নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সু্মিন রায়ান

সু্মিন রায়ান › বিস্তারিত পোস্টঃ

Melody of Death (Fairy tale)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৬

Chapter-1

ইতিহাসের কোথাও বলা নেই যে, বহুকাল পূর্বে Blue mountain নামে একটা empire ছিল। ছবির মত সুন্দর, পাহাড়ে ঘেরা, পাহাড়ি বন, আর অবিরামভাবে বয়ে চলা পাহাড়ি ঝর্না! ঝর্নার সলিল সমাধি হয়েছে যেখানে, সেখানে থেকেই জন্ম নিয়েছে carrington river. এই নদিকে ঘিরেই গড়ে উঠেছিল Blue mountain রাজ্যের বসতি। আর সেখানকার রাজা এডওয়ার্ড ছিলেন সকলের মধ্যমণি। রাজা এডওয়ার্ডের কোন ছেলে ছিল না। তার একমাত্র মেয়ে, নাম Carolina.

এডওয়ার্ডের রাজা হয়ে ওঠার গল্পটাও অনেক চমকপ্রদ। Black Magician'রা যখন আক্রমণ করেছিল তাদের রাজ্জখ, তখন রাজা ছিল এডওয়ার্ডের বাবা Lord Freno. Black Magician দের একের পর এক আক্রমণে দিশেহারা Lord Freno. পরাজয় নিশ্চিত জেনে কিশোর এডওয়ার্ডকে নদি পথে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে নিজে শেষ বিন্দু রক্ত দিয়ে লড়াই করে মারা গেল। আর এডওয়ার্ডের তিন বোনদের Black Magician দের হাত থেকে বাঁচাতে Lord Freno`র বিশ্বস্ত Magician তাদের তিনটা পাহাড় বানিয়ে ফেলেছিল। আজও তারা Blue Mountain`র মানুষের কাছে 3 sisters বলেই পরিচিত। সেই ঘটনাগুলো আর এডওয়ার্ডের রাজা হয়ে ওঠা আরও পরে আসবে।

গল্পের শুর হোক Princess Carolina'কে নিয়ে। কেননা Blue Mountain`এ তার হাতেই রচিত হয়েছিল Melody of death. এ প্রজন্মের Blue Mountain`র মানুষের কাছে অনেক বড় আক্ষেপের নামান্তর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:



অনেক বিরাট নাম, ইংরেজী, বাংলা, ফরাসীতে কি সব বড় লেখকের মতো শুরু, ভেতরে গড়ের মাঠ!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৯

সু্মিন রায়ান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনি প্রতিদিন চোখ রাখলে আশা করব সেই গড়ের মাঠে গাছ-পালা ফুল-ফল সব দেখতে পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.