নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জনের প্রত্যয়ে

শুজা উদ্দিন

ব্যতিক্রম

শুজা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

উপমহাদেশে হাদীস চর্চাকারী মুহাদ্দিসগণ

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৫

ইসলামের প্রথমযুগ হতে এ বর্তমান পর্যন্ত, CHRONOLOGICALLY

হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় ৪ জন সাহাবী আসেন।
১ আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আল উতবান
২ আশ‌ইয়াম ইবনে আমর আত তামিমী
৩ সাহল ইবনে আদী
৪ সুহাইল আল আবাদী

হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় আসেন
৫ হাকাম ইবনে আবুল আস
৬ ওবায়দুল্লাহ ইবনে মা'মার তামিমী
৭ আব্দুর রহমান ইবনে সামুরা
৮ হারেস ইবনে মুররা আল আবাদী আসেন আলী রাদিয়াল্লাহু আনহু এর সময়।

উমাইয়া শাসন আমলে কিছু কিবারে তাবেয়ীন আসেন।
9 হাকাম ইবনে আবু আস আস্সাকাফী (সাহাবী অথবা তাবেই)
10 সিনান ইবনে সালামা (50 হিজরী, প্রথম স্তরের তাবেই)
11 খুবাব ইবনে ফুযালা , আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু এর শাগরিদ
12 ইসমাইল ইবনে মুসা (সুফিয়ান সাওরী, হাসান বসরী ও ইবনে সিরিন এর ছাত্র )

খ্রিস্টীয় নবম শতাব্দীতে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পর হিজরি দ্বিতীয় শতকের মাঝামাঝি পর্যন্ত মুজাহিদীন ও তাবেয়ীনদের একটি বিরাট দল উপমহাদেশে আসতে থাকেন।

৪১২ হিজরীতে সুলতান মাহমুদ গজনবী খাইবার গিরিপথ দিয়ে আক্রমণ করে লাহোর দখল করেন। এরপর বোখারা, সমরকন্দ, তিরমিজ, ও খোরাসান হতে মুহাদ্দিসগণ খাইবার গিরিপথ দিয়ে লাহোরে আসেন। তখন লাহোরে দরসে হাদিস শুরু হয়। তাদের মধ্যকার কজন হলেন
13 রাবি ইবনুস সাবীহ । গুজরাটে তার কবর আছে।
14 আবু মেশার নাজিহ আসসিন্দি। তিনি মদিনায় ইলমে হাদিস শিক্ষা করেন।
15 আব্দুল গাফের ইবনে ইসমাইল আল ফারিসী নিশাপুরী (৫২৯ হিজরী )
16 শাইখ ইসমাইল লাহোরী
17 ইমাম হাসান রাযীযুদ্দীন সান‌আনী (জন্ম 577 হিজরী, লাহোর, মৃত্যু 652 হিজরী )
18 শাইখুল ইসলাম বাহাউদ্দিন জাকারিয়া মুলতানী (৬৬৬ হিজরী )
19 খাজা নিজামউদ্দিন (৫২৫ হিজরী, আজমিরে দারস দিতেন )
20 শরফুদ্দিন আবু তাওয়ামা ঢাকার সোনারগাঁও দিতেন (668 হিজরী 1270 খ্রিস্টাব্দে আগমন করেন )
21 আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি (ইমাম শামসুদ্দীন আয-যাহাবীর সাগরেদ, ইমাম ইবনে তাইমিয়ার ওস্তাদ )
৮১৩ হিজরীতে গুজরাটের শাসক আহমদ শাহ আওয়াল (সম্ভবত আবদালী ) ভারত ও আরব জাহানের সাথে নতুন নৌপথ আবিষ্কার করেন।
22 শায়খ জালাল উদ্দিন দাওয়ানী তিনি ফিরোজ শাহের মাদ্রাসায় পড়াতেন
23 মাওলানা রাজন গুজরাটি ও 24 ওয়াজিহ গুজরাটি, উভয়জন আল্লামা সাখাওয়ী এর সাগরেদ ছিলেন।
25 জামাল উদ্দিন মুহাম্মদ ইবনে আমর। তৎকালীন বাদশাহ তার কাছে হাদিস পড়েন।
26 আব্দুল্লাহ জৈনপুরী। সর্বপ্রথম বুখারীর শরাহ 'ফয়যুল বারী' লিখেন।
27 শাইখ মুহাম্মদ ইবনে ইয়াযদাহ বখশ বাঙালি । ঢাকায় দারস দিতেন।
28 শাইখ তাইয়েব সিন্ধি।
29 আব্দুল নবী গাংগুহী।

