নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এঁসোঁ এঁসোঁ আঁমাঁরঁ ব্লঁগেঁ এঁসোঁ, আঁমাঁরঁ ব্লঁগেঁ... :D :D

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ....

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ তোঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ আঁরঁ নঁতুঁনঁ কঁরেঁ কিঁছুঁইঁ দেঁখাঁরঁ নাঁইঁ... এঁখঁনঁ শুঁধুঁইঁ বঁলেঁইঁ যাঁবোঁ...

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ › বিস্তারিত পোস্টঃ

ভাষা আন্দোলনের মাসে ভাষা আন্দোলন নিয়ে "আমার দেশ" পত্রিকার মিথ্যাচার ! X(X(

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:১০

এই তো কিছুক্ষন আগে আমার দেশ পত্রিকার অনলাইন এডিশনে চোখ বুলিয়ে নিচ্ছিলাম দেলোয়ার হোসেন সাইদীর বিচার নিয়ে তাদের মূল্যায়ন কী? কিন্তু চোখ আটকে গেলো অন্য একটা সংবাদে। বড় বড় করে হেডলাইনঃ



বায়ান্নর ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল ৫ জন : এই ফেব্রুয়ারিতে পুলিশের গুলিতে নিহত ৭৭



লিঙ্কঃ View this link



স্ক্রিনশটঃ







বুঝতে পারলাম না, এখানে আমার দেশ পত্রিকা বায়ান্নর ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল ৫ জন দ্বারা কি বুঝালো?? এটা মানে কি ১৯৫২ সালের পুরো ফেব্রুয়ারী মাসে ৫ জন মারা গিয়েছিলো, নাকি শুধুমাত্র ২১শে ফেব্রুয়ারীর দিনে ৫ জন মারা গিয়েছিল, নাকি ভাষা আন্দোলনের জন্য ৫ জন মারা গিয়েছিলো ??!!!!



খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, তারা "নিহত" হয়েছে শব্দটা ব্যবহার করেছে, "শহীদ" শব্দটা না !! তার মানে তারা হয়তো ভাষা আন্দোলনটাকে দেশপ্রেমের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার হিসেবে মনে করে না !!



এটার চেয়ে সবচেয়ে বড় যে ব্যাপারটা, তা হলো তারা উল্লেখ করেছে "৫ জন নিহত হয়েছে !!" --- এটা কেমন করে তারা বলতে পারলো??



ক্লাস ফাইভ কি সিক্সে পড়া একজন ছাত্রও জানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ আরো নাম না জানা অনেকে শহীদ হয়েছিলেন । যাদের লাশ তদানিন্তন পুলিশ বাহিনী গুম করে ফেলেছিলো। এসব নিয়ে অনেক ডকুমেন্ট আছে । কিন্তু এই নাম না জানা ব্যক্তিদের কথা "আমার দেশঃ পত্রিকা গোনার মধ্যেই ধরে নাই। সেটার চেয়ে বড় কথা ২২ শে ফেব্রুয়ারীর দিনে ৩০ হাজার লোকের জানাজা মিছিলের উপর পাকিস্তানী বাহিনী যে নারকীয় আক্রমণ চালায় তাতে আরও চার জন মারা যান।



দেখুন উইকিপিডিয়ায় এ নিয়ে কি লেখাঃ



২১শে ফেব্রুয়ারী বেলা ২টার দিকে আইন পরিষদের সদস্যরা আইনসভায় যোগ দিতে এলে ছাত্ররা তাদের বাঁধা দেয়। কিন্তু পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে যখন কিছু ছাত্র সিদ্ধান্ত নেয় তারা আইনসভায় গিয়ে তাদের দাবি উত্থাপন করবে। ছাত্ররা ঐ উদ্দেশ্যে আইনসভার দিকে রওনা করলে বেলা ৩টার দিকে পুলিশ দৌঁড়ে এসে ছাত্রাবাসে গুলিবর্ষণ শুরু করে। পুলিশের গুলিবর্ষণে আব্দুল জব্বার এবং রফিক উদ্দিন আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আব্দুস সালাম, আবুল বরকতসহ আরও অনেকে সেসময় নিহত হন। ঐদিন অহিউল্লাহ নামের একজন ৮/৯ বছরেরে কিশোরও নিহত হয়।



