নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

রুপের ঐ প্রদীপ জ্বেলে...

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৯

রুপের প্রশংসা যে গিন্নির করি না, ঠিক তা না। তবে ডিপেন্ড করে।

প্রশংসাটা শুরু করি কোন অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকে। উদাহরণ দেই-
- বুচ্ছ, তোমার মাশাল্লাহ যে সুন্দর গায়ের রং! মেকাপের রং ও এর কাছে ময়লা লাগে।
- শোন না, চুলে শ্যাম্পু করলে তোমার চুল যে কী অসাধারণ লাগে!

অনুষ্ঠানের দিন সকাল বেলা সুর আরেকটু চেঞ্চ করি। বলি
- ম্যাকাপে তোমারে মানায় না। মনে হয় চাঁদের উপর মেঘ দিয়া একটা ঢাকনা পইরা আছে।

এত এত প্রশংসা শুনেও গিন্নির মুখে কোন হাসি থাকে না। উল্টা আমারে প্রস্তাব দেয়, চলো তোমারেও ফেসিয়ালটা করায়ে দিবো। আমি হাসি দিয়া বলি
- কীই... বলো এইসব। পুরুষ মানুষের রুক্ষ চামড়াইতো সুন্দর।
আর মনে মনে গুনতে থাকি, হেয়ার কাট - পাঁচ শো ... ফেসিয়াল - ছয়শো... পার্টি সাজ - তিন হাজার...।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪১

কাবিল বলেছেন: বেশি প্রশংসা কইরেন না, নইলে আরও বেশি গুনতে হবে।

০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১২

সুখী মানুষ বলেছেন: প্রশংসা করে লাভ হয় না তো :( । যে সাজ দেওয়ার তা তো ঠিকই দেয়।

২| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৯

হাসানুল ফেরদৌস বলেছেন: সময় থমকে যাবে, তবু হিসেব ফুরোবে না

০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১২

সুখী মানুষ বলেছেন: ভাই আমার, আপনি কি বিবাহিত? আমাদের দুঃখ কিভাবে বুঝলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.