নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ

সু মন

ভাই অতি সাধারণ মানুষ আমি

সু মন › বিস্তারিত পোস্টঃ

এখন ডিজিটাল স্কেলেও রমরমা চুরি !!

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৭

কয়েকদিন আগে রায়ের বাজারে গিয়ে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হল। অভিজ্ঞতা যদি ভাল কিছু হয় তখন অনেক ভাল লাগে কিন্তু এতো চুরি ও মানুষ ঠকানো !! বাজারে মুরগির দোকানে যাই ও ২ কেজি ৬ শত গ্রামের একটা মুরগি আমাকে দেকান্দার মেপে দেয়। কিন্তু হাতে নিয়ে কিছুতেই মানতে পারছিলাম এই মুরগিটার ওজন ২ কেজি ৬ শত গ্রাম। তাই পাশের দোকানে মুরগিটার ওজন দিতে চাইলে দকানদার আপত্তি জানায়। তখনই আমি ঠের করতে পারি যে কোন না কোন সমস্যা এখানে আছে। ও সিধান্ত নিয়ে নেই যে আজ ওর একটা দফারফা করতে হবে। যদি কোন সমস্যা না থাকে তাহলে আর কি করার কিন্তু যদি চুরি ধরতে পারি তাহলে অই ব্যাটাকে উত্তম মধ্যম দেব। পরে কয়েক বন্ধুকে ডেকে নিয়ে আসি ও আরেকটি মুরগি নেই একই দকান থেকে। ব্যাটা বলদ আবার আমাদের ঠকালো। ব্যাস, শালা দোকান মালিককে চ্যালেঞ্জ করে বসলাম আম। এবার পাসের দকানে মাপ দিতেই বেরিয়ে আসে ২ কেজিতে সে চুরি করে ৩ শত গ্রাম। এবার কই যাবে, দোকানদার মামা ব্যাস্ত হয়ে পরলেন তার হাজার অজুহাতের ডালি সাজাতে আর আমরা রেডি তাকে উত্তম মধ্যম দিতে। শেষ পর্যন্ত তার গায়ে হাত দেইনি আমরা। তাকে ১৫ কান ধরে উথবস করানো হয়েছে। নিচে একটি লিঙ্ক দিচ্ছি যেখানে এই সব অসাধু ব্যাবসায়ীরা কিভাবে চুরি করে তার একটা ভিডিও আছে।।ডিজিটাল স্কেলের ডিজিটাল চুরি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.