|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে
স্বাধীনতা তুমি প্রানের ছোঁয়া 
বিশুদ্ধ শ্বাস,  জীবন দেয়া,
স্বাধীনতা তুমি অনেক ত্যাগের
রক্ত ঝরানো কান্নার মায়া।
স্বাধীনতা তুমি আগামী দিনের
সুখের দোলা,
স্বাধীনতা তুমি পরাধীনতার জোয়াল তাকে
ছুড়ে দূরে ফেলা।
স্বাধীনতা তুমি মায়ের বুকের মানিক সোনা
হাহাকারে ভরা,
স্বাধীনতা তুমি নতুন যুগের
উন্নয়নের জোয়ারে গড়া।
স্বাধীনতা তুমি নতুন বছর নতুন প্রান
স্বাধীনতা তুমি সজীব সতেজ চির বহমান।
স্বাধীনতা তুমি এই মাটির ভালবাসা
স্বাধীনতা তুমি সব মানুষের লক্ষ আশা।
স্বাধীনতা তুমি বয়ে বয়ে চল স্বপ্নের রথে
স্বাধীনতা তুমি বহমান থাকো আশার পথে।।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ১৫ ই ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২০
১৫ ই ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২০
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ +++
বিজয় দিবসের শুভেচ্ছা 
২|  ১৫ ই ডিসেম্বর, ২০২১  দুপুর ২:১৬
১৫ ই ডিসেম্বর, ২০২১  দুপুর ২:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো +
স্বাধীনতা নিয়ে লেখা আমার একটি কবিতা 
  ১৫ ই ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২০
১৫ ই ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২০
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ +++
বিজয় দিবসের শুভেচ্ছা 
৩|  ২১ শে ডিসেম্বর, ২০২১  রাত ৯:৫৩
২১ শে ডিসেম্বর, ২০২১  রাত ৯:৫৩
খায়রুল আহসান বলেছেন: বিজয় দিবসের প্রাক্কালে স্বাধীনতার কবিতা দিবসটির মর্যাদা বাড়িয়ে দিয়েছে।
৪|  ০৮ ই জানুয়ারি, ২০২২  রাত ১১:২৭
০৮ ই জানুয়ারি, ২০২২  রাত ১১:২৭
শোভন শামস বলেছেন: বেশ কিছু দিন পরে ব্লগে এসে আপনার মন্তব্য দেখা হল, আপনার মন্তব্য আমার কবিতার মান বাড়িয়ে দিয়েছে, দেরিতে হলেও নতুন বছর আর বিজয় দিবসের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২১  দুপুর ১:৫৮
১৫ ই ডিসেম্বর, ২০২১  দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।