নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

মাহফুজ গান গাইলে আপনার কী ক্ষতি?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

ঈদ উপলক্ষে এটিএন বাংলার মালিক ড. মাহফুজুর রহমান এর একটি একক সঙ্গীতানুষ্ঠান প্রচার হয় তারই মালিকানাধীন টিভিতে।
বিষয়টা কি খুব বেশি অস্বাভাবিক লাগছে আপনার কাছে? আমারতো মনে হয়, এটি আমাদের জাতীয় মানসিকতার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ফেসবুকে আপনি যখন স্ট্যাটাস দিচ্ছেন, আপনি বিশাল পাঁচ তারকা হোটেলে ইফতার করতে গেছেন, তখন তো আপনার কাছে মনে হয় না যে, এটা বাড়াবাড়ি। কারণ এটা আপনার ফেসবুক পেজ। আপনি কেয়ার করছেন না, আপনার শত শত বন্ধু আছেন লিস্ট এ, তারা কী ভাবছে, সেটাও আপনি লক্ষ করছেন না। তাহলে একজন মাহফুজ, যিনি আমাদেরই একজন, যিনি অনেক টাকার মালিক, যার একটি টিভি চ্যানেল আছে, সে তো গান গাইতেই পারে। তার টাকা আছে, তাই সে পিএইচডি কিনে নামের আগে লিখতে পারে। আপনি আমি হলে কি এর চেয়ে ভালো কিছু করতাম। দেশকে উদ্ধার করে ফেলতাম? এখন কী করছি, সব কাজ ছেড়ে ছুড়ে (আসলে তো কাজ নেই) এখন কয়দিন মাহফুজকে পচাতে থাকবো, যেমন কয়দিন পচাইছিলাম কেকা ফেরদৌসিকে। যাক, নতুন কাউকে পাওয়া গেলো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬

মলাসইলমুইনা বলেছেন: কোন দ্বিমত করার সুজগ নেই আপনার লেখার সাথে | কিন্তু কষ্ট লাগার একটা ব্যাপার আছে | নীতি নৈতিকতা, শালীনতার সব শেষ হয়ে যাচ্ছে একটা একটা করে | কষ্টটা তা থেকেই |

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪১

শুভবাদী রোদ বলেছেন: আপনি ঠিকই বলেছেন। শেষ হয়ে গেছে অনেক কিছুই। সেই কষ্টটা থেকেই কিন্তু এই লেখাটা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
কোন ক্ষতি নাই....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২

শুভবাদী রোদ বলেছেন: ভ্রমরের ডানা, আপনার নেই সত্যি, কিন্তু অনেকের আছে বলেই তো এই অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.