নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যেখানে অর্থহীন

শূভ্র আকাশ

[email protected]

শূভ্র আকাশ › বিস্তারিত পোস্টঃ

যে কৌটা বাতিল করবে তারে ভোট দিব

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

আমি কাগজ দিয়ে প্লেন বানালাম। শুনি, লোকে তাকে আজকাল ভাস্কর্য

বলে!! আমি ভাস্কর্য বানালাম?

তো পটভূমিটা হলো চারুকলার সামনে কাগজ

দিয়ে পাখি বানানো হয়েছিলো। অতিউত্সাহীরা তাতে আগুণ দেয়। আমার

কোটাবিরোধী আন্দোলনের বিরোধীতা করতেই হবে! তাই কাগজের

পাখিটা মুহূর্তেই ভাস্কর্য হয়ে গেলো!!

আর কতিপয় ব্লগার স্লোগান শুনলেন নাকি "মুক্তিযোদ্ধার, , ," লেখার

রুচি নেই। অপপ্রচার করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের এতো নিচে নামানো?

নষ্টবীর্যের সন্তান কোথাকার। মোবাইল,রেকর্ডারের যুগে বেডরুমের

কথাবার্তা চলে আসে আর তিনটে পাবলিক ভার্সিটির মোহনায়

দাঁড়িয়ে এই স্লোগানগুলো দেয়ার সাহস কেউ পেলো, আর সেটার কোন

রেকর্ড থাকলো না? যারা এই স্লোগান শুনেছে বলছে তারা রাজাকারের

বাচ্চা। এতোবড় কথা বললো আর তুই ব্যাটা বিচিছাড়া একটু প্রতিবাদ

করলিনা, রেকর্ড করলিনা। মানে তুই মিথ্যে ছড়াচ্ছিস। এতো জঘন্য

মিথ্যে ছড়াবি? মুক্তিযোদ্ধাদের অপমান করবি মিথ্যে বলতে গিয়ে?

তাই সবকটা নব্য রাজাকারের বাচ্চাকে রিমুভ দিবো।

শাহবাগ ঘিরে যেসব পেজ গড়ে উঠেছিলো এখন তাদের মুখোশ উন্মোচন

হয়। তারা যুদ্ধাপরাধের বিচার চায় না, আওয়ামী লীগের হয়ে কাজ

করা পেইড এজেন্ট মাত্র। নাহয় তারা শেখ হাসিনার দুই নেতার জামাতির

সাথে বৈঠকে প্রতিবাদ করেনা, অহেতুক নিরীহ শিক্ষার্থীদের শিবির

আখ্যা দিলো।

সত্যি বলছি এসব তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মে পেচ্ছাব করিনা, দরকার

নেই আমাদের দলকানা এসব বায়াসড তরুণ দল। যারা মৌলিক কিছু

ভাবতে পারেনা আর কারও কথা শুনে স্রোতের সাথে লাফায়। জিজ্ঞেস

করলাম কয়েকজনকে ঐ স্লোগান শুনেছিস? কোন ভিডিও ক্লিপ?

আমতা আমতা করে এড়িয়ে গেলো, অমুক ভাইয়া বলেছে, তমুক বলেছে।

২-৪টা সেলিব্রিটির স্ট্যাটাস থেকে কাট সাট করে একটা স্ট্যাটাস

মেরে দিলুম হয়ে গেলো। কোটা পদ্ধতির দীর্ঘমেয়াদী প্রভাব বোঝার

চেষ্টা আছে নাকি? স্ট্যাটাস দিতে হবে দিয়ে নেই, এইতো!

জানেন? নিরীহ ছেলেগুলোর বিরুদ্ধে পুলিশের মামলা হয়েছে।

এদেশে ৫৫দিন ধর্ষণের কোন মামলা নেই, ৫হাজার

কোটি টাকা হাতিয়ে নেয়ার মামলা নেই। মৌলিক অধিকার

নিয়ে কথা বলার মামলা আছে!

