নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিথি লেখক

বরং দ্বিখণ্ডিত হও , বেছে নাও দ্বিতীয় পথ, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়.

স্বপ্নবিলাসি

পরিবর্তনের কথা বলে যাবো

স্বপ্নবিলাসি › বিস্তারিত পোস্টঃ

স্ট্রিং থিওরি ,সমান্তরাল মহাবিশ্ব এবং দেজাভু

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

সাম্প্রতিক সময় এ এটা নিয়ে আমি খুব আগ্রহী হয়ে উঠছি ,যতই জানছি ততই বিশ্বাস করছি । যাই হোক মূল লেখাটা শুরু করছি । string theory -পদার্থের গাঠনিক কাঠামো ব্যাখ্যা করার কষ্টসাধ্য এই বিষয়টাকে অতিচমৎকার ও সরলভাবে উপস্থাপন করা যায় স্ট্রিং তত্ত্ব (String theory) এবং এম তত্ত্ব (M-theory) দ্বারা। অতিপারমানবিক কণা দ্বারা সকল ধরণের পদার্থ সর্বোপরী মহাবিশ্ব সৃষ্টিকে আসলে তুলনা করা যায় ভায়োলিনের তার কিংবা ড্রামের মেমব্রেনের মাধ্যমে সুর সৃষ্টির সাথে। তবে মনে রাখা দরকার, এগুলো সাধারণ তার কিংবা মেমব্রেনের মতো নয়, এদের অস্তিত্ব দশ-এগারো মাত্রা পর্যন্ত বিস্তৃত।



ব্যাপারটাকে আরেকটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করা যেতে পারে। পদার্থবিজ্ঞানীরা ইলেক্ট্রনকে গণ্য করেন অতিঅতিক্ষুদ্র একটি মৌলিক কণা হিসেবে। যখন তারা ভিন্ন বৈশিষ্ট্যের নতুন ধরণের কোনো অতিঅতিক্ষুদ্র কণার সন্ধান পান তখন তার জন্য একটি নতুন নাম বরাদ্দ করেন। এরফলে বর্তমানে প্রায় শ’খানেক মৌলিক কণা নিয়ে তাদের মাথা ঘামাতে হচ্ছে। এগুলোই উপরে বর্নিত অতিপারমানবিক কণা। কিন্তু স্ট্রিং তত্ত্ব মতে, ইলেক্ট্রনের ভেতরটা যদি সুপারমাইক্রোস্কোপ দ্বারা দেখা সম্ভবপর হতো তাহলে আমরা কোনো কণা দেখতাম না, আমরা দেখতাম কম্পিত এক তার। এটাকে আমাদের কণা বলে মনে হয় কারণ আমাদের যন্ত্রগুলো এতো সুক্ষ্ম পরিমাপ উপযোগী নয়

এই অতিক্ষুদ্র তারগুলোই আসলে ভিন্ন ভিন্ন কম্পাঙ্কে স্পন্দিত এবং অনুরণনিত হয়। আমরা যদি একটি অতিপারমানবিক কণার সুক্ষ্ম তারের কম্পনের হার পরিবর্তন করে দেই তাহলে ভিন্ন বৈশিষ্ট্যের আরেকটি অতিপারমানবিক কণা সৃষ্টি হবে, ধরা যাক কোয়ার্ক। এখন সেটি যদি আবার পরিবর্তন করি তাহলে হয়তো পাওয়া যাবে নিউট্রিনো। সঙ্গীতে আমরা যেমন ভায়োলিন বা গিটারের তার কাঁপিয়ে ভিন্ন ভিন্ন নোট সৃষ্টি করি, অতিপারমানবিক কণাগুলোও সেরকম ভিন্ন ভিন্ন নোট। সুতরাং অসংখ্য অতিপারমানবিক কণাগুলো শুধুমাত্র একটি বস্তু দিয়ে প্রতিস্থাপিত করা সম্ভব, সেটা হলো স্ট্রিং বা তার!



