নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এঁসোঁ এঁসোঁ আঁমাঁরঁ ব্লঁগেঁ এঁসোঁ, আঁমাঁরঁ ব্লঁগেঁ... :D :D

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ....

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ তোঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ আঁরঁ নঁতুঁনঁ কঁরেঁ কিঁছুঁইঁ দেঁখাঁরঁ নাঁইঁ... এঁখঁনঁ শুঁধুঁইঁ বঁলেঁইঁ যাঁবোঁ...

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ › বিস্তারিত পোস্টঃ

আঁমিঁ জাঁনতাঁম আঁপনিঁ অঁবশ্যঁই আঁসবেঁন আঁমাঁর ব্লঁগেঁ... :D

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

আঁহা কঁতদিন পঁর কঁথা বঁলার সুঁযোগ পেঁলাম মাঁনুষের জঁগতে । ব্লঁগের ডাঁন, বাঁম, উঁপর-নিঁচ সঁব দিঁকই ভাঁলো লেঁগে গেঁছে। শ্যাঁওড়া গাঁছের পঁর নঁতুন জাঁয়গায় বঁসত গঁড়লাম। আঁহ ! কিঁ শাঁন্তি !





আঁপনি যঁখন আঁমার ২য় ঠিঁকানায় এঁসেই পঁরেছেন, তাঁই আঁপনার জঁন্য এঁকটা রিঁয়েল জোঁকস বঁলি । এই তো মাত্র দুই দিঁন আঁগের কঁথা। খ্রিঁস্টের জঁন্মের ১৫০০ বঁছর আঁগে তুঁতেনখামেন নাঁমের এঁক বাঁলক রাঁজা ছিঁল। এঁকদিন আঁমার বাঁসার নিঁচে এঁসে তাঁর খুঁব ইঁচ্ছা হঁলো, শ্যাঁওড়া গাঁছে উঁঠবে। তাঁও আঁবার আঁমি যেঁ গাঁছে থাঁকি ঠিঁক সেঁ গাঁছেই নাঁকি উঁঠবে ! মেঁজাজটা তোঁ খুঁব খাঁরাপ হঁয়ে গেঁলো। রাঁজা বঁলে কঁথা, তাঁই এঁতোটুকু বেঁয়াদবি মেঁনে নিঁলাম। ১৫ মিঁনিট গাঁছের উঁপর ছিঁল, কিঁচ্ছু বঁলি নাঁই। কিঁন্তু নাঁমার সঁময় আঁমি যেঁ ডাঁলটায় সাঁধারণত পাঁ ঝুঁলিয়ে বঁসে থাঁকি, সেঁ ডাঁলটা মঁট কঁরে ভেঁঙ্গে নিঁয়ে চঁলে গেঁলো ?! আঁমার মেঁজাজ তঁখন এঁতোই খাঁরাপ হঁয়ে গেঁলো যেঁ তাঁর সাঁমনে আঁর চুঁপ কঁরে থাঁকলাম নাঁ, বিঁশাল আঁকার ধাঁরন কঁরে চোঁখ ইঁয়া বঁড় কঁরে দেঁখা দিঁলাম। তাঁই দেঁখে.... হাঁ ! হাঁ ! হাঁ !... দাঁত কঁপাটি লেঁগে রাঁজা সেঁই যেঁ ভিঁমড়ি খেঁলো, এঁরপর আঁর নাঁকি চোঁখ মেঁলে তাঁকায় নাঁই। অঁক্কা পেঁয়ে গেঁলো পিঁচ্চি রাঁজা ! হেঁ হেঁ হেঁ !





মঁডারেটররা নাঁকি আঁমার উঁপর ৭ দিঁন নঁজর রাঁখছে। হেঁ হেঁ হেঁ ! চিঁন্তা কঁরতেছি, তাঁরা আঁসলে কিঁ দেঁখতেছে?? আঁমি যঁদি সঁত্য সঁত্যই দেঁখা দেঁই, তাঁহলে কিঁ হঁবে তাঁই ভেঁবেই ব্যাঁপক হাঁসি পাঁচ্ছে... হেঁ হেঁ হেঁ !

মন্তব্য ১৩৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৩৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

নস্টালজিক বলেছেন: কঠিন অবস্থা! /:)

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁরে এঁতো দ্রুঁত আঁমার বাঁসার ঠিঁকানা কেঁউ পেঁয়ে যাঁবে ভাঁবতেও পাঁরি নাঁই । :(

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

আমিনুর রহমান বলেছেন: এমওডিইউ জিএইচইউএমএওয়াই।

এইচএপিআই বিএলওজিআইএনজি ......

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: মঁডু তোঁ ঘুঁমাবেই, তাঁকানোর সাঁহস থাঁকলে তোঁ ! :D

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

দেবদাস. বলেছেন: /:) /:) এতুগুলো চন্দ্রবিন্দু আগে দেখি নাই , ব্লগিং এ স্বাগতম ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁমিও নাঁ ! :( কাঁরন এঁতোদিন শুঁধু বঁলেই গেঁছি...... এঁই প্রঁথম লিঁখলাম !

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

টেকনিসিয়ান বলেছেন: হেঁ হেঁ হেঁ ! সঁত্য সঁত্যই এঁতো দ্রুঁত রাঁস্তা-ঘাঁটে রঁঙ্গিন পাঁনি ওঁ তঁরল গ্যাঁস এঁড়িয়ে আঁপনার বাঁসায় ঢুঁ মাঁরতে পাঁরব তাঁ কঁল্পনা কঁরতেই গাঁ ছঁম ছঁম কঁরে ওঁঠল।

আঁমার দঁরজায় ওঁ কঁড়া নাঁড়ার জঁন্য ধঁন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁরে ! আঁপনিও তোঁ দেঁখি ভুঁতীয় ভাঁষায় IGLTS কঁরে এঁসেছেন । স্কোঁর কঁত ছিঁলো?? :D

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

ব্যানার বলেছেন: আহা মধু মধু। :-B

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: শ্যাঁওড়া তঁলে মঁধু !! অ্যাঁ B:-) /:)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

