নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

দেশের জন্য কিছু করার চেষ্টা করি

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩০



জার্মানি আর বেলজিয়াম এখন বন্যায় বিধস্থ, সারা পৃথিবী করোনার আতংকে নিপতিত।
আমাদের দেশের সুন্দর আগামী দিনের জন্য আমরা কিছু ভাবতে পারি। অনেকেই এসব বিষয় নিয়ে ভাবছেন, তবে বার বার এগুলো নিয়ে আলোচনা হলে একদিন না একদিন এর সমাধান আসবে এবং আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে পারব।
মানব সম্পদ সুন্দর ভাবে কাজে লাগালে তা যন্ত্রের চেয়ে অনেক ভাল হতে বাধ্য। মানুষ ই যন্ত্র বানায়, সেজন্য দরকার প্রশিক্ষিত মানব সম্পদ।
আমাদের দেশের নদীগুলোকে বাঁচাতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশের পানি দূষিত হয়ে পড়ছে, ভূমি দূষিত হচ্ছে, মানুষ বাড়ছে চাষযোগ্য ভূমি কমছে, এইসব বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।জলবদ্ধতা, নদীর নাব্যতা, বন্যা রোগব্যাধি বেড়ে যাওয়া এগুলোকে মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। জাপান সুনামি রোধ করার জন্য জাপান প্রাচীর নির্মাণ করছে উপকূলীয় এলাকায়।
আমাদেরকে বৃষ্টির পানি সংরক্ষণের চেষ্টা করতে হবে ভবিষ্যতে।
আমাদের এই জনবহুল দেশে প্রতিদিন যেসব বর্জ তৈরি হয় সেগুলকে রিসাইকেল করার ব্যবস্থা নেয়া খুব জরুরী হয়ে পড়েছে।
ভিয়েতনামের এক ফটোগ্রাফার তাঁর দেশের প্রায় তিন হাজার কিলোমিটার সাগর পাড়ের উপকূলীয় অঞ্চলের জমে থাকা প্ল্যাস্টিকের বর্জের ছবি তুলে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন।
সৌর বিদ্যুতের ব্যবহার ও স্বল্পমূল্যে তা এদেশে তৈরির ব্যবস্থা নিতে হবে।
বাড়তি ফসল ও ফলগুলোকে সংরক্ষণ ও বাজারজাত করনের ব্যবস্থা নিতে হবে।আম, টমেটো, আলু বেগুন ও অন্যান্য সিতকালিন সব্জি আমরা সংরক্ষণের ব্যবস্থা নিতে পারি। মাশরুমের চাষ ব্য পক ভাবে করা যেতে পারে। ড্রাগন ফল এখন প্রচুর হচ্ছে এদেশে।
জাপানিরা সমুদ্রের নীচে শৈবালের চাষ করে তা সারা বছরের জন্য লবনে তা সংরক্ষণ করে রাখে এবং তাঁদের দেশের হোটেল গুলোতেতা সরবরাহ করে, ভাল ভাবে প্রসেস করে তা বিদেশে ও রপ্তানি করে।
সচেতন মানুষ আরও চিন্তা করে লিখুন এবং সমাধানের চেষ্টা চালিয়ে যাই আমরা। সচেতনতা সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।
সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।


ছবি নেট

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবাই আছে নিজের জন্য সব কিছু করার ধান্ধায়
আর আপনি চেষ্টা করছেন দেশের জন্য কিছু করতে!
ভালোতো !! চেষ্টা চালিয়ে যা্ন, দেখুন কিছু করা যায়
কিনা !!

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪০

শোভন শামস বলেছেন: নিজের জন্য করে মানুষ সব রেখে যায় পৃথিবীতে। সব তো শেষ করে কেউ যেতে পারে না। দেশের জন্য কিছু করলে নিজের ও ভবিষ্যতের জন্য ভাল হবে।
সবাই মনে মনে এই কথাই কিন্তু ভাবে, সচেতনতা তাই এখন দরকার।
আমরা সবাই সচেতন হলে ভাল কিছু সম্ভব।
ধন্যবাদ, সাথে থাকবেন

২| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:



দেশে আছেন, নাকি প্রবাসে?