স্ট্রিং তত্ত্ব আলোকে, হাজার বছর ধরে পদার্থবিজ্ঞানের যে নিয়মনীতিগুলো আমরা আবিষ্কার এবং লিপিবদ্ধ করেছি সেগুলো গিটার কিংবা ভায়োলিনের বিভিন্ন নোটের সমন্বয়ে সৃষ্ট প্রীতিকর সংমিশ্রন (Harmony)। রসায়নবিজ্ঞানকে বলা যেতে পারে সুর (Melody) আর পুরো মহাবিশ্ব সেক্ষেত্রে হবে লুদউইন ভ্যান বেইতোভেন কোনো সিম্ফোনি!! parallel universe- সমান্তরাল মহাবিশ্ব শুনতে যতটা জটিল মনে হয় আসলে ততটা না ।আমাদের মহাবিশ্ব সৃষ্টির সময় বিজ্ঞানিরা ধারণা করেন ro onek universe toiri hyeche ,parallel,bubble ,daughter ,brain universe bola hoye thake .পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এখন বুদবুদ এর মতই expand ba inflation hcche. এখন যদি স্পেস র সময় অসীম হয়ে থাকে তাহলে একি ভাবে বিন্যাস করতে থাকলে একটা সময় এমন একটা combination paoa যাবে যেটা আমাদের সমান্তরাল অথবা মিররর হবে । এখানে কয়েকটা probability আছে ।১ম টা হল আমাদের মত অবিকল universe ache ,2ndta হল আমাদের মতই মহাবিশ্ব kintu sekhane physics er constant gulor value vary korbe ...............3rd ta holo amader 360 degree oppozit universe . এখন মূল সমস্যা হল আমরা ১৩.৭ বিলিয়ন এর আগের ইতিহাস জানতে পারব না কারন আলো etotuku poth ভ্রমণ করছে । এখন সাম্প্রতিক সময় এ এটার পক্ষের hypothesis holo jdi emn kono extra dimension er kotha vaba jay (extra dimension)

tahole hoyto eta proman kora somvob hbe . ar amra eon kono dimension hoyto miss kore jacchi jeta oti khudro particle hole amader

বোধগম্য হত ।

big bang er শুরু তে যখন বিস্ফরন হয় তখন এটা মটেই অসম্ভব না আমাদের পৃথিবী particle er je combination e toiri hoyeche ঠিক সেই combination e rkta prithibi r to গ্রহ থাকা।এটা নিয়ে পরে আরও বিশদভাবে লিখব । deja vu -এটা একটা ফরাসি শব্দ যেটার

mane daray দেখা আর অদেখার মধ্য বর্তী অবস্থা ।একটা উদাহরন দেয়া যাক ,কথাও কারো সাথে আপনার প্রথম দেখা হল কিন্তু আপনার মনে হচ্ছে একে আপনি আগেই চিনতেন হয়ত ।phychiatrist ra eta k bole thake false sense of familiarity ,etake disease hisebe age mone kora hoto ,seizure er somoy eta beshi hoy boleo mone kora hoy ,shudhu person na ,incident er khetreo eta appliable ...apni ber holen e ekta pathor e ustha khelen mne holo eta agei janten .clasrm e gelen ekta ghori bndho dklen ne hlo eta apni janten . 25 years er dike eta beshi hoy tbe 60-70 percent manush e eta tar jibon e kokhono na kokhono observe kore thake . etar sceintific ব্যাখ্যা হল আপনার অন্য আরেকটি সত্তা যে কিনা সমানতরাল এ অবস্থান করছে তার অভহিজ্ঞতাই আপনি অবলকন করছেন হয়ত কয়েকশ বিলিয়ন দুরের এই গ্রহে ।আজকের জন্নে এটুকুই ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

ডাউনলোডিং বলেছেন: পড়ে খুব ভাল লাগল। ধন্যবাদ ।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:১০

স্বপ্নবিলাসি বলেছেন: dhonnobad :-D

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: ভালো লাগলো। স্ট্রিং থিওরি নিয়ে আরও লিখবেন আশা করি।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:১২

স্বপ্নবিলাসি বলেছেন: ইচ্ছা আছে :)

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

এম হুসাইন বলেছেন: স্ট্রিং থিয়োরি, মেয় বি অ্যা থিয়োরি অব এভ্রিথিং...... ইন একরডিং তো মিচিও কাকু......