শায়মা বলেছেন: ভয়ে ভয়ে আসলাম!:(

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভূঁত দেঁখে কেঁউ কঁরিসনে ভঁয়.... :) এঁরপরেও ভঁয় পেঁয়ে থাঁকলে প্রঁতিদিন রাঁত দুঁইটার সঁময় এঁকা ঘঁরে লাঁইট বঁন্ধ কঁরে আঁগরবাতি জ্বাঁলিয়ে হাঁটু মুঁড়ে বঁসে পিঁয়াজ কাঁটতে বঁসবেন। দেঁখবেন কাঁজ হঁয়ে গেঁছে.... :||

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

রাইসুল নয়ন বলেছেন: সম্মানিত ভূত সাহেব !!
আমার বাড়ি গেলেন তাই খোঁজ নিতে আসলাম, এসে দেখি তুলকালাম !!!
শেওড়া গাছের গোঁড়ায় পরম শ্রদ্ধেয় রানা ভাই !!
তবুও স্বাগতম বলার সাহস পাইনা !!
দেখা গেলো মনে মনে হাসছেন আর বলছেন আরে ব্যাটা এইটা তো "মালটি" রিয়াল নিকের বয়স তিন বছরের বেশী ।।

হা হা হা হা---------মজা করলাম ভ্রাতা, ভালো থাকুন কারণে অকারণে ।।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁরেএএএ ভুঁতের বাঁড়িতে এঁসে দেঁখি মঁজা কঁরে । /:) ভূঁত জাঁতির জঁন্য এ এঁক কঁলঙ্কজনক দিঁন ! :-& :P

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: /:) /:) :(

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: এঁলিয়েনননননন !!!!!!!!!!!!!!!!

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি কিন্তু ভূতকেও ছাড়ি না :-* 8-|

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: স্পেঁসশীপ বাঁদ দিঁয়া কঁদম ফুঁল নিঁয়া ভুঁতকে আঁক্রমণ ! :| ভুঁতানুপিডিয়ায় এ ধঁরনের কাঁহিনীও পাঁওয়া যাঁবে নাঁ। তঁবে ছোঁটকালে দাঁদু আঁমারে এঁইরকম গঁল্প বঁলতো... আঁহা! দাঁদুর কঁথা মঁনে পঁড়ে যাঁচ্ছে :( :(

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

কান্টি টুটুল বলেছেন:

ফুঁ.......।
যান সাত দিন লাগবোনা ফুঁ দিয়া দিসি :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ৭ দিঁনের মঁধ্যে নাঁ কঁরলে পুঁরা মঁডারেশন বোঁর্ডরেই বুঁড়িগঙ্গায় পাঁনিতে গোঁছল কঁরায়ে আঁনবো ।

আঁমার ভাঁর্চুয়াল গাঁছের তঁলায় আঁসার জঁন্য ভৌঁতিক শুঁভেচ্ছা আঁপনাকে ! :)

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চঁরম লাঁগল পঁড়ে। কেঁমন আঁছেন?

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: Not only মূঁর্খ, but also গঁণ্ডমূর্খ ! B-)



শ্যাঁওড়া গাঁছের তঁলায় স্বাঁগতম ! :)

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

সর্বহারা:৭১ বলেছেন: ভালো হয়েছে।এমন লেখা কখনো পড়ি নাই।শুভ কামনা।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভৌঁতিক জোঁকস, তাঁও আঁবার স্বঁয়ং ভূঁতের হাঁতে লেঁখা ! পুঁরা ব্লঁগে মাঁস্টারপিস...... :-B ;)

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পুঁরাঁইঁ চঁখাঁম ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: উঁপরের পাঁটির এঁকটা দাঁত এঁইমাত্র নঁতুন গঁজাইছে আঁপনার গ্লি-প্লি টাঁইপের নিঁক পঁড়তে গিঁয়ে, আঁসলেই আঁপনি নিঁজেও চঁখাম নং ০০২ ! :D

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

জুন বলেছেন: তাঁ শ্যাঁওড়া গাঁছের পুঁরোটাঁই ভাঁড়া নিঁয়েছিলেঁন, নাঁকি একঁটা ডাঁল ??
আঁমি তোঁ জাঁনি একঁটা আঁস্ত শ্যাঁওড়া গাঁছের অনেঁক ভাঁড়া :(

আঁর আঁপনাঁকে কেঁন জাঁনি নঁব্য ভুঁত বঁলে মঁনে হঁচ্ছে নাঁ ভুঁত ভাঁই :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: তাঁই নাঁকি? /:) ইঁয়ে মাঁনে আঁপনিও কিঁ শ্যাঁওড়া গাঁছের বাঁসিন্দা? কঁত নাঁম্বার ডাঁলে থাঁকেন এঁখন ?! ;) B-))

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

বলশেভিক বলেছেন: পেতনি বেশি বাড়বেন না।গোস্ট হান্টার্স বাংলাদেশ শাখার লোকজন এই ব্লগে অ্যাক্টিভ(চন্দ্রবিন্দু ডিটেক্টরসহ)।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: একটি জলজ্যান্ত ভুতকে পেত্নি নাম দিয়া আপনি গোস্ট হান্টার্সের মান সম্মান ফালুদা বানিয়ে দিলেন তো !! :| ইয়ে মানে, সবার আগে আপনার একটা জেন্ডার ডিটেক্টর লাগবে, চন্দ্রবিন্দু ডিটেক্টর না..... :P


(কিঁঞ্চিত ভঁয় পেঁয়ে এঁকটা চঁন্দ্রবিন্দুবিহীন রিঁপ্লাই দিঁলাম ! /:) )

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

বলশেভিক বলেছেন: শ্যাঁওঁড়াঁ গাছেতো পেত্নি থাকে বলেই জানতাম।নাকি আপনি পেত্নির গাছ জবরদখল করে ভুত হাওযিং প্রজেক্ট খুলে বসেছেন।চিন্তা নাই প্লাযমা কনফাইমেন্ট গোস্ট ক্যাচার এর দুই ঘা খাইলেই শ্যাঁওঁড়াঁ গাছ অবৈধ দখলদার মুক্ত হয়ে যাবে।

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: পেঁত্নি তোঁ থাঁকে তেঁতুল গাঁছে । তাঁদের আঁবার কাঁরনে অঁকারনে তেঁতুল নাঁ খাঁইলে নাঁকি চঁলে নাঁ.... :-* :P


মাঁনুষ সঁমাজ তাঁদেরকে দেঁখছি শ্যাঁওড়া গাঁছেরও বাঁসিন্দা বাঁনিয়ে দিঁয়েছে। চঁরম ব্যঁথিত হঁলাম, নাঁরীরুপী এঁই পেঁত্নিদের প্রঁতি মাঁনুষ সঁমাজের পঁক্ষপাতমূলক আঁচরনে.... /:) /:)

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

বটবৃক্ষ~ বলেছেন: পত্তম পোস্টেই বাজিমাত!! সেলিব্রেটি বল্গারদের ছড়াছড়ি!!! পোস্টে পিলাচ...মজা লাগলো বেশ!!