উপমহাদেশে হাদিস চর্চার চতুর্থ যুগ নবম হিজরী শতক হতে শুরু হয়। এযুগের শেষে হিজরী তেরোশো শতাব্দীর শেষার্ধে দারুল উলুম দেওবন্দ ও সাহারানপুর মাজাহিরুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

30 শাইখ আব্দুল হক দেহলভী (958 হতে 1052 হিজরী) তিনি খানকা হতে পৃথক করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি মিশকাতের শরাহ ও আসমাউর রিজাল এর উপর গ্রন্থ রচনা করেন।
31 শায়খ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আলফেসানী (971 হতে 1034 হিজরী)।
32 আলী আল মুত্তাকী, বিহারের মুহাদ্দিস।
33 সৈয়দ মোস্তফা শরীফ জুরজানী। আগ্রার মুহাদ্দিস।
34 নুরুল হক ইবনে আবদুল হক দেহলভী।
35হাফেজে হাদিস ফররুখ শাহ (মুজাদ্দিদের প্রপৌত্র)। তিনি সনদ ও মতন সহ 70000 হাদিস মুখস্ত রাখেন।
36 শায়খ আফজাল শিয়ালকোটী। তিনি শাহ ওয়ালিউল্লাহ ওস্তাদ
37 শাহনূরী ঢাকুবী। তিনি ঢাকায় দারস দিতেন। বাঙালি
38 আবুল হাসান সিন্ধি। তিনি মদীনা হতে সিন্ধুতে আসেন।

39 শাহ ওয়ালিউল্লাহ দেহলভী 1114 হতে 1176 হিজরী
তার শিষ্যগণ (সন্তান ত্রয়) 40 আব্দুল আজিজ 41 রফিউদ্দিন 42 আব্দুল কাদির
ও 43 আল্লামা কাযী সানাউল্লাহ পানিপথী

44 শাহ আব্দুল গনি মুজাদ্দেদী
তার সাগরেদ গণ হলেন
45 আব্দুল হাই লখনোবী
46 রশিদ আহমদ গাংগুহী
47 কাসেম নানুতুবী (১২45 হতে 1297 হিজরী)। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
48 ইয়াকুব নানুতবী, দেওবন্দ এর প্রথম শাইখুল হাদিস।

কাশেম নানুতুবী সাগরেদ হলেন
49 মাহমুদুল হাসান দেওবন্দী শেখুল হিন্দ
50 ফখরুল হাসান গাঙ্গুহী
51 আহমদ হোসাইন আমরুহি

শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসানের সাগরেদ গণ
52 আনোয়ার শাহ কাশ্মিরী
53 মুফতি কেফায়াতুল্লাহ
54 শাব্বির আহমেদ উসমানী
55 হোসাইন আহমদ মাদানী (শেখুল আরব ওয়াল আযম )
56 সাঈদ আহমদ চাটগামী
57 ইয়াহিয়া চাহরামি

আনোয়ার শাহ কাশ্মিরী রহমাতুল্লাহ আলাইহির সাগরেদ গণ
58 ইউসুফ বিন নুরী
59 মুফতি শফি
60 ইদ্রিস কান্ধলুভী
61 বদরে আলম মীর
62 ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম
63 মাওলানা আতহর আলী