পোস্টে ++

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫২

স্বপ্নবিলাসি বলেছেন: হুম in future e আরও লেখা আশা আছে ,ঃ)

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭

উদাসী স্বপ্ন বলেছেন: স্ট্রিং থিওরীর এখন যে রূপ আছে সেখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো সুপার সিমেট্রি আর সুসীর কোন লেভেলে। মাইক্রো লেভেলের ডাইমেনশন নিয়ে আমরা যে ফিকশন টাইপ স্বপ্ন দেখছি সেগুলো কিন্তি সিপি ভায়োলেশনের এক্সপেরিম্যান্টের সাথে যায় না।

আর থিওরী অব এভরিথিং আসলে যতটা স হজে বলা হচ্ছে ততটা ঠিক না। স্ট্রিং থিওরীর পরের দিক যেটা মূলত এম থিওরীর তত্বকে দাড় করায় সেটাই হচ্ছে থিওরী অব এভরিথিং এর জনক।
কথাটা ব হুলাংশে মিসইন্টারপ্রেশন

৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৬

স্বপ্নবিলাসি বলেছেন: theory of everything jedin stand korbe sedin civilization er huge ekta change asbe ....almost manush shob predict korbe ....khub vhoyaboho ekta bepar :D

৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: theory of everything jedin stand korbe sedin civilization er huge ekta change asbe ....almost manush shob predict korbe ....khub vhoyaboho ekta bepar


ভাই, প্রেডিক্ট করার বিষয়টা হাস্যকর। একটু লজিক্যালি বুঝেন। আপনি জানেন যে কম্পিউটার কিভাবে তৈরী করেছেন এবং এর সফটওয়্যার সমূহ। কিন্তু আপনি বিশাল নেটওয়ার্কে সামান্য ওয়ার্ম ঢুকিয়ে পুরো নেটওয়ার্ক তোলপাড় করে ফেললেন আপনি এসবের জনক হয়েও জানবেন না এটা কে তৈরী করেছে। কারন সবকিছুই মাল্টি আইপি ফেক মাস্কিং এবং মাল্টি রাউটিং। আরো স হজ উদাহরন দেই আপনি এখনও এমন কোনো এলগরিদম তৈরী করতে পারেননি যা দিয়ে এটিকে আন হ্যাকেবল করা যায়।


এই মহাবিশ্বের ব্যাপারগুলো আরও জটিলতর। কখন কিভাবে কোন সময়ে কি ঘটছে সেগুলো আপনি প্রেডিক্ট করার চাইতে মূল্যবান তার কারন অনুসন্ধান করা। আপনি কখনোই একই সময়ে একটা ইলেক্ট্রনের ফেজ এঙ্গেল আর কৌনিক মোমেন্টাম এবং তার অবস্হান একই সাথে বলতে পারবেন না। আনসারটেইনিটি আছেই। কোয়ান্টাম কম্পিউটিং, ইপিআর প্যারাডক্স আরও অনেক কিছুই আছে যেগুলো দিয়ে লার্জ স্কেলে আপনি কোনো কিছুই প্রেডিক্ট করতে পারবেন না।

যে যাই বলুক, টাকার জন্য বই বিক্রি বা নিজের নাম ফুটানোর জন্যই বলেছে। আপনি যদি সত্যি কোয়ান্টাম ম্যাকানিক্স জানেন তাহলে এরকম হাস্যকর উক্তি বলতেন না!

৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১

স্বপ্নবিলাসি বলেছেন: onk kichui invent hoar age sondehobadi chilo r thakbe etai natural tarporo science e astha rakte hy karon science jdi 10 percent o amader janay seta logic r xperiment diyei janay r computer er ei bepartay amar kono idea nei so jonab er eta somporke kichu na bolai vlo mne hcche

৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২২

ছণ্ণছাড়া যূবক বলেছেন: ভাল লিখেছেন

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৩

স্বপ্নবিলাসি বলেছেন: ধন্যবাদ :)

১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

উদাসী স্বপ্ন বলেছেন: onk kichui invent hoar age sondehobadi chilo r thakbe etai natural tarporo science e astha rakte hy karon science jdi 10 percent o amader janay seta logic r xperiment diyei janay r computer er ei bepartay amar kono idea nei so jonab er eta somporke kichu na bolai vlo mne hcche


ভাই এটা আপনি কি বললেন? আমি কি বললাম আপনি বললেন?

ভাই ভুল হইছে আমার কমেন্ট করা। প্লিজ আমার কমেন্ট দুটো মুছে দিন। আমার কমেন্টের এমন মিসইন্টারপ্রেট টাইপ জবাব স হ্য করতে পারছি না!


দয়া করেন ভাই, আমার কমেন্ট দুটো মুছে দিন!

১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

স্বপ্নবিলাসি বলেছেন: apni cmmnt e ohetuk agressive ness shw krchen bt ei post tate oirkm kichu nai

১২| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

স্বপ্নবিলাসি বলেছেন: যারা কষ্ট করে পড়েছেন তাদের সবাই কে ধন্যবাদ , ভবিষ্যৎ এ এটার উপর আরও লিখব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.