দেবদাস. বলেছেন: এতুগুলো চন্দ্রবিন্দু আগে দেখি নাই , ব্লগিং এ স্বাগতম ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁরে শ্যাঁওড়া পঁল্লীর পাঁশে বঁটবৃক্ষ... !!!!!!! My next dream kingdom... :-B :-B :-B


মাঁথা হাঁতে নিঁয়া গাঁন গাঁইতে ইঁচ্ছে কঁরতেছে... এঁখাঁনেঁ দুঁজঁনেঁ নিঁরঁজঁনেঁ সাঁজাঁবোঁ প্রেঁমেঁরঁওঁ পৃঁথিঁবীঁ.... :!> :#>

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

নিয়েল ( হিমু ) বলেছেন: কে কথা বল্লরে নাঁকি কন্ঠে । কে কে ?! B:-) B:-)

লা ইলাহা ইল্লাআন্তা...........(ব্যাপক ভয়ের ইমু)

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: বেঁচারা হঁলুদ হিঁমু তোঁ দেঁখি দুঁই হাঁত দুঁই দিঁকে দিঁয়া ভিঁমারি খাঁইয়া গেঁছে ! ব্যাঁপক হাঁসি পাঁচ্ছে ! হিঁ হিঁ হিঁ.... :D :D :D

ভঁয় পেঁয়না, ভঁয় পেঁয়না, তোঁমায় আঁমি মাঁরবো নাঁ।
সঁত্যি বঁলছি কুঁস্তি লঁড়ে তোঁমার সাঁথে পাঁড়বো নাঁ।
মঁনটা আঁমার বঁড্ড নঁরম, হাঁড়ে আঁমার রাঁগটি নেঁই,
তোঁমায় আঁমি চিঁবিয়ে খাঁব, এঁমন আঁমার সাঁধ্যি নেঁই।

(আঁমাদের মঁনভুলানো জাঁতীয় সঁঙ্গিত) B:-/ ;)

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

অদ্বিতীয়া আমি বলেছেন: হাঁইঁ ভূঁতঁ, হোঁয়াঁটঁস আঁপঁ ?





:P :P :P :P








১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: হাঁই পেঁত্নী, লং টাঁইম নোঁ সিঁ ! :P :P

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

তুষার আহাসান বলেছেন: মাঁনুষ-টাঁনুস কিঁচ্ছুটি নেঁই
সঁবই মঁনের ভুঁল =p~ =p~ =p~ =p~

+ দিঁলাম।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: মঁনুষ্য সঁমাজের এঁকজন হঁয়ে পিঁলাস দিঁয়া আঁমারে পঁটাতে পাঁরবেন নাঁ, শ্যাঁওড়া গাঁছে এঁই মুঁহূর্তে জাঁয়গা খাঁলি নাঁই ! =p~ =p~ =p~

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

হাসান রেজভী বলেছেন: /:) /:) /:) .........

আপ্নের জন্যই দরকারের সময় চন্দ্রবিন্দু পাই না

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সঁময়কঁরে এঁকদিন শ্যাঁওড়া গাঁছের তঁলে এঁসে ব্লঁগিং কঁরবেন, দেঁখবেন ঝুঁরঝুর কঁরে খাঁলি চঁন্দ্রবিন্দু ঝঁরছে... পুঁরা তেঁজপাতার দঁরে পেঁয়ে যাঁবেন এঁককেঁজি চন্দ্রঁবিন্দুঁ... :#) :-P

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

নীল কষ্ট বলেছেন: আঁহাঁ
বঁড়ঁ শাঁন্তিঁ পেঁলুঁমঁ বাঁছাঁ
যাঁকঁ এদ্দিঁনঁ পঁড়েঁ যেঁ ভুঁতঁ জাঁতিঁ সঁম্মাঁনঁ রাঁখঁতেঁ এয়েঁচোঁ তাঁ মন্দঁ কিঁসেঁ হেঁ বাঁছাঁ হোঁকঁ নাঁ তাঁ মাঁল্টিঁ নিঁকেঁ !!

তাঁ বঁলিঁ এদ্দিঁনঁ কিঁ কাঁরোঁ বাঁপেঁর সাঁধ্যিঁ হয়েঁচেঁলোঁ ভুঁতঁ পঁরিঁচয়েঁ আঁসাঁরঁ যাঁওঁ এঁকঁ ভুঁতঁ আঁসঁলঁ তাঁওঁ সঁবঁ হিংসুঁটেঁরঁ দঁলঁ কিঁ বঁলেঁ গেঁলঁ।
তাঁ বাঁছাঁ এইঁসঁবঁ দুঁষ্টুঁ ছেঁলেঁপিঁলেঁর কঁথায়ঁ তুঁমিঁ কিঁচুঁ মঁনেঁ নিঁও নাঁ
নিঁচ্চিঁন্তেঁ ব্লঁগিং কঁরেঁ যাঁওঁ

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ইঁউরেকা ! ইঁউরেকা ! আঁপনাকে আঁমি চিঁনে ফেঁলেছি !!!!!! আঁপনিই সেঁই পিঁচ্চি রাঁজা তুঁতেনখামেন । :-B :-B :-B