হোসাইন আহমদ মাদানী এর সাগরেদ গণের কতিপয় হলেন
64 শামসুল হক ফরিদপুরী
65 আব্দুল কাইয়ুম
66 আহমদ শফী
67 হাফেজ্জী হুজুর
68 ওবায়দুল হক জালালাবাদী
69 কাজী মুতাসিম বিল্লাহ
70 মাহমুদহাসান আফ্রিকি
71 আল্লামা আজিজুল হক । শব্বির আহমদ রহমাতুল্লাহ আলাইহির সাগরেদ
72 মুফতি আমিমুল ইহসান
73 মাওলানা জাফর আহমদ উসমানী
رحمه الله عليهم اجمعين

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: হাদীস চর্চা করে সাফল্য গুলো কি কি পেয়েছে তারা?

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২২

শুজা উদ্দিন বলেছেন: সে অন্য জগত , আপনি বুঝবেন না। ক্যামেরার ল্যান্স দিয়ে দেখবেন না।
বোঝার সামর্থ থাকলে আমাকে জিজ্ঞেস করতেন না।

২| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এক জনও কি ইতিহাস বিদ আছেন এদের মাঝে ।যার ইতিহাস বিশ্ব মানের।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৭

শুজা উদ্দিন বলেছেন: ইতিহাসবিদ আর ইতিহাস সৃষ্টিকারীর মধ্যে পার্থক্য আছে তো। একজন ইতিহাসবেত্তা, আরেকজন ঐতিহাসিক।
উপমহাদেশের ইতিহাস জানার চেষ্টা করুন। উপমহাদেশের ইতিহাস বাংলাদেশেরও ইতিহাস। তাহলে জানবেন এখানে কার ইতিহাস কত বিশাল।

আর ইতিহাস সৃষ্টি করেছেন বলেই আজ কয়েক শ বছর পরেও তাদের নাম আপনার সামনে এসেছে।

৩| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৫

সাজিদ উল হক আবির বলেছেন: কয়েকটি সম্পূরক প্রশ্ন উদ্রেক হল আপনার তালিকা দেখে। শাহ আবদুল গণি মুজাদ্দেদি রাহিমাহুমুল্লাহের দরস দিতেন কোন শহরে আপনার জানা আছে? কাসেম নানুতুবী রাহিমাহুমুল্লাহ কী হাদিসের দরস দিতেন, নাকি মূলত ফালসাফা / মানতেকের দরস দিতেন?
এবং, সবশেষ প্রশ্ন, শাইখুল হিন্দ রাহিমাহুমুল্লাহের অত্যন্ত কৃতবিদ্য ছাত্র আশরাফ আলী থানভি রাহিমাহুমুল্লাহের নাম কি ভুলক্রমে তালিকা থেকে বাদ পড়ে গেছে?

হুসাইন আহমাদ মাদানি রাহিমাহুমুল্লাহের সাথে, এমনকি শাইখুল হিন্দ রাহিমাহুমুল্লাহের সাথেও সিয়াসতি ইখতিলাফ থাকলেও তাঁদের সকলের মধ্যে পারস্পারিক ভালোবাসা বিদ্যমান ছিল, এবং এই দুই সিলসিলারই যশ ও খ্যাতি বাংলাদেশে রয়েছে। শুকরিয়া আপনাকে।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:০০

শুজা উদ্দিন বলেছেন: এটা আমার আগেকার নোট টাইপ করে দিয়েছি, দ্বিতীয়বার পড়ে চিন্তা করে দেখিনি।
আর আমার উদ্দেশ্য তাদের নামগুলো আর সংক্ষিপ্ত ইতিহাস মানুষ কিছুটা জানুক।
আশরাফ আলী থানভি (রঃ) এর নাম সংযুক্ত করছি। ধন্যবাদ।
কাসেম নানুতুবী সম্পর্কে জানিনা, সাধারণত তারা সববিষয়ে জ্ঞান রাখতেন এবং দারস দিতেন বলে মনে করি।
আপনার জানা থাকলে জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.