![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বড় মেয়েটা ৫ পার করেছে; মিষ্টি আর বিলাই স্বভাবের মেয়েটাকে দিন দিন আরও বেশি আদর আদর লাগে। প্রতিদিনই সে নতুন কিছু শিখছে, আর তা অগোছালো ভাষায় আমাকে বলে, আমি আরও বেশি মায়ায় পড়ে যাই। গতরাতে হঠাত কান্না শুরু করলো, ‘মা আমি ড্রিম গার্ল হতে চাই না।‘ ঘুমের জন্য চোখ বন্ধ করলেই, সে চোখে নানা কিছু দেখতে থাকে, তাই সে ড্রিম গার্ল! সে ড্রিম গার্ল হতে চায় না, তার ভয় লাগে। মজা করে বললাম, ‘তুমি তো আমার ড্রিম গার্ল, তোমাকে তো ড্রিম গার্ল হতেই হবে।‘ সে মাথা নাড়ে, কান্নার শব্দ করে বলে, সে ড্রিম গার্ল হবে না, সে ছোট বেলা থেকে ড্রিম গার্ল, সে আর ড্রিম গার্ল হতে চায় না। আবার প্রশ্ন করে সে, ‘মা এখন কি শীতকাল?’ ‘কালকে কি অনেক শীত পড়বে?’ ‘কালকে কি স্নো পড়বে , ‘মা? যশোরে কেন স্নো পড়ে না?’ ‘আমি স্নোমান বানাবো’ । আমি বলি, চলো মা স্নোম্যান বানাবার স্বপ্ন দেখি। এবার সে মহাউৎসাহে স্নো ম্যান বানাতে কি কি লাগে তা বলতে লাগলো আর স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে গেলো।
আমার মেয়ের হৃদয় আকৃতি খুব পছন্দ। তার ভাষায় তার সব থেকে পছন্দের আকৃতি হলো হৃদয়। দুহাত দিয়ে হৃদয় বানিয়ে আমাকে দেখায়। মনটা দুলে উঠে, আমার কি এখন ওকে শাসন করা উচিত। বলা উচিত, ‘এক থাপ্পড় লাগিয়ে দিবো, পাকনা কোথাকার।’ পারি না, মেয়ে যদি ভয় পায়, শিখে ফেলে এই কথাগুলো বলতে হয় না বাবামার সাথে। আমি এখনি আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি মেয়ের কিশোরী বয়েসের, কিভাবে শিখাবো ভালবাসার জন্য অপেক্ষা করতে হয়। ঠিক করে রেখেছে, মেয়ের হাতে বয়সন্ধির হরমোনের কারসাজি বিষয়ক বই হাতে ধরিয়ে দিয়ে বলবো, ‘গুণীজনেরা বলেছে, এই বয়েসে মেয়েরা কলাগাছেরও প্রেমে পড়ে, আবার সেই জ্ঞানী গুণীজনেরাই কলাগাছ সাজে।’ যেকোনো সিদ্ধান্ত নেবার জন্য অপেক্ষা করতে বলবো ২০ বছর পর্যন্ত। ওদের বাবা বলে, ২০ বছরের পর যদি রিক্সাওয়ালা এনে বলে, একে বিয়ে করবো, তখন কি করবে?? আমি বলি, তখন বলবো, ‘মাগো রিকশাওয়ালা বিয়ে করবা ভালো, কিন্তু তোমার ভবিষ্যৎ সন্তানদের জন্য হলেও পিএইচডিটা শেষ করে নাও।’ আমি জানি, আমার মেয়ে রাজি হবে।
এখন আমার পিএইচডি করা মেয়ে যদি রিকশাওয়ালা বিয়ে করেতে চায়, কিছু তো করার নাই, সেনাকুঞ্জে ধুমধাম করে বিয়ে দিবো। আমি চাই, ওর বাবামার মতোই ওর সংসারটা ভালবাসাপূর্ণ হবে, ওর সন্তানও চার বছর বয়েসে এরকম একটা ঘর আঁকবে।
void(1);
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪
পাতা ঝরার দিনে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার মেয়ের শুভ কামনার জন্য। আমার মেয়েটা এইসব দিনরাত্রি ভাইয়েরও মেয়ে হয় চারিদিকে কত কিছু হচ্ছে, ওদের নিয়ে টেনশন লাগে আপু
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
নতুন বলেছেন: ড্রিম গার্ল সুন্দর মানুষ হয়ে উঠুক এই দোয়া করি..
