নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য পথিক - অবাক জোছনার সন্ধানে!

♪ একা পাখি বসে আছে শহুরে দেয়াল... শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে...♪

শূন্য পথিক

আমার কাছে লেখালেখি করা দুনিয়ার সবচেয়ে কঠিনতম কাজ! আর নিজের সম্পর্কে লেখা তো আরও কঠিন!! :) :) শূন্য পথিক-অবাক জোছনার সন্ধানে!

শূন্য পথিক › বিস্তারিত পোস্টঃ

আমি গ্রামের ছেলে, আমি 'Backdated'... তবে এখন এটা ভাবতে আমার আর খারাপ লাগে না! কারন-

১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৬

আসুন, লেখাটা পড়ার আগে কষ্ট করে একটা ছবি ও দুইটা ভিডিও দেখি... তাহলে লেখাটা কেন লেখছি বা কাদের জন্য এই লেখা সেই বিষয়টা হবে স্পষ্ট হবেঃ

১ম ভিডিওঃ

১৯৫২'র ফেব্রুয়ারী তে কি হয়েছিলো?



২য় ভিডিওঃ

বাংলা সনে কতটি মাস? এবং মাস গুলোর নাম কি কি?

কষ্ট করে ভিডিও দুটি দেখার জন্য ধন্যবাদ। :D :D :D



আমার কিছু কথাঃ

আমি গ্রামের ছেলে। ২০০৫ এর দিকে এস.এস.সি. পাশ করে এইচ.এস.সি. ভর্তি হওয়ার জন্য বিভাগীয় শহরে আসলাম। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন বন্ধু। আগেই বলেছি যে আমি গ্রাম থেকে আসছি। গ্রামের ছেলে মেয়েরা নাকি Backdated টাইপ হয়। শহরের বন্ধুরা এমন ভাবে অনেক টিটকারি করতো। একটা সময় শহরের বন্ধুদের এমন অবহেলাই খারাপ লাগতো। নিজেকে সান্ত্বনা দিতাম এই বলে যে তারা শহরের ছেলে-মেয়ে। আর আমি গ্রামের... ওরা আমার চেয়ে অনেক জানে তাদের তুলনাই আমি তো কিছুই জানি না। /:) /:)



তবে সেই ২০০৫ থেকে তথাকথিত সবজান্তা শহুরে কিছু ছেলে-মেয়েদের কাণ্ড দেখে এবং উপরের প্রতীকী ভিডিও দুইটা দেখে এখন আর খারাপ লাগে না। ;)



আমার গ্রামের ক্লাস 'ওয়ান-টু'তে পড়া যে কোনও পিচ্চিকে ১৯৭১ বা ১৯৫২ সালে কি হয়েছিলো প্রশ্ন করলে তারা শহরের সেই "ছেলে-মেয়ে"দের চেয়ে ভালো উত্তর দিবে। B-) B-) B-)



এখন আর খারাপ লাগে না, অন্তত "চাপ-কলের" (নলকূপ) পানি কোথায় থেকে আসে...? পানির লাইন কই? গাজী পানির ট্যাঙ্ক নাকি সেরা পানির ট্যাঙ্ক?? (আমার এক ফেসবুক বন্ধুর থেকে শোনা দুঃখজনক হলেও সত্যি কাহিনী... বইয়ে নলকূপের ছবি দেখে ছোট থেকে শহরে বড় হওয়া তার এক ভাগ্নির প্রশ্ন) আমার আর খারাপ লাগে না কারন আমি বা আমার মতো গ্রাম থেকে আসা সবাই এটা জানে!! :P :P :P



বাংলা ১২ মাসের নাম জানি... আলু গাছে ধরে নাকি মাটির নিচে হয় তা জানি!! :P :P :P



আমাদের স্কুলে শহীদ মিনার ছিল না, এক দিনের জন্য আমরা নিজে বানাতাম, এক দিনের মিনার হলেও সকাল ১১টার সময় জুতা পায়ে শহীদ মিনারে উঠতাম না। :( :(

