![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার বৃন্দ (বিশেষ করে আপনারা যারা ফটোগ্রাফির প্রতি আগ্রহ রাখেন), শখের ফটোগ্রাফির কোন এক খানা ক্যামেরা কিনতে চাই। কিছু অপশন যাচাই বাছাই করে আমি কনফিউজড হয়ে গেছি। কোন ক্যামেরা কিনব, কোনটা আমার জন্য ভালো হবে বুজতে পারছি না। তাই আপনাদের কাছে পরামর্শ চেয়ে এই পোস্ট। ডি এস এল আর নাকি মিররলেস। বিশেষ করে মিররলেস কোন ব্রান্ড কোন মডেল ভালো হবে, দাম কেমন হবে, কোথায় কিনতে পাব এইসব তথ্য
অগ্রিম ধন্যবাদ।
২| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:২০
জোকস বলেছেন: আমার ক্যামেরাটা আপ্নাকে দিয়া দিলুম।
৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:২৫
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: Click This Link
৪| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: দোকানে চলে যান
৫| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:২৪
গরল বলেছেন: মিররলেস এরও অপশনের অভাব নাই যেমন APS-C না Full Frame, with or without Sensor Shift Image Stabilization, Weather proof or not, with or without 4K video, এগুলোই মূলত বিবেচ্য বিষয়। তাছাড়া আপনার বাজেট কত সেটা জানাটা খুব জরুরী। তা না হলে ক্যামেরা সিলেকশন করা কঠিন হয়ে যাবে। তবে অ্যামেচারদের জন্য মিররলেস টাই সব চেয়ে ভাল এবং ব্যাবহার উপযোগী। তবে লেন্স সিলেকশনটাও জরুরী কারণ লেন্স এর দামের উপরেই আসলে নির্ভর করে টোটাল সেটআপ কষ্ট।
৬| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫
ডাঃ মাহবুব গাউস বলেছেন: বাজেট ৫০০০০ +/-
৭| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮
নতুন বলেছেন: ৩৫-৪০০০০ এর মাঝে নাইকন ডি ৩২০০- ডি ৩৩০০ জাতীয় এন্টিলেভেলের একটা কিনে নিন...
এর চেয়ে বেশি দামের দরকার নাই।
শুরু করুন.... তারপরে নিজেই বুঝতে পারবেন যতদিন যাবে...
৮| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৩০
৯| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: নাইকন কিনুন। মডেল ৩৩০০।
আর কোনো কথা না।
১০| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:১১
গরল বলেছেন: আপনি যেহেতু শখের ফটোগ্রাফি করবেন তাই আমার মেন হয় মিররলেস নেওয়াটাই ভাল হবে আর মোটামুটি অল ইন ওয়ান টাইপ এর ফটো, ভিডিও ও লেন্স এই তিনটার কম্বিনেশনেই যেন আপগ্রেডেড কিছু হয়। অতএব বাজেট আর একটু বাড়িয়ে Canon EOS M50 নিতে পারেন এবং এর ফুল স্পেসিফিকেশন নিচের লিংকে পাবেন ও এর সমতুল্য কিছু মডেল এরও কম্পারিজন পাবেন। তবে Sony A6500 নিতে পারলে খুবি ভাল হবে যদিও লেন্স এর দাম আকাশ ছোঁয়া। ক্যানন নিতে বলছি কারণ ক্যানন এর লেন্স সুলভ ও সচরাচর পাওয়া যায়। আর এই মডেলগুলোতে 4K ভিডিও এবং WiFi/NFC আছে বিধায় মোবাইল ফোনকে রিমোট হিসাবে ব্যাবহার করতে পারবেন যেটা আপনাকে আরও আনন্দ দিবে কারণ মোবাইল এর বড় স্ক্রীনে দেখে, মোবাইল স্ক্রীনে টাচ করে সাবজেক্ট ফোকাস করা অনেক সহজ ও দ্রুততার সাথে ফোকাস চেঞ্জ করা যায়। এক কথায় ইউজার ফ্রেন্ডলি।
Canon EOS M50 Review
১১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৮
ডাঃ মাহবুব গাউস বলেছেন: অনেক ধন্যবাদ
১২| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
নীল বরফ বলেছেন: আমি গড়ল ভাইয়ের সাথে একমত। নিজের ছবিতোলার অভিজ্ঞতা থেকেই বলছি। সাইজে ছোট , সব জায়গাতে নিতেও পারবেন।
১৩| ২২ শে মে, ২০১৮ দুপুর ১:৪৫
মোহাম্মদ সাইফুজ্জামান খান বলেছেন: কগঙচজঞটডণতদনপবমযরলশষসহড়ঢ়য়ৎংঃঁ
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৮ দুপুর ১:০৮
কাইকর বলেছেন: ঢাকার মধ্যে বসুন্ধরা ও গুলশান নিকেতন ক্যামেরার দোকান পাবেন। আর আপনি যদি প্রথম প্রথম ক্যামেরা চালিয়ে থাকেন বা ক্যামেরার প্রতি আপনার বেশী অভিজ্ঞতা না থাকে তাহলে ডি এস এলার কিনবেন। ধন্যবাদ আপনাকে। আমি ব্লগার হিসেবে নতুন।সময় পেলে আয়ার ব্লগে গিয়ে ঘুরে আসবেন। ধন্যবাদ ও ভালবাসা রইলো।