![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি বিকেলের পড়ন্ত রোদে ঘুমন্ত এক অবুঝ শিশু
তোমাকে কোলে নিয়ে আমি পাড়াময় ঘুরে বেড়াই
কখনোবা তুমি আমার কড়ে আঙ্গুল ধরে হাঁট
পরক্ষণেই আবার খরগোশের চকিত দৌড়ে
সচকিত হয়ে দাঁড়িয়ে পড়
শিশুর মতো অদ্ভুত সারল্য তোমার চোখেমুখে
তোমার চোখের তারায় একশ কোটি তারকা
খানিক পরে চৈতন্যেদয় ঘটে তোমার
অষ্টাদশি যুবতীর যাবতীয় উদাসীনতা
ভর করে তোমার ভেতর
তোমার সেই খোলস ভেদ করে
তোমাকে বের করে আনতে
পূর্বাপর ব্যর্থ হই
আমার ব্যর্থতা আমাকেই উপহাস করে
অযোনিসম্ভূতা নও, তোমার এত গর্ব কিসের
অরণি আনো, আগুন জ্বালি
©somewhere in net ltd.