(উপরে ছবিঃ মহান বিজয় দিবসে মনসিংহের গৌরীপুর স্মৃতিসৌধে জুতা পায়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান ফকির) /:) /:) /:)



শীতের ভোরে কুয়াশার ভেতরে খালি পায়ে যেতাম (প্রাইমারি লেভেলে)। হাতে হয়তো দামি ফুলের তোড়া থাকতো না, থাকতো জংলি ফুল। কিন্ত এটা জানতাম যে, কোথায় যাচ্ছি-কেন যাচ্ছি-কাদের জন্য যাচ্ছি!! :)



আমিও অনেক কিছুই জানি না... কারন অনেকের ভাষায় আমি তো গ্রামের ছেলে! আমি তো 'Backdated'!! :| :| :| আমি বলি আমি তো সুবিধা বঞ্চিত!

এখন শহুরেদের ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ১লা বৈশাখ পালন দেখে লজ্জা লাগে!! ;) ;) ;)



আসলেই...আব্দুন নুর তুষার স্যারের কথাটাই ঠিক "ক্লাস ওয়ান থেকে এইচ.এস.সি. পর্যন্ত সকল শ্রেনীতে বাংগালী জাতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস পড়া বাধ্যতামূলক করা দরকার..." B-)

আমার মতে, আগে বাবা -মা বা অভিভাবকদের এই শিক্ষাটা জরুরী! এ ব্যাপারে নিচে কিছু প্রমাণ দিলাম। আশা করি একমত হবেন :) :) :)

(((পোষ্ট শেষ)))



বোনাস ছবি দেখুনঃ



ইনারা আবার নিজেদের সুশীল বলে দাবি করেন! X(( X(( X(( X((





ইনারা সম্ভবত শিক্ষক! X(( X(( X(( X((





আরও সুশীল! X(( X(( X(( X((



রাজনীতিবিদদের কথা না বলি...উনারা তো আবার আমাদের দেশে সকল আইনের উর্ধে‌! X(( X(( X(( X(( X((





মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৬

ক্যাচাল বাজ বলেছেন: লেখক বলেছেনঃ আলু গাছে ধরে নাকি মাটির নিচে হয় তা জানি!!

এমন এক প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমাকে। আমার মেয়ে বাদাম খেতে খেতে প্রশ্ন করে বাদাম গাছ কত বড় হয়। আমি যখন বাদাম গাছের বর্ণনা দিয়ে তাকে যখন বলি বাদাম মাটির নিচে হয় সে বিশ্বয়ে হতবাগ হয়ে যায়।

আমিও আফেনের লাহান ব্যাকডেটেড ;)

১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০২

শূন্য পথিক বলেছেন: হ রে ভাই! আমগোর দুক্ষু ডা কেউ বুজলো না!! বাফ-মায় ক্যান যে গাউ-গেরামে রাইখ্যা 'ব্যাকডেটেড' বানাইলো!! :( :(


মেয়েরে নিয়ে মাঝে মাঝে গ্রামে বেড়াইতে যাইয়েন ভাই... তা না হলে আর দুই দিন পর প্রাচীন চাউল ভাঙ্গানো মেশিন (ঢেঁকি) চিনাতে জাদুঘরে দৌড় দিতে হবে! :) :D :D

২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৩

নুরুল_হুদা বলেছেন: আজিব দেশ, আজিব মানুষ

১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৫

শূন্য পথিক বলেছেন: দেশডা আজিব কি-না কইতে পারুম না (এতো বয়স হয় নাই!!)
তয়, আমরা যে আজিব হেইডা কইতে পারি! :P B-) :D :)

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৮

সবুজ মহান বলেছেন: ভাল লাগল , আমিও গাও গেরামের পোলা :)

১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯

শূন্য পথিক বলেছেন: শুকরিয়া ভাইজান! B-) B-)
আমার কষ্ট বোঝানোর মতো মানুষ পাইয়া ভালই লাগতেছে! :)
তা ভাই, বাংলাদেশের কোন প্রান্তের কোন গেরামের আফনে?

