নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জনের প্রত্যয়ে

শুজা উদ্দিন

ব্যতিক্রম

শুজা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ভারতের আধিপত্যের কাল ২০০৯ থেকে ২০১৫

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৯

যে-ই মুখ খুলেছে সেই গুম হয়েছে! পররাষ্ট্র, সীমান্ত, সশস্ত্র বাহিনী, ক্রিকেটাঙ্গন, সাগর-রুনির বেডরুম কোথায় তাদের আধিপত্য ছিল না?
ফরহাদ মাজহার, মাহমুদুর রহমান, ইলিয়াস আলী, সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী, চকরিয়ার সালাহউদ্দীনের নামগুলো কি মনে আছে? ভারতে ও ভারত সীমান্তে তাদের খোজ পাওয়া গেছে।
এ আওয়ামী সরকার ২০০৯ থেকে ২০১৪এর নির্বাচন পর্যন্ত কিভাবে ভারতপন্থী ছিল তা নিচের কয়েকটি কথা থেকেই জানতে পারবেন।
হ্যা এসব বলা সম্ভব হচ্ছে কেবল ভারতের আধিপত্য কিছুটা কমে যাওয়ার কারণে।

সুরঞ্জিত সেন গুপ্ত সংবিধান হতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস অপসারণ করেছে। তার কি পরিণতি হয়েছিল?
কেন তাকে শেখ হাসিনার সরকার ৭০লক্ষটাকা কেলেঙ্কারির কারণে মন্ত্রণালয় হতে বহিষ্কার করার পরে আবার মন্ত্রণালয় বিহীন মন্ত্রী রাখতে বাধ্য হয়েছিল?
সে সময় কেউ সরকার বা ভারতের বিরুদ্ধে কথা বললেই তাকে আপনারাই বা কিভাবে দেখতেন?

আইসিসি তে ভারত কি একটা দাপট শুরু করেছিল। কিছুদিন আগে কোহলি তামিমকে আক্ষেপ করে বলছে বাংলাদেশে তারা মাঠে নামলে কোন সাপোর্ট পায় না! তাদের সাপোর্টের কি দরকার, আমার বুঝে আসে না।

সেনাবাহিনী, বিজিবির বড় সব অনুষ্ঠানে, কুচকাওয়াজে অতিথি হয়েছে ভারতীয় বাহিনীর অফিসাররা তাও আবার সস্ত্রীক!

তারপর ভারত কেমন আচরণ করেছে, চড় থাপ্পড় দিয়েছে বাংলাদেশ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে তার ফিরিস্তি জানতে পড়ুন NEW AGE এর কলাম Click This LinkIndian foreign secretary’s hasty visit misfires
সাথে এটাও মনে রাখবেন বিজেপি, মোদিদের নির্বাচনী অঙ্গিকার ছিল বাংলাদেশি তাড়ানো।
তবুও কি আমাদের, আওয়ামীলীগের আকল হবে না?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:২১

আকন বিডি বলেছেন: তাদের আকল কবে ছিল? ক্ষমতায় যেতে যারা প্রনব বাবুর পা ধরতে পারে। তাদের আবার আকল।

২| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: লিখাটা নিরেপেক্ষ হত যদি ভারত পন্থি হবার কারন ব্যখ্যা করতে পারতেন।জামাত বিএনপি সরকার দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে ভারত পন্থি হওয়া ছাড়া উপায় ছিল না।আর যে পত্রিকার কথা লিখেছেন সেটাতো আগাগোড়াই আওয়ামী ও ভারত বিরোধী।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৩

শুজা উদ্দিন বলেছেন: পত্রিকার কথাগুলো সত্য কিনা?

৩| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৭

নেওয়াজ আলি বলেছেন: যুদ্ধ করে পাকিস্তান হতে আলাদা হয়ে এখন সিকিম হওয়ার দ্বারপান্তে । চিটাং বন্দরে দেশের মাল খালাস পরে আগে দাদারা

৪| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৭

জগতারন বলেছেন:
ভারত ও মোদী রষাতলে যাক।

৫| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: সুরঞ্জিত তো মারা গেছেন, তার কথা বাদ দেন।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৯

আমির হোসেন ভূঁইয়া বলেছেন: ভারতের সব চাইতে বড় সফলতা হচ্ছে, বাংলাদেশে প্রচুর সংখ্যক তাদের দালাল সৃষ্টি করতে পারা। তারা দেশের খেয়ে, দেশের আলো বাতাসে শ্বাস-প্রশ্বাস নিয়ে বাংলাদেশের চাইতে ভারতের স্বার্থকে প্রাধান্য দেয়। এরাই ভারতের দালাল, তাদের প্রতি শুধুই ঘৃণা।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩

পলাতক মুর্গ বলেছেন: ২০১৪ সালের ইলেকশনে আমেরিকা এবং ভারতের ভিন্নমতের কারণে ভারত আমেরিকার ভয়ে আওয়ামী সরকারকে ওপেনলি সাপোর্ট দিতে না পারায় শেখ হাসিনা কঠিন চাপে ছিলেন। চাইনিজরা বিষয়টি বুঝতে পেরে হাসিনা সরকারকে সরাসরি সাপোর্ট দিয়ে দেয় ফলে সেই যাত্রায় অস্তিত্বের সংকট থেকে শেখ হাসিনা রক্ষা পান। এরপর থেকেই মূলত ভারতের সাথে আওয়ামি সরকারের দুরত্ব বাড়তে থাকে।

২০১৭ সালে এসে সিনহা বাবুর মোচড়া-মুচড়ি এবং এরপরে উনাকে বাংলাদেশ থেকে কিক আউট করা মূলত ভারতের প্রভাব কমে যাওয়ার একটা বড় প্রমান ছিল।

ভারতের প্রভাব এখন বাংলাদেশে দালাল নির্ভর। দাদাদের ক্রম হ্রাসমান প্রভাব ধরে রাখার জন্য সরকারের ভিতরে এবং বাহিরে ভারতের দালালরা এখন আদা পানি খেয়ে কুত্তা ফাইট দিচ্ছে। যদিও নিয়মিত বিরতিতে বাংলাদেশে ভারতের দালালদের উইকেট পড়ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.