নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসায় করুণা করতে নেই

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২৯

ভালোবাসায় করুণা করতে নেই
জানি, তোমার ভালবাসা করুণাবিহীন নয়
তবু বারবার আমি তোমাকে মিনতি করেছি
আমাকে এক টুকরো করুণাবিহীন
ভালোবাসা দাও।
শুধু একটি বারের জন্য হলেও

তুমি যতবার আমাকে করুণা কর
যতবার আমি হেরে যাই তোমার অহংকারের কাছে
আমি বুঝি, তোমার সুখ তাতে একটুও কম হয় না

ভালোবাসায় করুণা করতে নেই জেনেও
তুমি নির্বিকার
করুণাশ্রিত আমি করুণার পাত্র হয়ে
তবু অপেক্ষায় থাকি
এক টুকরো করুণাবিহীন ভালবাসা তোমার

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ২:৪৩

ওমেরা বলেছেন: দয়ার দান গ্রহন করতে নেই ।

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

শুভবাদী রোদ বলেছেন: ওমেরা, সবাই কি আর আপনার মতো সৌভাগ্যবান!

২| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৩

করুণাধারা বলেছেন: কবিতা ভাল লাগল।

এই কবিতাগুলো রিপোস্ট করতে পারেন, যখন সেফ হয়ে প্রথম পাতায় যাবেন।

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

শুভবাদী রোদ বলেছেন: হ্যালো, করুণাধারা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। অনেকদিন পর লিখলাম, মনোযোগ কম ছিল। ভালো মন্তব্য করেছেন, তাই সাহস পাচ্ছি নতুন করে।
সেফ হওয়ার অপেক্ষায় আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.