![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজও নিজেকে জানার চেষ্টা করছি..............
মা-বোনেরা অবশ্যই পড়বেন................।
গর্ভবতী একজন মহিলা রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। রাস্তার পাশে দুইজন যুবক বসে আছে। তারা একজন মহিলাকে লক্ষ করে বলতেছে, মহিলাটির পেটে ছেলে নাকি মেয়ে? একজন বললো ছেলে, আরেক জন বললো মেয়ে। এভাবে তারা বিতর্ক করতে শুরু করলো। তারপর এই দুইজন গর্ভবতী মহিলাকে জোরপূর্বক ধরলো, এবং মহিলার পেট কেটে দেখলো ছেলে নাকি মেয়ে....!!!!
কি ভাবছেন?!! এটা আবার হয় নাকি?!!
হ্যা, এমনটাই হতো আইয়ামে জাহিলিয়াতের যুগে। যখন নারীদের ছিলনা কোনো মুল্য। কন্যা সন্তান জীবন্ত পুতে ফেলা হত।।
মানববতার মুক্তির দিশারী রাসূলুল্লাহ (সাঃ) দিলেন নারীদের অধিকার। বসালেন মায়ের আসনে।
আজ আমাদের সমাজে "কতিপয় নারী বলে ইসলাম নাকি নারীদের অধিকার দেয়নি" আসলেই ইসলাম কি নারীদের অধিকার দেয় নি?
ইসলাম নারীকে দিয়েছে সব ধর্মের থেকে বেশি সম্মান।
দিয়েছে মায়ের পায়ের নিচে বেহেশত । স্ত্রীকে দিয়েছে তাঁর স্বামীর প্রতি অধিকার। বোনকে দিয়েছে তাঁর ভায়ের প্রতি অধিকার।
তাহলে তাঁরা আর কিসের অধিকার চাইছে?
অহহ!!
তাঁরা চাচ্ছে বেহায়াপনার অধিকার, নাকি অর্ধ-উলঙ্গ হয়ে চলার অধিকার, নাকি চাচ্ছে পুরুষের সাথে অবাধ মেলামেশার অধিকার, নাকি চাচ্ছে ছেলে বন্ধুর সাথে রাত কাটানোর অধিকার?
একজন প্রকৃত মুসলিম ভাই তার বোনকে কখনো কি এই অধিকার গুলো দিবে? কখনই দিবে না...
আশা করি সকল মুসলিম ভাই ও বোনেরা আমার সাথে একমত হবেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬
শুভ্র-আকাশ বলেছেন: দুঃখজনক হলেও..
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯
নীল আকাশ ২০১৪ বলেছেন: ইসলাম নারীকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, যে অধিকার এখন তসলিমা নাসরীনেরা ভোগ করছে, সেইসঙ্গে ইসলাম নারীকে সে সমস্ত সম্মানও দিয়েছে, যা খাদিজা (রা) অথবা আয়েশা (রা) পেয়েছেন।
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৯
শুভ্র-আকাশ বলেছেন: ঠিক বলছেন ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২
আহলান বলেছেন: দুঃখজনক ......