তাঁ নাঁ হঁলে ভুঁতীয় ভাঁষায় এঁতো সুঁন্দর লিঁখলেন কেঁমনে ?! ;) তাঁ রাঁজামশাই এঁতো দিঁন পঁর ! কেঁমন চঁলছে দিঁনকাল?? মাঁরা যাঁওয়ার পঁর IGLTS এ কঁত পেঁয়েছেন ! :-B আঁপনার কাঁছ থেঁকে তোঁ দেঁখছি অঁনেক কিঁছু শেঁখার আঁছে ! মাঁঝে মঁধ্যে আঁসবেন শ্যাঁওড়া গাঁছে । যঁতই নীঁলকষ্ট নিঁক নিঁয়ে ছঁদ্মবেশে থাঁকুন নাঁ কেঁন, কঁষ্ট আঁপনি কোঁথায় পেঁয়েছিলেন তাঁ তোঁ আঁমি জাঁনি । এঁই জঁন্য আঁমি লঁজ্জিত । :#> মঁনে কঁরে আঁসবেন কিঁন্তু.... :)

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হাসান রেজভী বলেছেন: .........

আপ্নের জন্যই দরকারের সময় চন্দ্রবিন্দু পাই না


B-)) B-)) B-)) B-)) B-))

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সঁময়কঁরে আপনিও এঁকদিন শ্যাঁওড়া গাঁছের তঁলে এঁসে ব্লঁগিং কঁরবেন, দেঁখবেন ঝুঁরঝুর কঁরে খাঁলি চঁন্দ্রবিন্দু ঝঁরছে... :#) :-P

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন:



ভুঁতের বাঁড়ি এঁলাম
খেঁতে দিঁবে কিঁ?
শ্যাঁওড়া গাঁছে বঁসে
কঁথা বঁলো নাঁকি?!
আঁমি গ্রাঁম্যবালিকা
সাঁমু গ্রাঁমেই থাঁকি।
লেঁখো নিঁয়মিত
দিঁয়োনা তুঁমি ফাঁকি। :) :P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
এঁক বাঁলিকা এঁসেছে
কাঁব্য লেঁখার ছঁলে
অঁনুরোধেঁর ডাঁলি নিঁয়ে
শ্যাঁওড়া গাঁছের তঁলে। :)
ভূঁতের বাঁড়ি অঁগোছাঁলো
কোঁথায় দিঁবো বঁসতে?
মঁগডাঁলেতে আঁসন পাঁতা,
পাঁরবে কীঁ মেঁয়ে আঁসতে!? :| /:)

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

শার্লক বলেছেন: আপনি কি দেখতে খুব ভয়ংকর? যদি সত্যি তাই হয়ে থাকেন তাহলে মডুদের একটু দেখা দেন, ওদের ভয় পাবার দরকার আছে।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: শাঁর্লক হোঁমসের আঁইকিউঁর অঁবস্থা যঁদি এঁই হঁয়, তাঁহলে আঁর কোঁথায় মুঁখ দেঁখাবো??, যেঁ আঁমাকে জিঁজ্ঞেস কঁরে আঁমি ভঁয়ংকঁর কিঁনা?? /:) /:)

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

কালো ঘোড়ার আরোহী বলেছেন: আয়তুল কুরসীটা জানি কী? ছোটবেলায় মুখস্ত করসিলাম, ইয়াদ আসতেছে না! ইন্না লিল্লাহি ওয়া...... না, এইটা না তো!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:

ভঁয় পেঁয়না, ভঁয় পেঁয়না, তোঁমায় আঁমি মাঁরবো নাঁ।
সঁত্যি বঁলছি কুঁস্তি লঁড়ে তোঁমার সাঁথে পাঁড়বো নাঁ।
মঁনটা আঁমার বঁড্ড নঁরম, হাঁড়ে আঁমার রাঁগটি নেঁই,
তোঁমায় আঁমি চিঁবিয়ে খাঁব, এঁমন আঁমার সাঁধ্যি নেঁই। /:) /:)

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

রাইসুল সাগর বলেছেন: ওঁওঁ খিঁকঁ....।


মঁডুঁ রেঁ এঁকঁটাঁ তাঁবিঁজঁ দিঁতেঁ হঁইঁবে কাঁরঁনঁ তোঁমাঁরেঁ ৪ দিঁ নেঁ জেঁনাঁরেঁলঁ কঁইঁরাঁ দিঁছেঁ , এঁখঁনঁতোঁ তুঁমিঁ ভূঁতঁ মাঁমাঁ যাঁ ইঁচ্ছাঁ তাঁইঁ লিঁখাঁ মুঁডুঁ রে মঁন্ত্রঁ দিঁয়া স্টিঁকিঁ কঁইঁরাঁ রাঁখঁবাঁ ।

তয় মামা একটা অনুরোধ সামুর মডু দিন দিন খালি খায় আর মোডা হইতেছে, তারে একটু মন্ত্র দিয়া খাওয়া কমানোর ব্যাবস্থা করেন। :P :P :P ;) =p~ =p~ =p~ =p~

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: শুঁনলাঁম মঁডারেঁটর নাঁকি মহিঁলাঁ ! আঁর ভুঁতীয়ঁ ধাঁরাঁর ৪২(খ) মোঁতাবেঁক, আঁমঁরা মঁহিলাঁদের ক্রঁমবঁর্ধমানঁ স্বাঁস্থ্য নিঁয়ে টিঁজ কঁরিনাঁ... /:)

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

অণুজীব বলেছেন: B:-)

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভঁয় পেঁয়োনাঁ জীঁবানু ! /:)

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

অনন্যমানুষ বলেছেন: আপনার কথাবার্তা চন্দ্রদোষে দুষ্ট!!
টানা ৪০দিন প্রখর সূর্যালোকে তুলা গাছের মগডালে জিভ বের করে বসে থাকবেন, আশা করি সমস্যা কেটে যাবে। :)

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সূঁর্যালোঁকে আঁমি দিঁবানিদ্রাঁয় যাঁই... পঁথ্য ব্যঁবস্থা ভাঁলো লাঁগলো নাঁ ! ডাঁক্তারঁ চেঁঞ্জ.... /:) :P

৩০| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সিদ্ধার্থ. বলেছেন: হাউ, মাউ, খাউ
মানুষের গন্ধ পাউ
ছোট ছোট ছেলে মেয়ে দের
ধরে ধরে খাউ ।

