![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই বলেন যে পার্শ্ববর্তী দেশ ভারতেও কোটা আছে,আমাদের
এখানে থাকলে দোষ কি? কিন্তু তারা হয়ত জানেন না বা জানলেও
এরিয়ে যান ভারতের কোটা সিস্টেমের চমৎকার কিছু দিক। বাংলাদেশ আর
ভারতের কোটা সিস্টেমের পার্থক্যটা তারা বলতে চান না ।তাই আসুন
জেনে নিই কি কারনে ভারতের কোটা সিস্তেমকে চমৎকার বললাম --
যে জনগোষ্ঠী ভারতে কোনও কোঁটার আওতায় পরবে তাদের জন্য
অবশ্যই পালনিয় কিছু শর্ত রয়েছেঃ ১, কোনও পরিবার মাত্র একবারই
কোটা ব্যবহার করতে পারবে অর্থাৎ কোনও পরিবারে একাধিক ভাই বোন
থাকলে তাদের একজন কোটায় কোনও সরকারী চাকরি পেলে ওই পরিবারের
বাকি সদস্য কোনদিনই আর কোটা পাবে না। ২, কোনও
পরিবারে ডাক্তার, প্রকৌশলী, সরকারি চাকরি জীবী থাকলে ওই পরিবার
কোটা পাবে না। ৩, যিনি কোঁটার জন্য আবেদন করতে চান তাকে শুধু ওই
কোঁটার জন্যই বিবেচনা করা হবে , কোটায় চাকরি না পেলে ওই
ব্যক্তি ওই নিয়োগ পরীক্ষায় আর সাধারন কোঁটার জন্য বিবেচিত হবেন
না। ৪, একবার কেউ কোটায় চাকরি পেলে আর কোনও সরকারি পরীক্ষায়
তিনি ওই কোটায় আবেদন করতে পারবেন না অর্থাৎ এরপর তাকে সবসময়
শুধুমাত্র সাধারন মেধা কোটায় আবেদন করতে হবে।৫, প্রতি দুই বছর পর
পর স্থায়ী কমিশনের মাধ্যমে বাস্তব অবস্থার প্রেক্ষিতে(পিছি
য়ে পরা জনগোষ্ঠী কততা এগিয়েছে বা পিছিয়েছ বা নতুন কোনও
জনগোষ্ঠী কোটা সুবিধার আওতায় আসবে কিনা বা বর্তমান কোনও
জনগোষ্ঠীকে বাদ দিতে হবে কিনা) কোটা পুনরবিন্যাস করা হয়।
Akbar Hossain
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????
সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে???????????????????????????????
এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন???????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে।