![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রানের শহর ঢাকা। এই শহরের বিভিন্ন এলাকার নামকরনের পিছনে রয়েছে ইতিহাস। চলুন এই ইতিহাস একটু ঘাটাঘাটি করি
আজিমপুর: সুবাদার শাহজাদা আজমের শাসনামলে (১৬৭৭-১৬৭৯) আজিমপুর প্রতিষ্ঠা পেয়েছে বলে জানা যায়। ঢাকা রাজধানী হওয়ার পর মুঘল কর্মচারীদের জন্য এখানে কিছু বাড়িঘর বানানো হয়৷ পরবর্তীতে পাকিস্তান আমলে এখানে আবার সরকারি কর্মচারীদের জন্য কলোনি নির্মাণ হয়৷ শাহজাদা আজমের আমলেই সর্বপ্রথম এখানে কলোনি স্থাপন হয়৷ এর প্রাথমিক নাম ছিল আজমপুর৷ তাই ধারণা যে, সুবাদার আজমের নামেই আজিমপুর নামকরণ করা হয়েছে। অন্য সূত্রমতে, আওরঙ্গজেবের পৌত্র সুবাদার আজিমুশশানের আমলে আজিমপুরের উত্থান হয়।
আর্মানিটোলা: ১৭ শতকের দিকে আর্মেনীয়রা ব্যবসা করতে ঢাকায় আসে। তারা মূলত পাট, বস্ত্র, লবণ ও সুপারির ব্যবসা শুরু করে। ঢাকায় তারা দ্রুত স্থানীয়দের সাথে স্বাচ্ছন্দ্যে মিশে যায়। আর্মেনীয়রা ঢাকার যে স্থানটিতে শ্রেণিবদ্ধভাবে বাস করা শুরু করে, সে স্থানটি আর্মানিটোলা নামকরণ হয়। পুরান ঢাকায় সেই সময় আর্মেনীয়রাই প্রথম খ্রিস্টীয় ধর্মাবলম্বী ছিলেন। আর্মেনিয়ানদের সুবিধার্থে, ১৭৮১ সালে, আর্মানিটোলাতে একটি সমাধিস্থল নির্মাণের জমি দেন আগা মিনাস ক্যাটচিক। পরে সেখানেই, আর্মেনিয়ান চার্চ নির্মিত হয়।
ইন্দিরা রোড: অনেকের ধারণা ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে এলাকার নামকরণ করা হয়েছে। আসলে তা নয়। এককালে এ এলাকায় দ্বিজদাস বাবু নামে এক বিত্তশালী ব্যক্তি বসবাস করতেন। তার ছিল বিশাল বাড়ি। বাড়ির কাছের এই রাস্তাটি তার বড় মেয়ে ইন্দিরার নামে নামকরণ করা হয়। এরপর থেকে পুরো এলাকাটি এ নামেই প্রতিষ্ঠা লাভ করে।
সম্পূর্ণ article পড়ৃন :
ঢাকার বিভিন্ন এলাকার নামকরণের নেপথ্য ইতিহাস
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬
সোনালি কাবিন বলেছেন: জানা হলো অনেক কিছু।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: ওকে।