নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঁচ মিশালী

ভণ্ড বাবা

http://www.weebly.com

ভণ্ড বাবা › বিস্তারিত পোস্টঃ

নতুন পর্যটন স্পট (বিছনাকান্দি, গোয়াইন-ঘাট, সিলেট) ছবি ব্লগ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

মেঘালয়ের পাহাড় থেকে ছোট বড় পাথরের উপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ। যা হতে পারে ভ্রমণ পিপাসীদের জন্য এক আকর্ষনীয় স্থান।









ভ্রমণের তারিখ- ১৭/০৯/২০১৩ ইং

যাতায়াত-

ঢাকা - > সিলেট (বাস, রেল, বিমান)

সিলেট(আম্বরখানা) -> হাদারপার বাজার (CNG- ৮০টাকা জনপ্রতি)(১.৫ ঘন্টা)

হাদারপার বাজার -> বিছনাকান্দি (কুয়েরি- গাং) (নৌকা/হোন্ডা/ হেঁটে)(৪০/২০/৬০ মিনিট)

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

নীল সুমন বলেছেন: বিছনাকান্দি? আগে নাম শুনিনি। তবে কিছু কিছু ছবি ভাল লাগল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

ভণ্ড বাবা বলেছেন: এটা নতুন স্পট। এখনো এত পরিচিতি পায় নি। তবে দারুন জায়গা এটা। বৃষ্টি থাকলে তো আসাধারন।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১

খেয়া ঘাট বলেছেন: ছবিগুলোতো দারুন সুন্দর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

ভণ্ড বাবা বলেছেন: B-)

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

চেরু বলেছেন: দারুন সুন্দর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

ভণ্ড বাবা বলেছেন: :) :)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

টানিম বলেছেন: যাওয়ার প্লান আছে । ধন্যবাদ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

ভণ্ড বাবা বলেছেন: যাওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে বর্ষা থেকে শীতের আগ পর্যন্ত। কারন শীতে ওখানে পানি থাকে না। তখন পাথর উত্তলন করা হয়।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

একলাহুতুম বলেছেন: দৈনিক বর্তমান এর ভ্রমণ পাতায় লেখার আমন্ত্রণ রইল। [email protected]

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০

ভণ্ড বাবা বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

কসমিক- ট্রাভেলার বলেছেন: +++++++++++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৯

ভণ্ড বাবা বলেছেন: tnx

৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫

মাইবম সাধন বলেছেন: দারুণ একটা জায়গা দেখালেন। নিজের এলাকা সত্ত্বেও এখানে যাওয়া হয়নি।

সত্যি বলতে, জানতাম-ই না। আপনাকে ধন্যবাদ। খুব শীঘ্রই যাবো.. :-)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

ভণ্ড বাবা বলেছেন: তারাতারি যাওয়ার চেস্ঠা করুন। আর বৃষ্টির দিন হলে আসল মজা পাবেন।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

গোকুল নাগ বলেছেন: খুব সুন্দর পোষ্ট......।চালিয়ে যান......।ভালো থাকবেন...।।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ, এখনো বিছানা কান্দি যাওয়া হয়নি, আপনার পোষ্ট দেখে যাওয়ার ইচ্ছেটা বাড়লো।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৮

শফিক2003 বলেছেন: অসাধারন , আর একটা জায়গা আছে সেটা অনেকে পাথর প্রসেসিং এবং রাস্তা খারাপ হউয়ার কারণে কেউ যেতে চায় না ,সেটা হলো কোম্পানীগঞ্জ ব্রিজ এবং এর নিচের সচ্ছ কাচের মত নদী যা সত্যিই অসাধারণ ,কেউ যেতে চাইলে আম্বরখানা থেকে CNG ৯০ টাকা ভাড়া সরাসরি কোম্পানীগঞ্জ সেখান থেকে অল্প দুরে নদী

১১| ১১ ই মে, ২০১৪ বিকাল ৫:১০

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই ওখানে থাকার জায়গা কেমন??

আর খরচ কি রকম পরতে পারে??

জানালে উপকার হইতো :)

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: রাতে থাকার ব্যাবস্থা আছে ?

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

ভণ্ড বাবা বলেছেন: না। :-(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.