নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে আমার মত থাকতে দাও

জানতে চাই, জানাতে চাই।

শুভ্র৯৫রকস

ওয়েট করেন।

শুভ্র৯৫রকস › বিস্তারিত পোস্টঃ

দোস্ত তুই চিন্তা করিস না।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

◊ হ্যালো ! কিরে কই তুই ?

♦ হাসপাতালে।

◊ হাসপাতালে কেন?

♦ আরে বলিস না শোয়াইব একসিডেন্ট করছে।



◊ কখন কি ভাবে?

♦ আজ কলেজ থেকে ফেরার পথে বাস এসে ধাক্কা দেয়, পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

◊ এখন কি অবস্থা ওর।

♦ বেশি ভালো না। প্রচুর রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ A-, ডাক্তার বলেছে ৮ ঘন্টার মধ্যে প্রায় ৬ ব্যাগ রক্ত লাগবে তা না হলে…কিন্তু আমাদের কারো সাথে শোয়াইবের রক্তের গ্রুপ মিল নাই, এখন কি করি…



◊ দোস্ত তুই চিন্তা করিস না। এখন বল্- কোন হসপিটালে, কেবিন/ওয়ার্ড আর কত তলায় আছে ?

২ ঘন্টা পর..……



♦ হ্যালো কিরে কই তুই।

◊ এইতো বাসায়। শোয়াইবের কি খবর?

♦ রক্ত যোগার হয়ে গেছে, বুঝলাম না কোথায় থেকে যেন ৬ জন লোক কল করে বললো ওনারা রক্ত দিবে এবং রক্ত দিয়ে গেছে।



◊ আমিতো আগেই বলেছি চিন্তা করিস না।

♦ তার মানে তুই যোগার করসোস। কিভাবে?



◊ শোন ফেসবুকে একটি পেজ "Donate Blood, Save Life"(রক্ত দিন, জীবন বাঁচান) আছে ওই পেজের এডমিন কে বললে তিনি ফেসবুকে পোষ্ট করে দেয় আর ফেসবুকের বন্ধুরা গিয়ে রক্ত দিয়ে আসে।

♦ ধন্যবাদ ওই পেজটিকে। তা না হলে আজ শোয়াইব কে হারাতে হত। আমি আজই ওই পেজটি লাইক দিব, লিংক টা দে দোস্ত।



◊ এই যে লিংক->"Donate Blood, Save Life"(রক্ত দিন, জীবন বাঁচান)

♦ ওকে সময় করে হাসপাতালে আসিস। রাখি ভাল থাকিস।

◊ ওকে



আপনার বন্ধু/স্বজনদের বিপদের দিনের কথা চিন্তা করে এই পেজটিকে লাইক করুন এবং স্বেচ্ছায় রক্ত-দিন।

ফেবু থেকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.