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁমি ভঁয় দেঁখাতেঁই বেঁশি লাঁইক কঁরি। খাঁওয়াঁ দাঁওয়াঁ এখঁন ছেঁড়ে দিঁছি। স্বাঁস্থ্য সঁচেতঁন কিঁনা..... :P :P

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

নিয়েল ( হিমু ) বলেছেন: অফ আপ্নাদের মনভুলানো এই উচ্চ মার্গিও গান শুনে একটু শান্তি পাচ্ছি অন্তরে । ভয়টাও একটু কম পাচ্ছি ।
কিন্তু ফেতনি আপনে এখনো দেখা দিচ্ছেন না কেন ?? :( :(
ভয় আবার ফিরে আসছে । যেকোন সময় ভয়ে কেদে ফেলব আমি :( :( :(( :(( :((

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: হঁলুদ হিঁমুরাঁ ভঁয় পেঁলে কিঁ চলঁবে?? :| হুঁমায়ুঁন আঁহমেঁদরাঁ তোঁ মঁরেও শাঁন্তি পাঁবে নাঁ.... /:)

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

কালোপরী বলেছেন: ওরে বাবা এ কই আসলাম :| :|

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: শ্যাঁওড়াঁ গাঁছেঁর তঁলে.... The Kingdom of চন্দ্রঁবিন্দুঁ.... :#) :-P

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

শের শায়রী বলেছেন: সামুকে ভুতের আছর মুক্ত করার জন্য এক ব্যপক মন্ত্রের আসর আহ্বান করা হল। ভুত ভয় পাই কিন্ত পেত্নি না। B-) ;)

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: পেঁত্নীটিঁজিং..... X( খাঁলি এঁকবাঁর মঁগডাঁলে ওঁঠেঁন, তারঁপরঁ দেখাঁবোঁ কঁত ডাঁলে কঁত পেঁত্নী । X( :-P

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: হাঁইঁ ভূঁতঁ, হোঁয়াঁটঁস আঁপঁ ?

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁবারঁ এঁলিয়েঁন........... !!!!! :|



স্পেঁসশীঁপটা কঁই রেঁখে আঁসছেঁন? ছোঁটবেঁলায় খুঁব ইঁচ্ছা ছিঁলো ইঁউরেঁনাসঁটা ঘুঁরে আঁসবো...... /:) |-)

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

তামিম ইবনে আমান বলেছেন: /:) :-&

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: Casper কেঁ ভঁয় পাঁওয়াঁর কিঁছু নেঁই..... :)

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

রিফাত হোসেন বলেছেন: সালাম সাহেব, বহু কষ্ট করে টাইপিং করেন :) ঁ বিন্দু লেখতে লেখতে হাত ব্যথা হয়ে গেছে না ! :)

কত কষ্ট :(

একটু পানি খান । :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভূঁতকে এঁই প্রঁথমঁ কেঁউ সাঁহেবঁ বঁললোঁ ! চোঁখে পাঁনি চঁলে আঁসলোঁ... :(( :((


আঁমি পিঁপাসা লাঁগলে পাঁনি খাঁইনা... খুঁব সিঁরিয়াঁস অঁবস্থা হঁলে ও নেঁগেটিঁভ রঁক্ত খাঁই... টেঁস্ট ভাঁলো.... :)

৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্পেসশীপ আছে কিন্তু ইনভিজিবল ;) B-)) :P

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: কঁবে ব্যাঁক কঁরবেঁন.... পৃঁথিবী ছাঁড়ারঁ আঁগে এঁকটু আঁওয়াঁজ দিঁয়েনঁ.... :P :P

৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

এক্সপেরিয়া বলেছেন: শ্যঁওঁড়াঁ গাঁছেঁরঁ ভুঁতঁ নাঁমাঁইঁতেঁ আঁমিঁ বিঁশেঁষঁ প্রঁশিঁক্ষঁণঁ প্রাঁপ্তঁ তাঁইঁ কঁইঁলাঁমঁ খঁবঁরঁ আঁছেঁ

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: বাঁপরেঁ বাঁপ !! এঁক্সপেঁরিয়াঁর কোঁন এপ্সঁ দিঁয়া ভূঁত ডাঁউনলোঁড কঁরেনঁ ?? :-& Google Play থেঁকে এখঁনি এঁপ্স ব্লঁকারঁ নাঁমাঁচ্ছি..... :-& :-&

৩৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: উল্খাম :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁপনাঁকেও ভৌঁতিকঁ শুঁভেঁচ্ছা !! :)

৪০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

সমুদ্রচারী বলেছেন: স্টিঁকিঁ কঁরাঁ হোঁকঁ ;)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: অঁবশ্যঁই ফেঁভিকঁল দিঁয়েঁ হঁতে হঁবে কিঁন্তু .... :P

৪১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

এক্সপেরিয়া বলেছেন: রাঁতঁ হঁইঁসেঁ ভুঁতঁ এঁফঁএঁমঁ শুঁনেঁ কাঁপঁতেঁ কাঁপঁতেঁ ঘুঁমাঁইঁতেঁ যাঁনঁ।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: প্রঁতিবেঁশী ছোঁট ভাঁইবোঁনদেঁর গঁল্প আঁর কঁত শুঁনবোঁ ! মাঁয়েরঁ কাঁছে মাঁমা বাঁড়ির গঁল্প.... /:)

৪২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁমার শ্যাঁওড়া গাঁছের তঁলে নাঁকি ৩২৫ জঁন ব্লঁগার ভিঁসিট কঁরেছে । কিঁন্তু কঁমেন্ট মাঁত্র ৪১টা কেঁনো?? /:) /:)

আঁমারে কিঁ তাঁহলে মাঁনুষ সঁমাজ এঁখনো গ্রঁহণ কঁরে নাঁই !!!! :( সঁবাইকে বঁলে রাঁখি, কেঁউ বিঁরক্ত নাঁ কঁরলে আঁমি সাঁধারণত ভঁয় দেঁখাইনা ! কিঁছুটা Casper the friendly ghost এঁর মঁতো.... :)

৪৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

রেজোওয়ানা বলেছেন: আপনি নাকি সবাইকে ঘাড় মটকানোর হুমকি দিতাছেন! সেই জন্যই কমেন্ট করে নাই :-<

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁমি তোঁ Casper the friendly ghost ! ভঁয় পাঁওয়াঁর কিঁ আঁছে?? :( :(

৪৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হেঁলুঁ ভুঁতাঁন্টিঁ :D

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: অঁপঁমাঁন !!!! তঁবে রেঁ প্লিঁ-গ্লিঁ.....