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০

ালামগীর বলেছেন: নতুন করে পাঠ্য সুচিতে ভাষা আন্দোলন, স্বাধীনতা , বিজয় ও নববর্ষ এর ইতিহাস বা ঐতিহ্য ঢুকানোর কিছু নাই , এখন যা আছে এবং আগে যা ছিল তা থাকলেই এগুলো সম্পর্কে ভাল ভাবে জানতে পারে একটা ছাত্র। এগুলো আসোলে শহরের স্কুলগুলোর বানিজ্যিক শিক্ষকদের দোষ। তারা ক্লাসে আলোচনা করে না পরীক্ষার জন্য কম গুরুত্বপুর্ন বলে।

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৩

শূন্য পথিক বলেছেন: সহমত! :) :)
আসলে স্কুল কলেজে সব কিছু শেখা যায় না। কিছু শিক্ষা পরিবেশ ও পরিবার থেকে আসে।
পিচ্ছিদের এই সব বিষয়ে জানাতে অভিভাবক বড় ভূমিকা পালন করতে পারেন।

কিন্তু দুঃখের বিষয় ১ম ভিডিওতে দেখলাম অনেক অভিভাবকও জানেন না যে, ১৯৫২'র ফেব্রুয়ারী তে আসলে কি হয়েছিলো?যুদ্ধ তাও আবার ৭ মাস ধরে!!! :P :P :P :P :P :P

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

মেংগো পিপোল বলেছেন: ধনা গাছে কি তক্তা হয়?! এরা হইলো সেই জেনারেশন। বংলা মাসের নাম জানেনা অথচ গিয়ে দেখেন পহলা বৈশাখে কনসান্ট্রেশন থেরাপি ঠিকইটা করে।
আমার এক বন্ধু আছে শহিদ মিনাররে কয় স্মৃতী সৈধ আর স্ম্বতী সৌধরে কয় শহীদ মিনার। অফিসের এক কলিক সংসদ রে কয় মুক্তি যুদ্ধ যাদুঘর।

যা হোক যারা জানেনা তাদের কে জানানোর ভার কিছুটা আমাদের ঘাড়েও পরে।

ভালো লেখা। ভালো থাকবেন।

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৩

শূন্য পথিক বলেছেন: শুকরিয়া ভাই! :) :)
এদের কাছে পহেলা বৈশাখ মানে হাজার হাজার টাকা দিয়ে "ওয়ান টাইম ইউস" (মাটির থালা এদের কাছে 'আন-হাইজেনিক'!!) থালাতে পান্তা ইলিশ খাওয়া আর ফেসবুকে পোষ্ট দেওয়া 'Happy Bengali New year'! ;) :P :P

শহীদ মিনার ব্যাপারে আমিও অনেক শুনেছি। কিন্তু সংসদ ভবনেরটা নতুন!! :D :D :D

জানানোর ভার বিষয়ক অভিযোগটা আমার ঘাড়েও নিচ্ছি! :( :(

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৭

নীল কষ্ট বলেছেন: কথা সব সত্য
গ্রামের মানুষ একটু ঐরকম হয়

আর মানুষের চোখ কান খোলা না রেখে খালি বৈদেশ নিয়া লাফালাফি করলে এইরকম জ্ঞান হওয়াই স্বাভাবিক তেনারা আবার হিসাবের বাইরের কু-নাগরিক।

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫২

শূন্য পথিক বলেছেন: আধুনিকতার মানে তো শুধু বৈদেশ নিয়া লাফালাফি না। দুনিয়ার কোনও দেশ নিজেকে ভুলে বৈদেশ নিয়া লম্ফঝম্প করে আধুনিক হতে পারেনি। :| :|

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৪২

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: ভালো লাগলো।
আসলে যারা শহরে থাকে তাদের অতটা দোষ দেখিনা। কি আর করবে ওরা। ওই ভিডিওর শিশুগুলো তো বাসায় একা একা থেকেছে, বন্ধুদের সাথে ঝগড়া-বেড়ানো, সারাদিন টো টো করে ঘোরার পরিবেশ পায় নি! একুশের রাতে ফুল চুরিকরে বাসার পুরোনো চালুনিতে গেঁথে সক্কাল বেলা কাঁপতে কাঁপতে গর্বে বুক ফুলিয়ে ভাঙ্গা শহীদ মিনারে ফুল দিতে যেতে পারেনি। ওদের জন্য আমার অনেক কষ্ট হয়। ইশ! ওরাও অনেক সুন্দর একটা শৈশব পেতে পারতো!
আর বাবা-মা চাইলেই তাদের সন্তানদের দেশ,সংস্কৃতির শিক্ষা দিতে পারেন। সত্যিই যখন সোনা-মানিকেরা নিজেদের গর্বের করন বলতে পারেনা/জানেনা দেখি, তখন অনেক কষ্ট পাই। বাবা-মা দের প্রতি অনুরোধ, সন্তানকে শিকড় চিনিয়ে দিন, তাহলে তারা অনেক ঊঁচুতে উঠতে পারবে।

+++ :)

৩১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৭

শূন্য পথিক বলেছেন: আপনার কথা গুলো অনেক ভালো লাগলো।
খাঁটি কথা। ভালো থাকবেন।
ধন্যবাদ।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১১

রাফা বলেছেন: গ্রামের ছেলে,চাষীর ছেলে কিংবা শ্রমিকের ছেলে এর মধ্যে লজ্জার কিছু নেই।

বরং গৌরব লুকিয়ে আছে এই পরিচয়ের মধ্যে।এবং আমিও পৃথিবীর অনেক কিছুই জানি ঐ ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেদের মত।

অ.ট.-নিউ ইয়র্কে রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়া কিছু মানুষকে বলতে শুনি তারা সবাই জমিদার বংশের ছেলে।আমি অবাক হোয়ে ভাবি এত জমিদার বাংলাদেশে তাদের ছেলেপুলেরা বিদেশ বিভুইয়ে কামলা-গিরি করছে কেনো?

অনেক কথা বলে ফেললাম।দুখিঃত

৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪১

শূন্য পথিক বলেছেন: গ্রামের ছেলে,চাষীর ছেলে কিংবা শ্রমিকের ছেলে এর মধ্যে লজ্জার কিছু নেই।
বরং গৌরব লুকিয়ে আছে এই পরিচয়ের মধ্যে।


সহমত।।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

(মিফতাহুর রহমান চৌধুরী) বলেছেন: বেশ ভাল লেখা।

তবে, শহরের মানুষ-গ্রামের মানুষ, জ্ঞানী মনুষ-অজ্ঞ মানুষ, মুসলিম লোক-হিন্দু লোক, সাদা মানুষ-কালো মানুষ... এ ধরণের কথাগুলোর মধ্যে সবসময়ই কেন যানি সাম্প্রদায়িকতার গন্ধ পাই।

আমার মনে হয়ে আমরা সবাই মানুষ। এটাই সবচেয়ে বড় পরিচয়।

নজরুলের ভাষায়:
তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজানালয়
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

শূন্য পথিক বলেছেন: আপনার কথা গুলো আমিও জানি ও উপলব্ধি করি।
কিন্তু কি করবো বলেন, কেন আমার এই লেখা... আমার অবস্থান ও আমার চারপাশের মানুষ গুলোর অবস্থান বোঝানোর জন্য এই শব্দ গুলো ব্যাবহার করতে হয়েছে।

অনেক কিছু দেখে, ক্ষোভ থেকে লিখেছি। কষ্ট দিয়ে থাকলে দুঃখিত।
মতামতের জন্য ধন্যবাদ।।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

