নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জনের প্রত্যয়ে

শুজা উদ্দিন

ব্যতিক্রম

শুজা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

দেহ-আত্মাঃ বিজ্ঞান-ধর্ম

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১২

আমরা কখন বলি যে 'মানুষটি মারা গেছে'?
-যখন মানুষটির দেহ আর আত্মা পৃথক হয়ে যায়।
আচ্ছা, এ আত্মা'র অস্তিত্ব কি বিজ্ঞান প্রমাণ করেছে নাকি বিজ্ঞান অগত্যা স্বীকৃতি দিয়েছে?
https://blogs.scientificamerican.com/guest-blog/physics-and-the-immortality-of-the-soul/
এটা বলছি বিজ্ঞানের দুর্বলতা বা অসারতা প্রমাণের জন্য নয়, বরং আর দশটা বিষয়ের মত বিজ্ঞানের সীমাবদ্ধতা দেখানোর জন্য।
বিজ্ঞান মূলত মানবজীবনের ছোট একটা দিক মাত্র, যেটা সময়ের সাথে মহীরুহ ধারণ করেছে। এটা দুনিয়ার নিয়ম। একেক সময় একেকটা বিষয় মহীরুহ আকারে এসে অন্য সবগুলোকে তুচ্ছ করে দেখায়। অনেকের জন্য বিজ্ঞান ধর্মের স্থান দখল করেছে। তারা বিজ্ঞানের মূল বা গোড়ার দিকে তাকায় না বরং সম্মুখের আকারটাই দেখে। একে অপরাজেয় চিরস্থায়ী মনে করে।
বিজ্ঞান ধর্মের স্থান দখল করার বিষয়ে দুটো বিষয় মাথায় এল
১। বিজ্ঞানের সাথে ধর্মের বিশেষত ইসলামের কোন দ্বন্দের প্রশ্নই আসে না। তবুও বিজ্ঞানকে ধর্মের স্থলাভিষিক্তকারীদের স্বার্থে এরূপ একটা দ্বন্দ্ব সৃষ্টি ও প্রতিষ্ঠিত করা এবং জিইয়ে রাখা জরুরি।
২। Matthew Arnold ১৯শতাব্দীতে আশা ও ভবিষ্যদ্বাণী করেছিল শীঘ্রই সাহিত্য (বিশেষত কবিতা) ধর্মের স্থান দখল করবে। কারণ আপাতদৃষ্টিতে সাহিত্য ছিল তৎকালে তথাকার মহীরুহ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩১

চাঁদগাজী বলেছেন:



ইসলাম ধর্মই একটা বিজ্ঞান: ইহা সব বিজ্ঞানের মাতা।

২১ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫০

শুজা উদ্দিন বলেছেন: হুদাই নিজের বোকামি জাহির করবেন না।
ধর্ম বিজ্ঞান নয়।
ইসলাম ধর্ম নয়, আল্লাহ সকল জ্ঞানের উৎস, মূল।

২| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কোটি কোটি গ্রহ, নক্ষত্র, তাড়কারাজি, গ্যালাক্সি ইত্যাদি একটা অকল্পনীয় বিশাল ব্যাপার। বিজ্ঞান এই সবের তুলনায় তেমন কিছু আবিষ্কার করতে পারেনি। কারণ বিজ্ঞান যা এখন পর্যন্ত জানে তার চেয়ে না জানার পরিমান অনেক বেশী। কাজেই এই শিশু বিজ্ঞানের উপর নির্ভর করে সৃষ্টি রহস্য সম্পর্কে কোনও উপসংহারে আসার মত সময় এখনও আসেনি। বিজ্ঞান প্রতিনিয়ত নিজের ভুল সংশোধন করে বা আরও জানার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করছে। বিজ্ঞানের এই উন্নয়নের যাত্রা সদা চলমান।

৩| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪১

চাঁদগাজী বলেছেন:



@সাড়ে চুয়াত্তর ,

বড় ইন্জিনিয়ারিং প্রজেক্ট হচ্ছে, পৃথিবীতে বসে চাঁদকে ২ টুকরা করে আবার জোড়া লাগানো, ঘোড়ার উপর বসে গ্যালাক্সি ভ্রমণ করা।

৪| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ চাঁদগাজী- আমাদের রসূল (সাঃ) কিছু মোজেজা প্রদর্শন করেছিলেন আল্লাহর ইচ্ছায়। যে আল্লাহ্‌ তালা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তাঁর জন্য চাঁদ দ্বিখণ্ডিত করা এবং পুনরায় জোড়া লাগান বা ঊর্ধ্বাকাশে তাঁর প্রিয় রসূল (সাঃ) কে ভ্রমন করানো কোনও কঠিন কাজ না। এই সামান্য মোজেজা যদি আল্লাহ্‌ না দেখাতে পারেন তাঁর নবীর মাধ্যমে তাহলে আল্লাহ্‌ এই বিশাল ঊর্ধ্বজগত, গ্রহ, নক্ষত্র কিভাবে সৃষ্টি করলেন আপনি বলেন তো? এতে সংশয়ের কিছু নেই।

৫| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৪

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন

৬| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২০

অজ্ঞ বালক বলেছেন: ধর্ম নিয়া যেইরকম পোস্ট আইতাসে ইদানিং আবার একটা ঝড় উঠবো সামনে। সামু সেইটা সামলাইতে পারলে হয়।

৭| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪২

আরািফন বলেছেন: ধর্মে কল বাতাসে নড়ে,বিজ্ঞানের কল প্রমানে চলে.....

২১ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫২

শুজা উদ্দিন বলেছেন: বাক্যাংশ দুটোই মানুষের ঠুনকো বুলি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.