৪৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

নেক্সাস বলেছেন: ভূতের বাড়ি ওঝা হাজিরা দিয়ে গেলাম...

চিমা মাসতাকে হুল হুল

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ওঁঝা.... হাঁ ! হাঁ ! হাঁ ! :D :D নিঁতান্তঁই এঁকটা রূঁপকঁথার চঁরিঁত্র.... |-)

৪৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

maya111 বলেছেন: এত চন্দবিনু দেওয়া দেখে শ্রদ্ধা হল । আমি এক টাও দিতে পারিনা ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁমারঁও আঁপনাঁর জঁন্য মাঁয়াঁ হঁচ্ছেঁ..... :)) :)) :P

৪৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

জাহিদ হাসান বলেছেন: শ্যাওড়া গাছের বাসিন্দা :-& ডর লাগে তো ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভঁয় পেঁলে চঁলবেঁ নাঁ, ছোঁট্ট বঁন্ধু !! :P

৪৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

রুদ্র মানব বলেছেন: বঁলঁগেঁ ছ্বাঁগঁতঁমঁ , প্রঁতিঁভাঁইঁ প্রঁতিঁভাঁ :D

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁপনেঁ নিঁশ্চিতঁ ভুঁতীয়ঁ ল্যাংগুঁয়েজঁ টেঁস্টঁ IGLTS এঁ ৮ পেঁয়েঁছেঁন । :D

৪৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

বাংলাদেশী পোলা বলেছেন: যাঁওঁ তুঁয়াঁরেঁ আঁমিঁ দুঁয়াঁ দিঁয়াঁদিঁলাঁমঁ :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁপনেঁও উঁপঁরেঁর রুঁ-মুঁর মঁত নিঁশ্চিতঁ ভুঁতীয়ঁ ল্যাংগুঁয়েজঁ টেঁস্টঁ IGLTS এঁ ৮ পেঁয়েঁছেঁন । :D


৫০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

সবুজ মহান বলেছেন: হ্যাঁলো আঁন্টি :D

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁঙ্কেঁলেঁর সাঁথে ফাঁইঁজঁলাঁমি.... তবে রে !!!!!

৫১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ১০০

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁরেঁ তাঁই তোঁ। নাঁর্ভাসঁ নাঁইন্টিঁ নাঁইঁন নিঁয়ে ব্যাঁপঁক চিঁন্তিতঁ ছিঁলাঁম। ধঁন্যঁবাঁদ মিঃ প্যারিস। :P

৫২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

দি সুফি বলেছেন: ভাবতেছি শ্যাওড়া গাছটা কাইটা একটা ১৫তলা ফ্লাট বাড়ি করমু B-)) B-))
তুমি ফ্লাট নিতে চাইলে ১০% ডিসকাউন্ট পাইবা ;) (ভুত-পেত্নীগো আপনি কইরা বইলা মাথায় তুলতে চাইনা /:) তাই তুমি কইরা কইলাম #:-S )

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: পঁরেঁর জাঁয়ঁগা, পঁরেঁর জঁমি আঁর ঘরঁ বাঁনাঁইয়াঁ তুঁমি রঁইবাঁ !!!! X( X(( তুঁতেঁনঁখাঁমেঁনের পঁরিঁনঁতির ইঁতিঁহাঁস দেঁখেও কিঁ শিঁক্ষা হঁয় নাঁই মাঁনঁব সঁন্তানঁ !! X((

৫৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

দি সুফি বলেছেন: তুতেনখামেন ব্যাকডেটেড। এই জন্য ভুত দেইখা ভয় পাইছে :-P :-P
আমারে দেইখা ভুতেরা ভয় পাইয়া দৌড়ের উপর থাকে! :-0
আমি কিন্তুক ভয় দেখাইতে আসি নাই, কমিশন ব্যবসা করতে আসছি ;) ;) B-)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: খামোশশশশশশশশশশশশশশ..... মিঃ কঁমিঁশনাঁর !! রাঁত ১২টাঁয় চ্যাঁলা পাঁঠাঁইঁতেঁছি, বিঁয়াঁ কঁরারঁ ইঁচ্ছা থাঁকঁলে অঁক্ষনি সাঁইরাঁ ফেঁলেঁন কইঁয়া রাঁখঁলাঁম...

৫৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

দি সুফি বলেছেন: তোমার চ্যালারে কইও, ঘুমে থাকলে যেন ডিস্টার্ব না করে। ঘুম ভাইঙ্গা গেলে কিন্তুক চড় মাইরা ওর কান ফাটাই দেব! :-0 :-<

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁপনেঁরে আঁমাঁদেঁর জঁগঁতেঁর ভিঁসাঁ পাঁইঁতে হঁবে নাঁ ! বিঁয়া কঁরঁলে ভিঁসাঁ তাঁড়াঁতাঁড়ি পাঁইঁয়াঁ যাঁবেঁন ! ;)

৫৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: বিঁয়া কঁরঁলে ভিঁসাঁ তাঁড়াঁতাঁড়ি পাঁইঁয়াঁ যাঁবেঁন !