কান্টি টুটুল বলেছেন:

উপরে যে লোক গুলা শহীদ মিনারে দাড়িয়ে বা বসে আছে তাদের পায়ে জুতা আছে না নাই এটি দেখার চাইতে বরং দেখা উচিত (উদাহরন হিসাবে) ঐ লোক গুলা সোনালী ব্যাংকের ৪ হাজার কোটি টাকা মেরে দেয়ার সাথে জড়িত কিনা।এতে করে যে শহীদরা আমাদের একটি দেশ উপহার দিল সেই দেশের লাভ হয়,শহীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হয়।

যে লোকটা রেল ওয়ের চাকরী দেওয়ার নাম করে জনগনের ৭০ লক্ষ টাকা মেরে দিল সে খালি পায়ে শহীদ মিনারে ফুল দিলেই শুদ্ধ হয়ে যায় না,কিংবা জনগনের শ্রদ্ধা ফিরে পায় না

সবশেষে প্রাসঙ্গিক ভেবে আরেকটা কথা বলি....
কাবা ঘরের চারপাশের বিল্ডিংয়ের বাইরে যে সাদা চত্বর আছে সেখানেও নামাজ পড়া হয়,অন্য সময় ঐ চত্বর দিয়ে জুতা পায়ে লোকজন চলাচল করে-এতে কেউ কিছু মনে করে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

শূন্য পথিক বলেছেন: আপনার কথা গুলোর মাঝে ভালো যুক্তি আছে। অনেকাংশে সহমত।।

তবে কাবা ঘরের ব্যাপারে আমি কিছু বলতে পারি না (কারন এ ব্যাপারে আমি তেমন জানি না) কিন্তু আমার মনে হয় আমাদের শহীদ মিনারে জুতা পরে উঠার ব্যাপারে নিষেধ আছে। মতামতের জন্য ধন্যবাদ।।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

মাক্স বলেছেন: আই এম অলসো ফ্রম ভিলেজ :):)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

শূন্য পথিক বলেছেন: হাহা! আমরা অনেকেই গ্রাম থেকে এসেছি।। শেকড় গ্রামের...

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: আমিও না গ্রাম না শহর জাতীয় একটা ছোট্ট থানা শহরে বেড়ে উঠেছি। ইন্টার পর্যন্ত সেই থানা শহরেই ছিলাম। তবে ব্যাকডেটেড কথাটি আমাকে কখনও কোথাও শুনতে হয়নি। হয়তো এটা আমার সৌভাগ্য।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

শূন্য পথিক বলেছেন: হয়তো এটা আমার সৌভাগ্য। ভালো বলেছেন তো। :) :)

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

কালোপরী বলেছেন: ভাল বলেছেন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

শূন্য পথিক বলেছেন: ধন্যবাদ।।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

(মিফতাহুর রহমান চৌধুরী) বলেছেন: দু:খিত, আমি আপনার লেখার সমালোচনা করিনি।

করেছি আমাদের সমাজের, বিশেষত সচেতন সমাজের।

কারণ, আমরা সাম্প্রদাকিয়তা বলতে শুধু মাত্র ধর্মের দিকে ইঙ্গিত করি। আসলে সচেতন সমাজ ও অচেতন সমাজ বলে যদি সমাজকে দুটি শ্রেণীতে ভাগ করি সেটাও এক ধরণের সাম্প্রদায়িকতা। মূলত সাম্প্রদায়িকতার মূল উৎপত্তির স্থান হচ্ছে শ্রেণী সমাজ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

শূন্য পথিক বলেছেন: সহমত।

দু:খিত, আমি আপনার লেখার সমালোচনা করিনি। সমালোচনা মনে করে উত্তরটা দেইনি। ওখানে আপনার কথা গুলোর সাথে আমিও একমত (ছিলাম)।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

বোকামন বলেছেন: নিকের আড়ালের ভাইজান অথবা আফামনি, কে বলেছে আপনি 'Backdated'