পাবলিক জবাব দিবে সময়মত!

অনির্ণেয় অন্তরক

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সরকার কি শুধু মাত্র এই কোঠা এর মাদ্ধমেই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে???
আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে কি তবে মুক্তিযোদ্ধার সন্তান না????
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেন
মুক্তিযোদ্ধাদের সম্মান আরও নানা ভাবে করা যায়, তাদের সন্তানদেরও আরও নানা ভাবে সিক্ষার জন্য সাহায্য করা যাবে।
প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবার কে একটি করে ফ্লাট বাসা দেওয়া হোক, তাদের প্রতিমাসে ১০০০০ টাকা করে দেওয়া হোক, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা খরচ দেওয়া হোক, তাদের টিউশন ফীস মউকুফ করা হোক...
আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তাই বলে বিসিএস এর মতো জায়গায় কেন এতো বিশাল পরিমানে তাদের জন্য কোটা এর বাবস্থা???
এই কোটা প্রথা বাতিলের দাবী এর মানে কিন্তু এই না যে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে না। এর মানে হচ্ছে তাদের এই অন্যায় সুবিধা প্রথা বন্ধ করতে হবে।

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এমনিতেই কিন্তু সরকার কম সুযোগ সুবিধা দেয় নাই।
ভালো ভালো স্কুল কলেজে কিন্তু তাদের জন্য আলাদা ভাবে কোটা এর ব্যাবস্থায় তাদের ভর্তি করা হয়, সেখানে তারা আলাদা সুবিধা পেল, মানলাম এটা।
এরপর যখন বিশ্ববিদ্যালয় এ ভর্তির সময় এলো, তখনও তাদের জন্য কোটা এর বাবস্থা।

মুক্তিযোদ্ধাদের সম্মান শুধু এই কোঠা দিয়েই হয় না। আশা করি বুঝতে পারেছেন।
মুক্তিযোদ্ধাদের সন্তানের এই কোঠা এমন আকার ধারন করেছে যে কিছু দিন পর হয় জাতীয় বিভিন্ন খেলা-ধুলা প্রতিযোগিতায় এমন হবে যে প্রথম স্থান রাখা হবে তাদের জন্য, আর বাকি ১ম আর ২য় স্থানের আমাদের প্রতিযোগিতা করতে হবে। :p :p





আমেরিকার কোঠা নিয়ে আব্রাহাম লিংকনের একটি ঘটনা বলি...

একবার আব্রাহাম লিংকনের কাছে এক ভদ্রলোক এসে বীরদর্পে বললেন-
-- আমার ছেলেকে রাষ্ট্রীয় উচ্চপদস্থ চাকুরি দিন...
-- আব্রাহাম লিংকন: কেন ?
-- ভদ্রলোক: আমার ছেলে চাকরি পাওয়ার যোগ্য তাই।
... -- আব্রাহাম লিংকন: কিসেরযোগ্যতা আছে আপনার ছেলের?
-- ভদ্রলোক: আমার বাবা (ছেলের দাদা) আমেরিকার জন্যস্বাধীনতা যুদ্ধ করেছেন;
আমরা আমেরিকার মুক্তিযোদ্ধা পরিবারের বংশধর-তাই দেশ সেবার সেরা
চাকরি আমাদের দেয়া উচিৎ.....!
-- আব্রাহাম লিংকন: ওকে থাঙ্কস; আপনাদের পরিবার দেশের জন্য অনেক করেছে; এবার সাধারণ মানুষকে দেশের জন্য কাজ করতে দিন।

___________________________________________________
এই লিঙ্ক থেকে বিস্তারিত পড়ে আসতে পারেন।
____________________________________________________
অথবা এই লিঙ্ক এ বিস্তারিত...
___________________________________________________

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫০

আশফাক সুমন বলেছেন: ++++++
AGreed

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.