আরে না্হ্‌ ! বিয়ে করলে, বউরে ফেলাইয়া তারাতারি আসতে পারমু না :!> :!> B-)) B-))

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: নোঁ প্রঁব্লেমঁ। আঁপঁনাঁর লাঁইঁগাঁ এঁকঁটা হুঁডওঁয়াঁলা রিঁকঁশা পাঁঠাঁইয়াঁ দিঁমুঁনে... :#> B-))

৫৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬

স্বপ্নঝড় বলেছেন: শ্যাঁওড়া গাছের এ দিকটায় আগে আসা হয় নি। আজ পথ ভুল করে চলে এসেছি। এসে দেখছি ভুল করিনি, এখানে দেখি বাসিন্দাও থাকেন। সত্যিই, ভাবতে ভালই লাগছে যে আমাদের সমাজের মত শ্যাঁওড়া সমাজও এগিয়ে যাচ্ছে। তারা আমাদের মতই ব্লগিং করে, লেখালেখি করে, কবিতা আবৃত্তি করে, আরও কত কি। স্বপ্নঝড়ের পক্ষ থেকে শ্যাঁওড়া সমাজের বাসিন্দা-দের মন থেকে শুভেচ্ছা জানাই।

হঠাৎ-ই আপনার চন্দ্রবিন্দু (ঁ) সর্বস্ব লেখা আর মন্তব্যের প্রেমে পরে গেলাম। তাই দ​য়া করে যদি আপনার এই অসাধারণ অতিশয় চন্দ্রবিন্দু (ঁ) সর্বস্ব একটি মন্তব্য আমার লেখাতে দিয়ে আসতেন, তাহলে শ্যাঁওড়া সমাজের এই কাকতালীয় মন্তব্য স্ক্রীনশট দিয়ে বাঁধাই করে আজীবন রেখে দিতাম।

শুভ শ্যাঁওড়া ব্লগিং... :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সঁবঁচেঁয়ে অঁনাঁদঁরে বঁড়ঁ হঁওঁয়াঁ চঁন্দ্রবিঁন্দু যেঁ কঁত্তঁ সুঁন্দঁরঁ এঁকঁটা বঁর্ন তাঁ মাঁনঁব জাঁতি ভুঁলেঁ যেঁতেঁ বঁসেঁছিলঁ, তাঁই শ্যাঁওঁড়াঁ গাঁছেঁর বাঁসিঁন্দা হিঁসেঁবেঁ এঁ আঁমাঁর ক্ষুঁদ্র পঁদঁক্ষেঁপ.... :)

৫৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বপ্নঝড় বলেছেন: শ্যাঁওড়া গাছের এ দিকটায় আগে আসা হয় নি। আজ পথ ভুল করে চলে এসেছি। এসে দেখছি ভুল করিনি, এখানে দেখি বাসিন্দাও থাকেন। সত্যিই, ভাবতে ভালই লাগছে যে আমাদের সমাজের মত শ্যাঁওড়া সমাজও এগিয়ে যাচ্ছে। তারা আমাদের মতই ব্লগিং করে, লেখালেখি করে, কবিতা আবৃত্তি করে, আরও কত কি। স্বপ্নঝড়ের পক্ষ থেকে শ্যাঁওড়া সমাজের বাসিন্দা-দের মন থেকে শুভেচ্ছা জানাই।
আমিও শুভেচ্ছা জানাই।
আমার ব্লগে গেলেন , একটা অটোগ্রাফ দিয়ে আসবেন না ??

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: চঁন্দ্রবিঁন্দু যেঁ কঁত্তঁ সুঁন্দঁরঁ এঁকঁটা বঁর্ন তাঁ মাঁনঁব জাঁতি ভুঁলেঁ যেঁতেঁ বঁসেঁছিলঁ, তাঁই শ্যাঁওঁড়াঁ গাঁছেঁর বাঁসিঁন্দা হিঁসেঁবেঁ এঁ আঁমাঁর ক্ষুঁদ্র পঁদঁক্ষেঁপ.... :)

আঁপঁনাঁর ব্লঁগ ঘুঁরে আঁসঁলাঁম ! খুঁবঁই ভাঁলোঁ লাঁগঁলোঁ। :)

৫৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

লুছিফার বলেছেন: :P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁমি তোঁ ডাঁক্তাঁর নাঁ ! :-* যাঁন, নাঁক-কাঁন-গঁলা বিভাঁগেঁ গিয়েঁ জিহঁবাঁ দেঁখিয়েঁ আঁসেঁনঁ.... B-)

৫৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন:
আমি খুব ভয়ে আছি , আমি ভুত ভয় পাই ,

ভ চে থে খা ত


য়ে চেয়ার থেকে খাটের লে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: "ভঁয়ে চেঁয়াঁর থেঁকে খাঁটের তঁলে" থেঁকে আঁবারঁ "ভঁয়ে খাঁটের তঁলা থেঁকে কঁবরেঁ" নাঁ চঁলে যাঁন, সেঁইদিকেঁ এঁকঁটু খিয়াঁলঁ কৈঁরাঁ। #:-S



তঁবে, আঁমি কিন্তুঁ Casper the friendly ghost এঁর মঁত। সঁহজেঁ কাঁউকেঁ ভঁয় দেঁখাঁই নাঁ । /:)

৬০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

লুছিফার বলেছেন: থাপ্রাইয়া কত ভূতরে ঠিক কইরালাইছি তারা কোন হিসেব নাই ;) ভূত দেখলেই শুধু থাপ্রাইতাম B-) B-)

এখন ভূত আমারে দেখলে দৌড়ের উপর থাকে B-) B-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: পাঁপাঁই দ্যাঁ লুঁছিফাঁরঁ !!! X( রাঁত ২টাঁয় আঁসঁতেঁছি, আঁপঁনাঁর ডাঁর্লিং অলিঁভঁরেঁ এঁকঁটু সাঁবঁধাঁনে রাঁইখেঁনঁ.... X(( |-)

৬১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

লুছিফার বলেছেন: উঁকে ।
আঁহোঁ... তোঁমারঁ লাঁইগাঁ ঈঁশপেসাঁল থাবড়া রেঁডি কঁরতাছি B-)
তয় থাঁবড়াঁ খাঁইয়া কাঁন্নাঁ কাঁটি কইরোঁ নাঁ যেঁনোঁ ;) ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁপঁনেঁ আঁগে বাঁসায়ঁ স্যাঁলাঁইনঁ ঠিকঁ রাঁইখেঁনঁ, আঁমাঁরে দেঁইখাঁ আঁপঁনেঁর লাঁইনঁ ডাঁইরেঁক্ট হঁইয়াঁ যাঁইতেঁ পাঁরেঁ.... :-P B-)) B-))

