![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারি সারি ভাসমান নৌকায় সবুজ হলুদ পেয়ারার ছড়াছড়ি। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত জায়গাটিতে চলছে পেয়ারা বেচাকেনা। ঝালকাঠির ভিমরুলি জলবাজারের দৃশ্য এটি।
ডুমুরিয়া, আটঘর, বেতলা, ডালুহারসহ দেশের দক্ষিণাঞ্চল ঝালকাঠির প্রায় ৮০ ভাগ গ্রাম পেয়ারা চাষের জন্য বিখ্যাত। সারা দেশের প্রায় ৭৫ ভাগ পেয়ারা চাষ হয় ঝালকাঠির এ গ্রামগুলোতে। প্রতিদিন সে সব পেয়ারা বিক্রি হয় আটঘর, কুরিয়ানাসহ ভিমরুলির জলবাজারে। ঝালকাঠির সবচেয়ে বড় জলবাজারটি বসে ভিমরুলিতে। এখন চলছে পেয়ারার মৌসুম। প্রতিদিন ভোর থেকে শুরু হয় ঝালকাঠির গ্রামে গ্রামে গাছ থেকে পেয়ারা নামানো। সকাল আটটার মধ্যে বাজার শুরু হয়ে যায়। পেয়ারা বেচাকেনা চলে বিকাল পর্যন্ত। এখানে এক মণ দেশি পেয়ারা পাওয়া যায় ২০০ থেকে ৩০০ টাকায়। বাজার শুরুতে পেয়ারার দাম ২০০ থেকে ৩০০ টাকা মণ থাকলেও যতই বেলা গড়ায় দাম ততই কমতে থাকে। বিকেলের দিকে পেয়ারার দাম হয়ে যায় ৫০ থেকে ৬০ টাকা মণ! ভিমরুলি জলবাজার শুধু পেয়ারার বাজারের জন্য বিখ্যাত হলেও কিছু কিছু বিক্রেতাকে বরিশালের বিখ্যাত আমড়া, নারিকেল আর কাগজি লেবু নিয়েও বাজারে আসতে দেখা যায়। প্রতিবছর ভিমরুলিসহ ঝালকাঠির এসব জলবাজারে প্রায় ৭০০ কোটি টাকার পেয়ারা বিক্রি হ।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/shuvo1990/shuvo1990-1439193394-6126ccc_xlarge.jpg
view this link
©somewhere in net ltd.