নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যেখানে অর্থহীন

শূভ্র আকাশ

[email protected]

শূভ্র আকাশ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে রেড এলার্ট জারি করা হয়েছ

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে রেড

এলার্ট জারি করা হয়েছে। ছাত্রলীগের কিছু

কর্মী পাহাড়া বসিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরের মোড়গুলোতে। পুলিশ দিয়ে বেরিকেড দেওয়া হয়েছে, নীলক্ষেতের মোড়, কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে, টিএসসি,

শহীদ মিনার, দোয়েল চত্বর, পাবলিক লাইব্রেরির

সামনের সব জায়গায়। এইমাত্র খবর পেলাম,

মহসিন হল থেকে ২৩ জন শিক্ষার্থীকে পিটিয়ে বের

করে দেওয়া হয়েছে এবং কয়েকজনের ফেসবুক

একাউন্ট ডিএক্টিভেট করে বের করা হয়েছে।

শাহবাগে যোগদানের সময় পুলিশ সেন্ট্রাল

লাইব্রেরির সামনে থেকে চারজনকে গ্রেপ্তার

করেছে। ছাত্রলীগ এবং পুলিশের এ

যুদ্ধোংদেহী অবস্থা দিয়ে শাহবাগে আমাদের

জমায়েতকে স্তব্ধ করতে চাইছে।

বন্ধুগণ, আপনারাই বলুন এখন

আমরা কি করতে পারি!!!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

শেরশাহ০০৭ বলেছেন: হোয়াইট ওয়াস হইয়া ও হুস হৈল না X(( X((

২| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

আহলান বলেছেন: বেশী বেশি করে ণৌকায় ভোট দিন

৩| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭

হায়রে দুনিয়া বলেছেন: তো কি করবে?
জামাতের কাছে মাথা নত করবে ??

৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫

নেকা বলেছেন: সারা দেশের সব স্টুডেন্টদের একত্রিত করেন, দরকার হলে আন্দলনের কেন্দ্র পাল্টান-বুয়েট কেন্দীক আন্দলন করা যেতে পারে।

আশা করি আপনাদের কষ্ট সফল হবে।

৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

পথহারা সৈকত বলেছেন: আহলান বলেছেন: বেশী বেশি করে ণৌকায় ভোট দিন B-) B-) :D :D :D :D

৬| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০০

মেশকাত মাহমুদ বলেছেন: সরকার এবং ছাত্রলীগ এ আন্দোলন দানা বাধতে দিবেনা।।এ জন্য তারা যেকোন এক্সটেন্ড অবধি যেতে পারে।এমনকি হত্যাকান্ডও চালাতে পারে।।যদিও ছাত্রলীগের অনেকেই মন থেকে এ আন্দোলন সাপোর্ট করে।।

৭| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

উৎস১৯৮৯ বলেছেন: পথহারা সৈকত বলেছেন: আহলান বলেছেন: বেশী বেশি করে ণৌকায় ভোট দিন B-) B-)

৮| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২১

জাহি বলেছেন: আহলান বলেছেন: বেশী বেশি করে ণৌকায় ভোট দিন ;) =p~

৯| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬

শিবলী১২৩ বলেছেন: ব্যালটই শেষ ভরসা ভাই :(

১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫

দুরন্ত-পথিক বলেছেন: যত নির্যাতন তত ই আন্দোলন বেগবান হবে।এক্টু ধৈর্য ধরে সহ্য করতে হবে এইসব ।তারপর আমাদের দাবী আদায় হবে ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.