ফেব্রুয়ারির ২২ তারিখে সারা দেশ হয়ে উঠে মিছিল ও বিক্ষোভে উত্তাল। জনগণ ১৪৪ ধারা অমান্য করার পাশাপাশি শোক পালন করতে থাকে। বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করে ছাত্রদের মিছিলে যোগ দেয়। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শহরের নাগরিক সমাজ ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রাবাস পরিদর্শন করেন। পরে তাদের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিশাল মিছিলে অংশগ্রহণ করে। বেলা ১১টার দিকে ৩০ হাজার লোকের একটি মিছিল কার্জন হলের দিকে অগ্রসর হতে থাকে। প্রথমে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে তাদের উপর গুলিবর্ষণ করে। ঐ ঘটনায় সরকারি হিসেবে ৪ জনের মৃত্যু হয়।



তাহলে হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে, ফেব্রুয়ারী মাসে মারা যাওয়া লোকের সংখ্যা কখনোই ৫ জন ছিলো না ।



প্রিয় ব্লগার বন্ধুরা এখনই রুখে দাঁড়ান "আমার দেশ" পত্রিকার ইতিহাস বিকৃতির এই নিকৃষ্টতম নোংরামী থেকে।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:১২

বাগসবানি বলেছেন: হে হে হে এদেরকে ক্লাস ওয়ানে ভর্তি করায় দিতে হবে - গণনা শেখানোর জন্য ।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:১৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: মেজাজটাই খারাপ হয়ে গেলো !! এদের জন্য যে কী বিশেষণ ব্যবহার করবো সেটাই খুজে পাচ্ছি না ! X(

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:১৭

অণুজীব বলেছেন: ঢুকা যায় না তো?

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:২০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: এই মাত্র চেক করলাম । লিঙ্ক ঠিক আছে কিন্তু লোড হতে সময় নিচ্ছে ।

৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:১৭

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: মাথা নষ্ট, ম্যান!!

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:২২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আর যাই হোক, ইতিহাস বিকৃতি কখনোই মেনে নেয়ে যায় না ।

৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:২৩

নীলতিমি বলেছেন: বিএনপি-আওয়ামী-জামাত সব গুলাই কুত্তা ! X( X(

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:২৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: এই দেখুন ভাষা আন্দোলন নিয়ে উইকিপিডিয়ার লিঙ্ক

৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:২৭

আমি মুখতার বলেছেন: vai, oi paper poiren na. Amr ga jala kore.

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৩০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: একেবারে ঠিক কথাটাই বলছেন । আমিও পড়িনা, কিন্তু কয়েকটা দিন মাঝে মধ্যে চোখ বুলাচ্ছি মানবতাবিরোধী অপরাধ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি কী, এটা জানার জন্য।

৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪১

তুতুষার বলেছেন: শেয়ারাইলাম।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: অবশ্যই ! মিথ্যার স্তুপ একসময় চিরন্তন সত্যকেও লুকিয়ে ফেলে !!

৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

অশ্রুহীন মন বলেছেন: মাহমুদুর রহমানকে গ্রেফতার করা দরকার

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: কতটা নোংরা মন নিয়ে লিখতে বসলে এমন একটা তথ্য নিউজপেপারে দেয়া যায় !!

৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

বনলতা মুনিয়া বলেছেন: প্রিয় ব্লগার বন্ধুরা এখনই রুখে দাঁড়ান "আমার দেশ" পত্রিকার ইতিহাস বিকৃতির এই নিকৃষ্টতম নোংরামী থেকে।



সঁহঁমঁতঁ। আঁমিঁ বুঁঝঁতেঁ পেঁরেঁছিঁ :-B :-B :-B :-B

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: অরাজকতার সময়...

প্রয়োজন নেই চন্দ্রবিন্দুর ন্যাকামী
চন্দ্রবিন্দু তোমায় দিয়েছি এখন ছুটি !!

৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ছাগলটার মাথা পুরাই গেছে!!!!!!!!!

