নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যেখানে অর্থহীন

শূভ্র আকাশ

[email protected]

শূভ্র আকাশ › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক কিছু ফেসবুক স্ট্যাটাস

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:১৭

ডেস্টিনি ও শিবির কর্মীদের মধ্যে অদ্ভুত এক ধরনের সাদৃশ্য রয়েছে। আমার পরম সৌভাগ্য যে খুব কাছ থেকে এই দুটি দলকে দেখার সুযোগ হয়েছে । একটি বাটপারি ( আর্থিক ), অপরটি রাজনৈতিক ( ধর্ম) প্রতিষ্ঠান। এই দু দলের সৈনিকরাই মনে করে তারা যা করে, তা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম, শুদ্ধতম, পবিত্রতম কাজ । বাদ বাকি পৃথিবীর ৭০০ কোটি মানুষ ভ্রান্তির মধ্যে আছে। প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে , সকল মানুষ কে হেদায়েত দান করুক এই দুই দলে যোগদান করার জন্য। আমিন।



অন্যর হোঁচট খাওয়া দেখে পুলক বোধ করা কিছু মানুষের মজ্জাগত স্বভাব। দুরের মানুষ গুলো যে এরকম করে তা নয়, আমরা যাদের কাছের মানুষ হিসাবে মনে করি তারাই এই কাজ বেশি করে।



আমি আমার এই ক্ষুদ্র জীবনে যখনি নিজে কিছু একটা করতে গেছি তখনি বিভিন্ন চিন্তা মাথায় আসছে , বিষয়টা পরিবারের সদস্যরা কিভাবে গ্রহণ করবে , আত্মীয়স্বজন কি ভাববে সমাজ কি প্রতিক্রিয়া দেখাবে । এই গুলা ভাবতে গিয়া নিজের অস্তিত্ব এখন সংকটের মুখে।



একটা মানুষ কতটুকু ভাল বা খারাপ সেটা তার ধর্ম পালন দিয়ে বিচার করা যায় না । সে ধর্ম পালন করে, কি করে না , সৃষ্টিকর্তায় বিশ্বাসী নাকি অবিশ্বাসী , আওয়ামীলীগ নাকি বিএনপি তা মুখ্য বিষয় নয়।



আমি দেখি ভিন্ন ভাবে। অর্থ ও ক্ষমতা থাকা সত্ত্বেও একজন মানুষ কিরূপ আচরণ করে সেটাই মুখ্য বিষয় ।

তবে আমার আশে পাশে এমন কিছু মানুষ দেখেছি যারা ক্ষমতার দম্ভে- অর্থের প্রভাবে বিবর্তনের ধারায় মানুষ থেকে শুয়োরের বাচ্চায় পরিণত হয়েছে। মানুষের ঘরে জন্ম নিলেও এরা এখন আর মানুষ নেই, এক একটা খাটি শূয়র। তাদের আচরণ দেখলেই তা স্পষ্ট হয়ে উঠে। আমার হাঁসি পায়, যখন তাদেরকে নীতি বাক্য আওড়াতে দেখি অথবা ধর্ম প্রচারক হিসাবে যখন তারা নিজেদেরকে এক্সপোজ করে। এই সমস্ত শুয়োরদের পাছায় পেট্রল ঢাইল্যা আগুন ধরায়া দেয়া উচিত।









মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২০

তামজীদ বলেছেন: কঠিন পর্যবেক্ষন! ভাল লাগা রেখে গেলাম। কথা গুলো তিতা, কিন্তু সত্য বটে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.