আরমিন২৯ বলেছেন: ড্রীম গার্লের জন্য অনেক অনেক আদর আর দোয়া যেন তার হৃদয় সব সময় ভালোবাসা দিয়ে পূর্ণ থাকে আর হৃদয় ভাঙ্গার যন্ত্রনা তাকে কখনও পেতে না হয়!
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১২
পাতা ঝরার দিনে বলেছেন: দোয়া করবেন ভালো মানুষ যেন হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪১
এই সব দিন রাত্রি বলেছেন: আমাদের মেয়েটা এত মায়া কোত্থেকে নিয়ে আসল?? কেমন একটা ভাবুক ভাবুক সরলতা! আল্লাহ, তুমি আমাদের মেয়েটার জীবন সহজ করে দিও; আর কিচ্ছু চাই না!
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৩
পাতা ঝরার দিনে বলেছেন: আল্লাহ, তুমি আমাদের মেয়েটার জীবন সহজ করে দিও।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬
তুষার কাব্য বলেছেন: ড্রীম গার্লের জন্য অনেক অনেক আদর আর শুভকামনা...
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৪
পাতা ঝরার দিনে বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
আমি অথবা অন্য কেউ বলেছেন: Onek onek valolaga. ador roilo or jonne. dream girl houya lagbena, akjon boro moner manus hok.
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০
পাতা ঝরার দিনে বলেছেন: সালাম নিবেন ভাই।আপনার ২য় পর্ব নিয়ে আমার কিছু কথা ছিল। আপনি এইসব দিনরাত্রির গ্রামীণ ফোনে অথবা বাসার এক্সচেঞ্জ নম্বরে ফোন করেন, দয়া করে ধন্যবাদ আপনাকে।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ড্রিম গার্লের জন্য অনেক ভালোবাসা রইল।
ভবিষ্যৎ জীবন সুখময় হয়ে উঠুক আমাদের ড্রিম গার্লের।
শুভ কামনা।
১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০১
পাতা ঝরার দিনে বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের সব শিশুর ভবিষ্যৎ যেন সুন্দর হয় এই কামনা করি সবসময়।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
কলমের কালি শেষ বলেছেন: আপনার মেয়ের জন্য অনেক দোয়া এবং শুভকামনা ।
১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২
পাতা ঝরার দিনে বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮
মায়াবী রূপকথা বলেছেন: ফড়িং না হয়ে বিলাই নাম দিন। বিলাই আমার অনেক পছন্দ
১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩
পাতা ঝরার দিনে বলেছেন: নামের তো কোনও শেষ নাই, যা যা মনে আসে সব ডাকি
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩
শায়মা বলেছেন: তুমি অনেক ভালো একটা মা আপুনি। এমন যদি সবমায়েরাই হতে পারতো!!!
২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫
পাতা ঝরার দিনে বলেছেন: হায়রে এখনো তো বাস্তবতার মুখোমুখি হয়নি, সত্যিকার সময়ে হয়তো অন্যরকম হয়ে যাবো!!! আমি পরিকল্পনা করছি শুধু, কিভাবে মুখোমুখি হবো মেয়ের
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১৪
খেলাঘর বলেছেন:
ভালো ভাবনা।
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিত হোক আপনার মেয়ে
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯
আরমিন বলেছেন: এই ছবি তো আমি দেখেছি! আমার খুব প্রিয় একটা ছবি ! এই সব দিন রাত্রি ভাইয়া এত সুন্দর করে পোস্ট লিখেছেন, সত্যিই আমার মনে দাগ কেটে গেছে এই ছবি!

ড্রীম গার্লের জন্য অনেক অনেক আদর আর দোয়া যেন তার হৃদয় সব সময় ভালোবাসা দিয়ে পূর্ণ থাকে আর হৃদয় ভাঙ্গার যন্ত্রনা তাকে কখনও পেতে না হয়!