বলেছেন: মানুষ মানুষের জন্য, সাথে থাকবেন ধন্যবাদ।
৮|  ০৯ ই জুন, ২০২০  দুপুর ১:৪৬
০৯ ই জুন, ২০২০  দুপুর ১:৪৬
নেওয়াজ আলি বলেছেন: ভীষণ ভালো লাগলো লেখা ।
  ০৯ ই জুন, ২০২০  সন্ধ্যা  ৬:২৯
০৯ ই জুন, ২০২০  সন্ধ্যা  ৬:২৯
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২০  সকাল ৮:৪৬
০৯ ই জুন, ২০২০  সকাল ৮:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতায় একটা বড় সুখবর পেলাম, স্বস্তি পেলাম।