নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'আবার কবে হবে বোধের বাজারদর কাঙ্খিত সীমানায়\'\' সেই হিসেব কষতে থাকা একজন বোহেমিয়ান।

শুভ্রনীল শুভ্রা

আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমারি তিয়াসী বাসনায়।

শুভ্রনীল শুভ্রা › বিস্তারিত পোস্টঃ

\'পুরুষ মানুষ কেন কাঁদবে\' বহুল প্রচলিত একটি বাক্য

২০ শে নভেম্বর, ২০২০ রাত ২:২৪



'পুরুষ' মানে মেয়েদের প্রথম হিরো ও শক্তিশালী প্রেরণাদাতা বাবা, খুঁনসুটি আর সারাক্ষণ জ্বালিয়েও দিনশেষে বিপদে ভরসা হয়ে থাকা ভাই, সুখে -দুঃখে পাশে থাকা বন্ধু, পরম নির্ভরতায় হাতে হাত রেখে একসাথে পথচলা জীবন-সঙ্গী। এসব মানুষগুলোই কিন্তু আমাকে, আমাদেরকে সামনে এগিয়ে দেয় সাহস জুগিয়ে, অভয় দিয়ে। আমরা মেয়েরা হয়তো খুব সহজে নিজেদের মনের কষ্ট সবার সামনে এক্সপোজ করতে পারি। কিন্তু একটা ছেলে সবার সামনে কাঁদতে পারেনা। তাহলে মানুষ তার 'পৌরুষত্ব' নিয়ে কথা তুলবে। এমনকি আমারো যে এমন মেন্টালিটি ছিলোনা তা নয়। কিন্তু সময়ের সাথে উপলব্ধি করতে পেরেছি যে আবেগ তো সব মানুষেই থাকে। তা হোক পুরুষ কিংবা নারী। আমার মনে হয়, কান্না পেলে কাঁদতে হবে। মন খুলে কাঁদতে হবে তাতে বরং রিল্যাক্সড লাগবে। সাইকোলোজিস্টরাও কিন্তু কেঁদে মন হালকা করতে বলেন। 'পুরুষ মানুষ কেন কাঁদবে' এই ধারণা বদলের সময় এসেছে। যখন-তখন সবার সামনে কান্নাকাটি করা মেয়ে-ছেলে যে কারো জন্যই হয়তো খুব একটা শোভনীয় নয়। কিন্তু একান্তে একজন মানুষ (নারী অথবা পুরুষ) তার কাছের মানুষদের সামনে যেন মন খুলে কাঁদতে পারে, অবলীলায় সব দুর্বলতা শেয়ার করতে পারে সেই সুযোগটা তৈরী হওয়া উচিত।

আমার পরিচিত একজন জার্মান মহিলার সাথে একদিন বেশ লম্বা সময় ধরে গল্প করছিলাম। ওদের আর আমাদের কালচার, সামাজিক রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ, নারী-পুরুষের বৈষম্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ চলছিল। কথায় কথায়, পুরুষের কান্নার প্রসঙ্গ এলো। ভদ্র মহিলার তিন সন্তান। হঠাৎ ই লক্ষ্য করলেন যে তার নয় /দশ (সঠিক বয়স মনে করতে পারছিনা) বছর বয়সী ছেলের কোনো এক কারণে খুব কান্না পেয়েছে কিন্তু সে শক্ত হয়ে আছে। ভদ্র মহিলা তার ছেলেকে বারবার বুঝানোর চেষ্টা করছিলেন, ''কাঁদতে ইচ্ছে হলে তুমি কাঁদবে। অবশ্যই কাঁদবে।'' তিনি বারবার ফোকাস করছিলেন যে তার ছেলে সন্তানটি যেন 'ছেলে মানুষ' হবার দায়ে সব কষ্ট একা চেপে রেখে মানসিক অবসাদে না ভুগে সে ব্যাপারে মা হিসেবে তিনি খুব সচেতন। সুস্থ প্যারেন্টিং এর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে আমার কাছে। প্রতিটি পুরুষ মানুষ সুস্থ মানসিকতা নিয়ে বেড়ে উঠুক, সামনে এগিয়ে চলুক এমনটাই প্রত্যাশা। সেইসাথে আরো চাইবো, সকল পুরুষ ই যেন 'মানবিক মানুষ' হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে।

সবাইকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা।

ছবি সূত্র: গুগল

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যক্তিগতভাবে পুরুষের কান্নাকে আমি কখনোই নেগেটিভলি দেখিনি। বাবা গত হয়ে যাওয়ার পর, বাবার কথা মনে করে কখনো বিছানায়, কখনো নামাজে বসে অনেক কেঁদেছি। আপনাকেও আর্ন্তজাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা।

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪১

শুভ্রনীল শুভ্রা বলেছেন: এটাই স্বাভাবিক। বাবার জন্য আপনার বোনের যেমন দুঃখবোধ কাজ করবে ঠিক তেমনি আপনারও করবে।
অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২০ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কোন দিবস টিবস গুরুত্বপূর্ণ নয়।
মানুষ মাত্রই আবেগ আছে।
আবেগকে মূল্যায়ণ করতে হবে।

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

শুভ্রনীল শুভ্রা বলেছেন: দিবস নিয়ে দু'রকমের মন্তব্য আছে। কেউ বলেন একটা দিন একটু স্পেশাল করে ভাবলে ক্ষতি কী! আবার কেউবা চান যা কিছু সুন্দর, ইতিবাচক তাতো প্রতিটি দিনের জন্যই। বিশেষ দিবসের দরকার কী!