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪০

শোভন শামস বলেছেন: দেশে আছি।

৩| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩৪

ভুয়া মফিজ বলেছেন: আমাদের এই দেশ একটা অপার সম্ভাবনার দেশ। করার বহুকিছুই আছে। এতোদিন টাকার অভাব ছিল, এখন সেটাও নাই। কাজেই যাদের কিছু করার ক্ষমতা আছে, তাদের সদিচ্ছাটাই এখন মুখ্য বিষয়।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪১

শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন, আমরা সবাই সচেতন হলে ভাল কিছু সম্ভব।
ধন্যবাদ, সাথে থাকবেন

৪| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫১

স্প্যানকড বলেছেন: নিঃসন্দেহে ভালো কথা কিন্তু আখেরে কে করবে? সেই ভাবি একান্তে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪২

শোভন শামস বলেছেন: আমাদেরকেই করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে প্রথমে যারা বুঝতে পারে তাঁদের মধ্যে।
আমরা সবাই সচেতন হলে ভাল কিছু সম্ভব।
ধন্যবাদ, সাথে থাকবেন

৫| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



কোন বিষয়ে আপনার দক্ষতা থাকলে,সেই বিষয়ে কি করার আছে, কি করা সম্ভব, সেটা নিয়ে প্ল্যান করে নামতে পারেন; "কিছু করি" বলতে তেমন কিছু নেই।

জার্মান, বেলজিয়াম বন্যার ক্ষয়ক্ষতি বহন করতে পারবে, বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কেহ সাহায্য করবে না।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৪

শোভন শামস বলেছেন: সচেতনতা তৈরি করতে হবে প্রথমে যারা বুঝতে পারে তাঁদের মধ্যে। নাইলে ভাল কাজ করতে গেলে পেছনে টেনে ধরবে। আমরা সবাই সচেতন হলে ভাল কিছু সম্ভব।

৬| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১২

সাজিদ! বলেছেন: চমৎকার লেখা। নদীকেন্দ্রিক শক্তি ফিরিয়ে আনলে আমাদেরই মঙ্গল হবে।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৮

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, আপনার স্বচ্ছ ভাবনার জন্য।
এই সুন্দর বর্ষার নদীতে নিরাপত্তা ও আরাম নিশ্চিত করে দেশী পর্যটক আকর্ষণ করা যায়। নদীতে রঙ বেরঙের নৌকা, হাওরে নৌকা ভাসছে দেখলেই ভাল লাগবে। আয় ও হবে, হবে কর্ম সংস্থান। তবে দ্রুত টাকা চাইলে তা সম্ভব নয়। তাই এখন সচেতনতা দরকার।
ধন্যবাদ, সাথে থাকবেন

৭| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪২

আল-ইকরাম বলেছেন: ভাই দেশের জন্য কিছু করতে পারা নিঃসন্দেহে গৌরবের। তারও আগে দেশের জন্য কিছু করতে চাওয়া এটা অন্তরের ব্যাপার। আপনার এই আন্তরিকতা ও সুচিন্তাকে সাধুবাদ জানাই। শুভ হোক আপনার জীবনযাপন।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫০

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, আপনার স্বচ্ছ ভাবনার জন্য।
আপনার চিন্তা ও আপনি সমমনা মানুষদের সাথে শেয়ার করুণ, অনেক ভাল মানুষ এদেশে আছে ।
আমরা সবাই সচেতন হলে ভাল কিছু সম্ভব।
সাথে থাকবেন।

৮| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমরা সবসময় নিজ নিজ ভালোর দিকে নজর রাখি, দেশের ভালো নজরে আসে না।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫২

শোভন শামস বলেছেন: আপনার চিন্তায় আসে, আপনি সচেতন মানুষ, এখন দরকার সমমনা মানুষের মনে এই বোধ জাগিয়ে তোলা, আমরা সবাই সচেতন হলে ভাল কিছু সম্ভব।
সাথে থাকবেন।ধন্যবাদ

৯| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৩১

সুদীপ কুমার বলেছেন: জলদস্যুর মন্তব্য ও আপনার লেখা দুটোই ভালো লেগেছে।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৩

শোভন শামস বলেছেন: আপনার চেষ্টার ও দাম আছে। আপনি ও অনেক কিছু করতে পারেন। আমরা সবাই সচেতন হলে ভাল কিছু সম্ভব।
সাথে থাকবেন।ধন্যবাদ

১০| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৬

শেরজা তপন বলেছেন: @ চাঁদগাজীর ৫ নং মন্তব্যের সাথে আমি সহমত।

উপলব্ধি ভাল! কিন্তু কাকে বলছেন -কার ঘাড়ে চাপাচ্ছেন?
এ বিষয়ে আমাদের যার যতটুকু জ্ঞান আছে আমরা সেটা উপস্থাপন করি।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৬

শোভন শামস বলেছেন: কারো ঘাড়ে চাপাতে চাইছি না, সচেতনতা তৈরি করতে হবে প্রথমে যারা বুঝতে পারে তাঁদের মধ্যে। একা করতে গেলে পারবেন না, ভাল কাজ করতে গেলে পেছনে টেনে ধরবে। আমরা সবাই সচেতন হলে ভাল কিছু সম্ভব।
সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.