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: "আমার দেশ" রে জামাতীরা মনে ভালোই টাকা-পয়সা দিয়েছে !! X(

১০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

বনলতা মুনিয়া বলেছেন: ছুটি দিয়েছো, বেশ করেছো

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভাষা এখন কর্কশ না করলে, ছাগু গুলা মাথায় চড়ে কাঁঠাল পাতা খেতে পারে । তাই ন্যাকামীর বর্ন চন্দ্রবিন্দু কিছুদিনের জন্য বাদ !

১১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০১

হাসান মাহবুব বলেছেন: চরমতম অপমান করল সে আমাদের মহান ভাষা আন্দোলনকে। এর মূল্য সে পাবে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: '৭১ নিয়ে তো সবসময় মিথ্যাচার করছে, এখন তাদের নতুন টার্গেট মনে হয় '৫২ !! X(

১২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৩৮

করাত বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৪৯

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: কি বলা উচিৎ এই নির্লজ্জ মাহমুদুরবাদিদের !!! X( X(

১৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৪৬

শেষ বিন্দু বলেছেন: ভাল লিখেছেন....
রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, সফিউর...... এখানেই তো ৬ জন এর নাম আছে....
৫ জন হয় কেমনে.....????
শালা বা.....দ

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ ভাই ! সফিউর নামটা ভুলে গিয়েছিলাম... মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

এই পোস্ট ছড়িয়ে দিন ব্লগে ব্লগে, ফেসবুকের স্ট্যাটাস হিসেবে....

১৪| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:১৩

ওবায়েদুল আকবর বলেছেন: এটা নিয়ে লিখতে চাচ্ছিলাম ব্রো আপনি লিখলেন ভালোই হল। এমন কাজ যে করতে পারে তাকে ধিক্কার জানানোর ভাষা আমা জানা নেই। ফাসির দড়িই ওর জন্য উপযুক্ত উপহার।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ওবায়েদুল ভাই, এই ভেবে ভালো লাগছে এতো কষ্ট করে লেখা একটা পোস্ট এখন ফেসবুকের বিভিন্ন পেজের স্ট্যাটাস হিসেবে দেখা যাচ্ছে, যেখান থেকে অনেকেই তা শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দিচ্ছে । এই ব্লগেই দেখলাম "মঞ্জুর অনিক" এটাকেই কপি-পেস্ট করে পোস্ট দিয়েছেন।

খুবই ভালো লাগছে দেখে।

১৫| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:২০

কুষ্টিয়ারশুভ বলেছেন: আপনি কোন পক্ষের?
Click This Link

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সত্য যেদিকে, আমি সেই পক্ষের । মিথ্যা যতই বড় হোক না কেনো, সে মিথ্যাই !

১৬| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

এজাজ৫৭ বলেছেন: জনাব 'আমার দেশ' পত্রিকাকে নিয়ে আমরা খুব বেশী কথা বলছি কেন? এই পত্রকাটি তো জামায়াতের অন্যান্য পত্রিকার বিএনপি সংস্করন। এটা নিয়ে কথা বলা মানে হচ্ছে নোংরা কিছু জিনিসকে নাকের কাছের আনা। তাই পাগলা মাহমুদকে ছেড়ে প্রজন্ম চত্বর নিয়ে আরও একটি চমৎকার লেখা লিখে ফেলুন। আপনাকে ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: স্বাধীন দেশে তথ্য বিনিময়ের যুগে এমন মিথ্যাচার কিভাবে মেনে নেয়া যায় ! X(


এক অর্থে ভালোই বলেছেন আপনি ! তবে নতুন জেনারেশনদের মধ্যে তাদের মুখোশ উন্মোচনের এখনই সময় ।

১৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পাকিস্তানের দেশ নামক পত্রিকায় ঢুইকা মুত্র বিসর্জন করে এলাম ...

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ ভাই । ওদের সবসময় গদামের উপর রাখা উচিৎ। X(

যাদের যা দরকার, তাদের সাথে সেভাবেই ব্যাবহার করা উচিৎ। আর পারলে এই পোস্ট ছড়িয়ে দিন সব জায়গায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.