নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

তোমার অহংকার দিয়েই ভাঙব আমি তোমাকে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪৮

তোমার বুকে রংপেন্সিল দিয়ে আঁকব আমি
তোমাকে
যে তোমার খোঁজ তুমি নিজেই পাওনি কখনো
যে তোমার সঙ্গে তোমার দেখা হয়নি কখনো

জানো, মদের নেশা ধরে না আমাকে
মাতলামি নেই আমার ধাঁচে
আমি তোমার নেশায় বুঁদ হতে চাই
আমি আকন্ঠ পান করতে চাই তোমার ওষ্ঠ্সুধা
তোমার বুকের পাহাড় খুঁড়ে আমি ঝরনা নামাতে চাই
তোমার কাঞ্চনজঙ্ঘায় মুখ গুঁজে আমি দেখতে চাই
কত নদীর জল তুমি একাই ধরেছো তাতে

আবিষ্কারের নেশায় কলম্বাস কতো কিছুই করে
তোমার বুকের তিলে বাধা পড়েছে যে হৃদয়
তাকে তুমি মানাবে কেমন করে?

তোমার অহংকার দিয়েই ভাঙব আমি তোমাকে





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

রাজীব নুর বলেছেন: অহংকার ভালো নয়।
মহৎ হওয়া ভালো।
অহংকার করা সহজ, মহৎ হওয়া কঠিন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৬

শুভবাদী রোদ বলেছেন: ঠিক বলেছেন, রাজীব!

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০১

চাঙ্কু বলেছেন: কাঁটা দিয়ে কাঁটা তোলা? ;)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৫

শুভবাদী রোদ বলেছেন: হুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.