নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

নও অন্তর্যামী

২৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৫২

আমার চোখে তাকিয়ে অন্তর্যামী হতে চাইলে তুমি। তোমার নিষ্ফল প্রয়াস
দেখে হাসি পায় আমার। আমি হাসি। হাসতে হাসতে পেটে খিল ধরে যায়।
তবু হাসতে থাকি নিষ্ফল প্রয়াসে তোমার বারংবার।

আমার চোখে তাকিয়ে তুমি বলে উঠলে আমারই দ্বিধাবিভক্ত মনের কথা।
গোপন দেরাজ খুলে বের করে নিলে আমার একান্ত গোপন বিষয়গুলি।
তোমার গভীর অন্তর্দৃষ্টি ঘুরে বেড়াতে থাকে আমার মনের প্রতিটি দেরাজ।
এক একটি দেরাজ খোল সশব্দে, আবার পরক্ষণেই তা বন্ধ কর প্রবল আক্রোশে।

আমার চোখে তাকিয়ে সংশয়বিষাক্ত হলে তুমি। সে সংশয়ের বিষ ছড়ালে
আমার মনে। আত্মদ্বৈরথে রক্তাক্ত তুমি আর তোমার মনের বিষে বিষাক্ত হলাম আমি।

আমার চোখে তাকিয়ে অন্তর্যামী হতে চাইলে তুমি। কিন্তু বুঝলে না, অযোনিসম্ভূতা নও
তুমি, নও অন্তর্যামী ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.