'Backdated' শব্দটাই------- -------'Backdated'

এইটা আমাদের সবার বুঝা উচিত ......। /:)


ধন্যবাদ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

শূন্য পথিক বলেছেন: জানি ভাইজান। তবুও মনে করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: আমিও গ্রামে বড় হয়েছি। খুশি তা নিয়ে, খুশি গ্রামের শিক্ষা নিয়ে। :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

শূন্য পথিক বলেছেন: গ্রাম নিয়ে আমার খুশিটাও বাড়াবাড়ি ধরনের।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

অচিন.... বলেছেন: ami o backdated :-D and i m happy to be a backdated

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

শূন্য পথিক বলেছেন: haha! Me too! :) :)

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

রিফাত হাসান০২২৮ বলেছেন: এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন:
আসলে যারা শহরে থাকে তাদের অতটা দোষ দেখিনা। কি আর করবে ওরা। ওই ভিডিওর শিশুগুলো তো বাসায় একা একা থেকেছে, বন্ধুদের সাথে ঝগড়া-বেড়ানো, সারাদিন টো টো করে ঘোরার পরিবেশ পায় নি! একুশের রাতে ফুল চুরিকরে বাসার পুরোনো চালুনিতে গেঁথে সক্কাল বেলা কাঁপতে কাঁপতে গর্বে বুক ফুলিয়ে ভাঙ্গা শহীদ মিনারে ফুল দিতে যেতে পারেনি। ওদের জন্য আমার অনেক কষ্ট হয়। ইশ! ওরাও অনেক সুন্দর একটা শৈশব পেতে পারতো!
আর বাবা-মা চাইলেই তাদের সন্তানদের দেশ,সংস্কৃতির শিক্ষা দিতে পারেন। সত্যিই যখন সোনা-মানিকেরা নিজেদের গর্বের করন বলতে পারেনা/জানেনা দেখি, তখন অনেক কষ্ট পাই। বাবা-মা দের প্রতি অনুরোধ, সন্তানকে শিকড় চিনিয়ে দিন, তাহলে তারা অনেক ঊঁচুতে উঠতে পারবে।

পুস্টে ++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

শূন্য পথিক বলেছেন: :) :) :)

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

ফরহাদ আহমদ নিলয় বলেছেন: ধান গাছে তক্তা হয় ভাই ??

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

শূন্য পথিক বলেছেন: ১ ও ৫ নং কমেন্টের ক্যাচাল বাজমেংগো পিপোল রে জিগান... :)

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

শাওণ_পাগলা বলেছেন: আমিও মফস্বল থেকে উঠে আসা। তবে মফস্বলের শৈশবের কাছে ঋণী থেকে যাবো! শহরে থাকলে অনেক কিছুই করা হইতো না। একদিক দিয়া অবশ্যি খারাপও হইতো না। আফসোস কম থাকতো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

শূন্য পথিক বলেছেন: কিসের আফসোস দাদা?? :)

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

শাওণ_পাগলা বলেছেন: এইযে ছুডূকালে কত্ত কিছু করছিলাম, শহীদ মিনার বানাইতাম, খালি পায়ে যাইতাম, ১৬ই ডিসেম্বর আইলে ছুডু ছুডু পতাকা দিয়া বাসার গলি সাজায় ফেলতাম! হায় রে ছুডু কাল।

আফনে কি মনে করছিলেন, দাদা? ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

শূন্য পথিক বলেছেন: একেক মানুষের একেক কিছিমের আফসুস থাকে...তাই জানতে ইচ্ছা হইলো আফনের কি আফসুস!

সত্যি ছুডু কালের কথা মনে আইলে দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া কিছু করার থাকে না! আফসুস! :( :( :( :(

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

মনিরা সুলতানা বলেছেন: লেখা ভাল লাগছে :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

শূন্য পথিক বলেছেন: ধন্যবাদ :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.