৬২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

অনীনদিতা বলেছেন: শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁড়িঁওঁলিঁ আঁমিঁ
হিঁ হিঁ হিঁ
বাঁড়িঁ ভাঁড়াঁ বাঁকিঁ থাঁকঁলেঁ এঁখঁনিঁ পাঁঠিঁয়েঁ দেঁনঁ,নঁইঁলেঁ কিঁন্তুঁ খঁবঁরঁ আঁছেঁ :P :P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ফ্ল্যাঁট বাঁনাঁইলাঁমঁ আঁমি, আঁর বাঁড়িওঁয়াঁলী আঁপঁনেঁ !! কাঁহিনীঁরঁ মঁধ্যে কেঁমঁন জাঁনি হিঁন্দী সিঁরিঁয়াঁলেঁর জিলাঁপীরঁ গঁন্ধ পাঁওঁয়া যাঁচ্ছেঁ.... :| খাঁলি প্যাঁচ আঁর প্যাঁচ.... :-* ;)

৬৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

স্বপনবাজ বলেছেন: লেখক বলেছেন: চঁন্দ্রবিঁন্দু যেঁ কঁত্তঁ সুঁন্দঁরঁ এঁকঁটা বঁর্ন তাঁ মাঁনঁব জাঁতি ভুঁলেঁ যেঁতেঁ বঁসেঁছিলঁ, তাঁই শ্যাঁওঁড়াঁ গাঁছেঁর বাঁসিঁন্দা হিঁসেঁবেঁ এঁ আঁমাঁর ক্ষুঁদ্র পঁদঁক্ষেঁপ.... :) B-) B-) B-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁরে ! আঁপঁনাঁর র‍্যাঁম তোঁ দেঁখঁছি সেঁইরঁকঁম পাঁওঁয়াঁরঁফুঁল... সঁবঁ অঁবিকঁলঁ কঁপি কঁরেঁ ফেঁলেঁছেঁন... =p~ =p~

৬৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

পলক শাহরিয়ার বলেছেন: ভুঁত ভাঁই,ভাঁলাঁ আঁছেঁন নিঁ। ভঁয় দেঁহাইয়া কঁয়ডাঁ রাঁজাঁকার,কয়ঁডাঁ নেতাঁ-নেঁত্রীঁ মাঁইরাঁ হালাঁন দেঁহি। দ্যাঁশঁটা জ্বাঁলাঁইয়া খাঁইলঁ।আঁন্নেঁরা ভুঁত হইঁলেও দ্যাঁশেঁর লাঁইঁগা একটাঁ দাঁয়িত্বতো আঁছেঁ ,কিঁ কঁন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: নাঁ রেঁ ভাঁই, এঁই কাঁজ কঁরঁতেঁ পাঁরুমঁ নাঁ। ওঁরা অঁন্য প্রঁজাঁতিরঁ প্রাঁণী । মাঁনুষঁ হঁলেঁ এঁকঁটু ট্রাইঁ কঁরঁতাঁম। :|| /:)

৬৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

মামুন রশিদ বলেছেন: আঁমি যঁদি সঁত্য সঁত্যই দেঁখা দেঁই, তাঁহলে কিঁ হঁবে তাঁই ভেঁবেই ব্যাঁপক হাঁসি পাঁচ্ছে... হেঁ হেঁ হেঁ


আঁমি কিঁন্তুঁ মঁডারেঁটরঁ নাঁ :P :P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁমি তোঁ তাঁ জাঁনি। মঁডাঁরেঁটরঁদেঁর কিঁ সেঁই সাঁহঁসঁ আঁছে আঁমাঁর শ্যাঁওড়াঁ গাঁছেঁর তঁলেঁ আঁসাঁর.... :) :-0

৬৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

লুছিফার বলেছেন: এঁসঁব ভূঁত গিঁরিঁ আঁমাঁর লগে দেঁখাঁইয়োঁ নাঁ, পঁরেঁ এঁমঁন দৌঁড়াঁনিঁ দিঁমুঁ, পিঁন্দাঁর কাঁপঁড় থুইঁয়া দৌড়ঁ দিঁয়াঁ ওঁ কূঁল পাঁইবাঁ নাঁ, হুঁ :P B-) B-) B-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁরেঁ মিঁয়াঁ আঁগেঁ টয়ঁলেঁট বুঁকঁ কঁরেঁন, তাঁরঁপঁর অঁন্যঁ কঁথাঁ। =p~ =p~

৬৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

কাউন্ট ড্রাকুলা বলেছেন: ভুতদের রাজা স্বয়ং এখানে হাজির।

ড্রাকুলাকে ট্যাক্স না দিয়ে ভুতেদের এই ব্লগে লেখা বারন। X(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভূঁত কঁই? আঁর ড্রাঁকুঁলা কঁই?? আঁপঁনে ট্যাঁক্স নেঁয়াঁর আঁগে ব্লঁগে ভূঁত আঁর ড্রাঁকুলাঁর উঁপঁর পাঁরঁলে পাঁচটাঁ পাঁর্থক্যঁ লিঁখেঁন !! (৫ মাঁর্ক) :-0 B-))

৬৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

কাউন্ট ড্রাকুলা বলেছেন: খাঁমোঁশঁ! ড্রাকুলা দিবে পরীক্ষা? আজকালকার ভুতগুলো আদবকায়দা একেবারেই জানেনা। X((

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: শুঁন্যঁ কঁলঁসি বাঁজেঁ বেঁশি.... ফুঁ ! যাঁ যাঁ... এঁইরঁকঁম কঁতঁ পাঁতি-ড্রাঁকুঁলাঁ কঁতঁ দেঁখঁলা্ঁম... :-0 |-)

৬৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: হ, ঠিকই ধরছেন। আইসা পড়ছি কেমনে কইতে পারিনা :-*

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁবাঁর জিগাঁয়ঁ ! কেঁন বুঁঝুমঁ নাঁ ! আঁপনেঁ তোঁ মাঁনুষঁ নাঁ, সাঁক্ষাৎঁ দাঁয়িত্বঁবানঁ নাঁগঁরিকঁ !! এঁইঁডা তোঁ নাঁদাঁন বাঁচ্চাঁও বুঁঝঁবে.... B-)) =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.