নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

সাঙ্গু নদীর গল্প

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৭


এ আকাশ এ পাহাড় মেঘে মেঘে একাকার
কালো মেঘ সাদা মেঘ বৃষ্টি বারবার,
পাহাড়ের ঝরনা ঝর ঝর ঝরছে
কুল কুল শব্দে জল স্রোত চলছে।

উঁচু এক পাহাড়ের শীর্ষের কান্না
ঝরে ঝরে পড়ছে পাহাড়ের ঝরনা।
ঝরনার ধারাগুলো ছড়াতে ঝরছে
ছড়াগুলো সাঙ্গুর বুক ভারী করছে।

দক্ষিণ থেকে শুরু উত্তরে চলছে
পাহাড়ের কোল ছেড়ে সাগরেতে মিলছে
আঁকা বাঁকা পথে চলে নদীর এই নিয়তি
পথ পাশে কত পাড়া কত জন বসতি।

সাঙ্গুর বুকে আছে জীবনের ছন্দ
কত মাছ কত জল কত স্বাদ গন্ধ
কতরূপ অপরূপ দিনে রাতে শোভা তার
জীবনের কল্যাণে নিবেদিত সবই যার।
দুই পাশে সুখে ঢেকে কুল কুল বয়ে যায়
অনাগত দিনগুলো – স্বপ্নেরা রয়ে যায়।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর বর্ণনা

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫১

শোভন শামস বলেছেন: সাঙ্গু নদীতে ভ্রমন বেশ রোমাঞ্চকর, পাথরের রাজ্য আছে নদীর বুকে।
ধন্যবাদ, সাথে থাকবেন।

২| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
সাঙ্গু নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়িয়েছি।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪

শোভন শামস বলেছেন: আশা করি ভাললেগে ছিল সেই নৌ ভ্রমন। নাফাখুম ছড়া তে গিয়েছিলেন কি, থানচি থেকে যাত্রা করে বহুদুর যাওয়া যায়।
ধন্যবাদ, সাথে থাকবেন।

৩| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৪

জাফরুল মবীন বলেছেন: সাঙ্গুর কাব্যিক উপস্থাপন!

ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৫

শোভন শামস বলেছেন: সাঙ্গু নদীতে ভ্রমন বেশ রোমাঞ্চকর, ভাল লাগার জন্য ধন্যবাদ +++। সাথে থাকবেন।

৪| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৬

শায়মা বলেছেন: সাঙ্গু নদীর কথা।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৫৩

শোভন শামস বলেছেন: বাংলার নদী বাংলার জল
আবেগের বশে জলে টলমল
নদীর এদেশে নদী ভালবেসে
যাপিত জীবন কাটা ও হে হেসে,
দক্ষিণে নদী উত্তরে নদী
নদী বয়ে চলে, চলে নিরবধি।
নদীর কথা লিখে যদি যাই
সঙ্গে সাথী যদি কিছু পাই
সবার সাথে নিজের আবেগ
মিলিয়ে দিতে যে চাই...

৫| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫৬

আমি সাজিদ বলেছেন: চমৎকার।

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৭

শোভন শামস বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ , সাথে থাকবেন।

৬| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৮

এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর বণনা

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৭

শোভন শামস বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ , সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.