নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন ইসলাম আকাশ

অনেক বেশী সাধারন মানুষ আমি। গান,ছবি তোলা ও চাকুরি করেই দিন কেটে যাচ্ছে।

সুমন ইসলাম আকাশ › বিস্তারিত পোস্টঃ

আমার ফটোগ্রাফির আত্ম কাহিনী

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫

খুব বেশী দিন আগের কথা না, হয়তো ২/৩ বছর, অনেক ইচ্ছে ও শখ ছিলো একটি্ ভালো ক্যামেরার কিন্তু সামর্থ ছিলো না, আমার খুব কাছের "আপন" কিছু মানুষ ছিলো যারা বাংলাদেশের বাহিরে থাকে , তাদের পা ধরা বাকি ছিলো একটি ক্যামারার জন্য তাদের এটাও বলা হয়েছে ক্যামারা হাতে পাওয়া মাত্রই টাকা দিয়ে দিব কিন্তু তাদের সময় হয়নি, আমার কাছে যেটা দিলো অনেক কিছু সেটা ছিলো তাদের কাছে ফ্যানি একটা ব্যাপার, অনেক কষ্ট পেয়ে মায়ের কাছে বলেছিলাম এই কথা গুলো মা বলেছিলে কয়েকটা দিন অপেক্ষা কর তোর বাবাকে বল্লে একটা ব্যাবস্থা করে দিবো, বাবাকে বলার আর দরকার হয়নি, আমার বন্ধুর বড় ভাই নাজমূল , নাজু ভাইয়ার বউকে দিয়ে Canon 600D + 18-55 mm lance আনাই আর ১৫ দিনের মধ্যে অনেক কষ্ট করে ৬৫০০০ টাকা দিয়ে দেই , দিনটি হয়তো কখনোই ভূলবোনা দিনটি ছিলো গত ২টি বৈশাখ এর আগের বৈশাখ, আর একটা দিন পর আবার চলে এলো বৈশাখ, আজ আমার কাছে আছে ৫টি ক্যামারা ,

* 5D Mark II

*7D ৩টা

magic camera Canon 600D শুধু তাই নয় আছে বিশ্বের সব ভালো ভালো ল্যান্স

*24 - 70mm L f 2.8

* 70-200mm L f 2.8

* 100 mm macro L f2.8

*50mm prime L f1.4

* 18-200mm f3.5

সব আল্লাহ তাআলার কৃপায় এই অসম্ভবকে সম্ভক করা, একটি ক্যামারার টাকা দিয়ে আজ আমার অফিস, ক্যামারা, সবকিছূ, আর তার সাথে আছে অনেক গুলো মানুষের সহায়তার হাত ও দোয়া কারো নাম বলতে চাচ্ছি না কারন কেউ যদি বাদ পরে যায় তারচেয়ে আমি বেশী কষ্ট পাবো, তাদের কারনে গড়ে তুলতে পেরেছি আমার সিম্পল ষ্টোরী।

অনেক দূরে নিয়ে যেতে চাই আমার সিম্পল ষ্টোরী আশা রাখি সবার দোয়া ও সহযোগীতা আমি সব সময় পাবো। কথা গুলো লিখে কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি,,,

যদি কারো সময় হয় ভিজিট করুন আমার সিম্পল ষ্টোরী,,https://www.facebook.com/simplestory.bd

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৯

অ্যামাটার বলেছেন: (y)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.