হ্যাঁ, সবার আবেগের মন্তব্যের মূল্যায়ন করা উচিত। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: শুভ্রনীল শুভ্রা,



নারী দিবস নিয়ে ব্লগে যে হৈচৈ দেখা যায় তার বিপরীতে পুরুষ দিবস নিয়ে করা আপনার এই একটি পোস্টই শত পোস্টের অভাবটাকে দুরে সরিয়ে দিতে পেরেছে। ধন্যবাদ।

পুরুষ দিবসে আপনার এমন লেখায় আবেগ যেমন আছে তেমনি আছে একটি জোরালো বার্তাও।
" মানবিক মানুষ" হওয়ার বার্তা।

আর্ন্তজাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা আপনাকেও।

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৬

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপনি যেকোনো লিখা পড়ে এত সুন্দর বিশ্লেষণধর্মী মন্তব্য করে যে আমি আপ্লুত হয়ে যাই। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ব্লগার।

৪| ২০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪১

কবিতা পড়ার প্রহর বলেছেন: মেয়েদের উপরও যেমন চাপিয়ে দেওয়া বোঝা আছে ছেলেদের উপরও আছে। বরং বোঝাটা একটু বেশিই আছে।

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫২

শুভ্রনীল শুভ্রা বলেছেন: এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সংসারের দায়ভার টা একচেটিয়া এখনো ছেলেদের উপর।বেশিরভাগ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে একজন ছেলে মানুষকে পড়াশোনা করে নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হয়ে নিজের খরচে বিয়ে করতে হয়। আবার দেখা যায়, একই পরিবারের মেয়ে সন্তানটিকে পড়াশোনা করানো, বিবাহ উপযুক্ত হলে বিয়ের ব্যবস্থা এসবের দায়িত্ব তার পরিবার নিয়ে থাকেন। এসবের অবশ্য সামাজিক, শারীরিক, মনস্তাত্বিক ইত্যাদি অনেক কারণও আছে।

আর মেয়েদের উপর চাপানো বোঝা নিয়ে তো নতুন করে বলবার কিছু নেই। গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ২০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




পুরুষ হবে পুরুষের মতো। এটাই পুরুষেরে কাছে একমাত্র চা্ওয়া।

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

শুভ্রনীল শুভ্রা বলেছেন: নারী -পুরুষ একটি বাগানের সুন্দর দুটি ফুল। কেউ কারো চেয়ে কম অথবা বেশি সুন্দর না। আবার গুরুত্ব কম-বেশি নয়। বাগানটাকে বৈচিত্র্যময় করতে দুটোর ই দরকার আছে। দুটো ফুল ই তার স্ব-মহিমায় স্বকীয়তা বজায় রেখে সৌন্দর্য্য বিলিয়ে যাবে সেটাই কাম্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন। সুস্থ থাকুন শ্রদ্ধেয় ব্লগার।

৬| ২০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পুরুষ একজন মানুষ।তার মানবিক গুনাবলী থাকা দরকার।

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

শুভ্রনীল শুভ্রা বলেছেন: খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: সত্যিকারের পুরুষ আমাদের সমাজে নেই বললেই চলে।

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

শুভ্রনীল শুভ্রা বলেছেন: কঠিন ভাবনার বিষয়! মন্ত্যবের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০২

নেওয়াজ আলি বলেছেন: পুরুষ কারণে অকারণে কাঁদে। বিয়ে করলে মরে :D

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

শুভ্রনীল শুভ্রা বলেছেন: এই তথ্য জানা ছিলোনা! মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯| ২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: নারী, পুরুষ উভয়েরই উপযুক্ত পরিস্থিতিতে কান্না আসলে সেটা নিয়ে বিব্রত না হয়ে নিজের আবেগকে অনুসরণ করা উচিত। কান্নার যেমন ভালো কিছু দিক আছে তেমনি সঠিক সময়ে হাসাও উচিত। কারণ হাসিও শরীর ও মনের জন্য উপকারী। হাসি ও কান্না দুইটি বিপরীতমুখী অনুভুতি কিন্তু নারী ও পুরুষ নির্বিশেষে দুইটার ক্ষেত্রেই অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করা উচিত না। আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করা দোষের কিছু না। নারী ও পুরুষ উভয়েরই এই আবেগ আছে। তাই সমাজে প্রচলিত ভুল ধারণা যে ' পুরুষ কেন কাঁদবে?' এটার পরিবর্তন হওয়া উচিত। আপনার লেখার সাথে একমত।

২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫০

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আমার সব কথাই আপনি বলে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.