| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশেন সাগর
আমি সাগর ! খুবই প্যাচ লাগানো ! এতটাই প্যাচ লাগানো যে অনেকেই খোলার চেষ্টা করে শেষে অকথ্য ভাষায় গালীগালাজ করে চলে গেছে ! ভালবাসি কবিতা, ফুলকুমারী, গল্পের বইয়ের পাতা, আকাশের দিকে হা করে তাকিয়ে থাকা ! প্রিয় ফুল শিউলী !! রঙ আসমানী কিংবা খাসা লাল ! খাবার চটপটি ও ফুসকা (জীবনের যা হারানোর এই দুইজনরে হারাইয়া টের পাইছি) ! পড়াশুনার বিষয় দুনিয়ার তাবদ বিষয়ে ইন্টারেষ্ট রাখি, যা সামনে দিবেন আমি পড়তে পারবো। না পারলেও হা কইরা তাকায়া থাকতে পারবো। একটা সময় কম্পিউটার নিয়া একাডেমিক ভাবে কিছুদুর পড়ালেখা করেছি। এখন আর সারটিফিকেট ভাল্লাগে না(কলাপাতা কলাপাতা মনে হয়।পুরান গুলান যে কই আছে নিজেও জানি না) রাশি বৃশ্চিক !রাশি নিয়া বড়ই পেরেশান। হাতে সবসময় দুইচাইরখান কবচ দরকার, কিন্তু শরীরে কবচ ঠিকে না, আমার মাথার সাথে আরকেটা মানুষের মাথা লাগাইতে পারলেই বুঝি সিগ্নালিং সিষ্টেম দুইজনের ঠিক আছে কিনা। বেশীরভাগ মানুষের সাথেই মাথা লাগায়া দুই মিনিট ও টিকতে পারি না। আকাশে, পাতালে, পানির তলায় বিচরণ ! ভাবছেন কীভাবে ! অর্ধেক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, বাকী টুকু কল্পনা শক্তি দিয়া ! একটা সবুজ রঙের পাহাড়ের মালিক, পাহারের উপরে একটা মাঠ, মাঠের মাঝখানে একটা কাচের ঘর, কাচের ঘর টাতে বসে ভর জ্যোৎস্না দেখি জমিয়ে রাখা পানিতে। ফিটকিরি দেয়া পানি যেকোন সময় এক চুমুক দেয়া যায়। চুমুকে চান্দের গায়েও চুম্বন লাগে, অতি আরামের ঘটনা। আমি বেচে থাকি বন্ধুদের দেয়া সময়ে।ফু দিয়া ইয়ার সবাই দুইচাইর মিনিট করে দেয় আমার সময় লম্বা হয়। সবচেয়ে বেশী ঘিন্না লাগে অহংকারী দেখলে। অহংকারী দের নাকে মুখে থুক থুক থুক। অকারনে মিছা কথা কইলে আরো রাগ লাগে মাথা গরম হইয়া যায় ফু ফু ফু দিয়া ঠান্ডা করতে হয়। একদিন আমিও একটা তারার মালিক হবো, আপাতত মালিকানা নিয়া ঝামেলা যাইতেছে দোয়া কাম্য।
ইশ্বর বিশাল এক জনসভার ডাক দিয়া বলিলেন, তোমরা বাঙ্গালীর বাচ্ছারা হইবা দুই প্রকার।
এক আমিলীগ, আর দুই (দেশদ্রোহী অরফে রাজাকার, অরফে বিএনপি, অরফে জামাত)!!
জনসভার মানুষ হাততালী দিয়াই চিল্লাচিল্লি শুরু কইরা দিলো!
ইশ্বর কান পাতিয়া শুনিলেন এবং বলিলেন খামোশ, এক জন খাড়ায়া প্রশ্ন করো, কি জিগাইতে চাও?
এক আধাবোধা মানুষ খাড়া হইয়া জিগাইলো, স্যার আপনে দুই দল কইরা দিলেন, এখন কোন দলেরে আপনি বেশি ভালা বাসবেন! আর কোনদলের লগেই বা আপনে আছেন? আপনে কোনদলের কোচ?
ইশ্বর মুচকী হাসিয়া মাইকে ফু দিয়া উত্তর দিলেন। মাইক টেস্টিং এক দুই তিন, গুয়া গাছে মারিয়াছি বীণ! আমিলীগ আছে ক্ষমতায় , আমার কথা শুনার, নিয়ম মানার,বুঝার টাইম কই তাগো! আমি তোমরা মূর্খদের সহিত থাকিবো। তোমার বিশ্বাস হীন হইবে না, তোমরা আরামে থাকিবে। আর আমিলীগ আমারে ছাড়িয়া ডিজিটাল দেশ বানাইবে, ফেইসবুকে কাক আমি তো অবাক বলিবে!, অবশ্যি তোমরা তাহাও ইউজ করিতে পারিবে।
আরেক আধাবোধা প্রশ্ন নিয়া খাড়াইতেই ইশ্বর বলিলেন, হারামজাদারা দুনিয়ায় যাও, যা খুশী কইরা মরো, তোমাগো এতো জিগাজিগিত আমি নাই!
তবু সেই আধা বোধা কইলো, হুজুরে পাক, আমি দলাদলিত নাই!
ইশ্বর রাগিয়া বলিলেন, তাইলে তুমি মরো ভুদাই! আমার কাছে আসো, তোমারে মহাব্বতের পেয়ারা খিলাই!
(**আমাকে নাস্তিক বলিয়া সন্দেহ করিবেন না। ইশ্বরের সহিত আমার অনেক টাইট রিলেশন, ডাক দিলেই তিনি কথা বলেন, বিভিন্ন জিনিষের ফয়সালা করিয়া দেন।)
গত কাল রাতে জানিয়াছি দেশে আগামীকাল নির্বাচন! ঈশ্বরের সহিত নির্বাচন নিয়া কথা বলতে গেলেই তিনি এই সিনেমা দেখাই দিলেন!
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫০
শিশেন সাগর বলেছেন: তিনিই সব সবার উপরে যিনি!! ইশ্বরের ইশ্বর হলে তিনার কথাই কই!! ধন্যবাদ আপনার পাঠের জন্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
হাসান মাহবুব বলেছেন: ঈশ্বরেরও ঈশ্বর আছে আজকাল!