নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

জনগণ সাথে আছে - বলা কি প্রহসন!

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১২


জনগণ যা বলে আমরা তা করব
একসাথে মিলে মিশে দেশটাকে গড়ব।
মিষ্টি কথার বুলি দুদিনে ভুলে গিয়ে
লুটপাটে মেতে যায় নিজের আখের নিয়ে।
টাকার পাহাড় গড়ে, জনগণ সাথে আছে
পালানোর সময়ে শুধু টাকাগুলো সাথে গেছে।
জনগণ পড়ে আছে ভাগ্যের পরিহাস
হাসব না কাঁদব এ কোন উপহাস।
বিদেশের মাটিতে ফুর্তির ধারা বয়
জনগণ বোকা হাবা টানাটানি সংশয়।
নুন আর পান্তা জীবনটা কষ্টের
মিথ্যের ফুলঝুরি চলছেই দুষ্টের।
জনগণ যা বলে আমরা তা করব
পালিয়ে যাওয়ার কালে টাকা শুধু ভরব।
জনগণ পড়ে থাক পরে যারা আসবে
লুটপাট শুরু হবে ঝেরে সব কাশবে।
চোরেরা পালিয়ে যায় পড়ে থাকে জনগণ
ফুর্তির জন্য নেই এর প্রয়োজন।
টাকাগুলো সরাতে জনগণ লাগবে
তারপর লাথি মেরে সকলে ভাগবে।
জনগণ হওয়া এক দুঃসহ কষ্ট
অভাব আর হাহাকার চারিদিক নষ্ট।
কবে হবে শেষ এই তামাশার আয়োজন
উন্নতি চাই, এটা শেষ করা প্রয়োজন।
দেশটাকে ভালবাস দেশেই থাকবে
পালিয়ে বিদেশ গেলে কে সুখে রাখবে।
কদিনের পৃথিবী ক’দিন বা থাকবে
এত টাকা নিয়ে গেলে কে দেখে রাখবে।
দেশটাকে গড়ে তোল সুন্দর হবে সব
শান্তি সবার রবে কর তা অনুভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.