নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ

সু মন

ভাই অতি সাধারণ মানুষ আমি

সু মন › বিস্তারিত পোস্টঃ

ইলিশের পেটে সিসা!

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৭

চট্টগ্রামের আগ্রাবাদ চুমনি বাজার থেকে ১৫০০ টাকা কেজি দরে একটি ইলিশ মাছ কেনেন । মাছটির মোট ওজন ১ কেজি ৪০০ গ্রাম। দাম পড়ে ২১০০। তবে ইলিশ কেটে দেখা গেল তার পেটে জালের সিসা। যা দিয়ে বাড়ানো হয়েছে ওজন। ঠকানো হয়েছে ক্রেতাকে। ভুক্তভোগী এই ক্রেতার নাম জ্যাসন সাদেক। সিসাসহ ইলিশের ছবি তিনি ফেসবুকে দেওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ছবিটি শেয়ারও হয়েছে দেড় হাজারের মতো।

জেসন ছবিসহ দেওয়া ফেসবুক স্ট্যাটাসে জানান, বাসায় যখন মাছ কাটা হয় দেখি ১৬টা জালের সিসা। তিনি এতে ‘অবাক’ হয়েছেন জানিয়ে ওজন বাড়াতেই এমন ছলনা হয়েছে বলে জানান তিনি ।

তিনি জানান, যদি মাছের খাওয়ার সময় তার পেটে সিসা ঢুকত তাহলে ১৬টা হতো না। তাছাড়া তখন সিসার সঙ্গে জালের সুতাও দেখা যেত বলে মনে করেন জ্যাসন।

এসব জালের সিসা ‘নতুন’ বলে জানান তিনি। সবাইকে মাছ দেখে কিনতেও অনুরোধ করেন এই ব্যক্তি। বিশ্বাস না হলে বিস্তারিত দেখুন
ইলিশের পেটে জালের সিসা!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২১

প্রামানিক বলেছেন: প্রতারণার আর বাকী থাকল কি?

২| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪২

সু মন বলেছেন: পাট শিল্পকে আমরা গলা টিপে মেরেছি, চিংড়ি শিল্প ইঞ্জেক্ট করে আর ইলিশকে সিসা দিয়ে মারছি। আসলে আমরা বদ্ধপাগল ছাড়া কিছুই নই, তা না হলে কিভাবে কেউ নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারে, তা আমার জানা নেই। আর আমাদের গারমেন্টস শিল্প আজ বিদেশি ষড়যন্ত্রের মুখে অসহায় !!

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

সুমন কর বলেছেন: হায় হায়.. এসব কি শুনি/দেখি.... X(( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.