নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

কথা শেখা...

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

প্রিয় এখনো দড়জা খুলতে পারে না। কিন্তু কলিং বেল বাজলেই দৌড় দিয়ে দড়জার কাছে যায়।

কারে কী ডাকতে হবে প্রিয় তা বুঝে গেছে। মামা'র বয়সী কাউকে ডাকে মামা। নানু'র বয়সীদেরকে ডাকে নান্না। নানা'র বয়সী কাউকে ডাকে নানা।

সবই ঠিক আছে। সমস্যা হইলো কয়দিন আগে। ভাড়াটিয়া মহিলা আসছেন ভাড়া দিতে। ভদ্রমহিলা ঘরের ড্রেস পরেই চলে এসছেন। প্রিয় কাছে গিয়ে তারে বলা শুরু করছে, বুয়া এই বুয়া :)। শুধু তাই না, তার মায়ের কাছে গিয়া বলতেছে - মাম্মা, তারপর ঈশারা দিয়ে বলতেছে বুয়া। তারমানে বুয়া আসছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

রিয়াজ সোহাগ বলেছেন: এ জন্য বুয়াদেরকে একটা সম্পর্কের নামে ডাকা উচিত। তাহলে বুয়াও খুশি আর কেউ মনে কষ্ট পাবার কারণ থাকবে না।

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

সুখী মানুষ বলেছেন: ভাইরে আমরা "খালা" ডাকি। কিন্তু কোত্থেকে যেন সে বুয়া নামটা ক্যাচ করছে। বাসায় যদি বলি, খালা আমর রুমটা আজ মুছতে হবে না, বাদ দেন। তখন পাশ থেকে প্রিয় বলে উঠে, বুয়া বুয়া। ...

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

রিয়াজ সোহাগ বলেছেন: ভাই দু:খিত! আসলে আমাদের কালচার এমন হইছে। কিছু করার নাই//

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.