| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ
হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ তোঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ আঁরঁ নঁতুঁনঁ কঁরেঁ কিঁছুঁইঁ দেঁখাঁরঁ নাঁইঁ... এঁখঁনঁ শুঁধুঁইঁ বঁলেঁইঁ যাঁবোঁ...
চলমান পরিস্থিতি কবে শেষ হবে জানা নেই। তবে এতোটুকু বুঝা যাচ্ছে, নিরীহ ধর্মপ্রান মানুষগুলোই আজ লাঠি-সোটা হাতে নিয়ে নেমেছে তথাকথিত ইসলাম রক্ষার্তে। এদের সংখ্যা প্রায় মোট আন্দোলনকারীর ৯০ ভাগের মত। যারা নিজ ধর্মকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আজ জামাত-শিবির এদের ধর্মানুভূতির সুতা হাতে নিয়ে পুতুল নাচাতে ব্যস্ত । এরাই উস্কে দিচ্ছে মন্দির পোড়াতে, এরাই উস্কে দিচ্ছে পুরো ব্লগারদেরকে নাস্তিক আখ্যা দিয়ে হত্যাযজ্ঞে নামতে, এরাই উস্কে দিচ্ছে ইসলাম গেলো, ইসলাম গেলো ধুঁয়া তুলে স্বার্থ হাসিল করতে। নিরক্ষর কিংবা অর্ধশিক্ষিত এই ধর্মপ্রান মানুষগুলোকে টিয়ারশেল বা রাবার বুলেট দিয়ে কাবু করা সম্ভব না। এরা অস্ত্রকে যতটা ভয় পায়, তার চেয়ে বহুগুনে বেশি পায় ধর্মকে।
তাই এদেরকে শুধুমাত্র মুক্তবুদ্ধির আলেম সমাজ পারে সঠিক পথ দেখাতে। শান্তির পথে আনতে.... যা আওয়ামী লীগ কিংবা বিএনপির (যদি চায় !) পক্ষে অতিদুরূহ ব্যাপার।
তাই আমার মতে এখন সরকারী-বেসরকারী টিভি/রেডিও চ্যানেলগুলোর উচিৎ আলেমদের ধর্মীয় সহবস্থানের বক্তব্য বারবার প্রচার করা। যা অলরেডি বায়তুল মোকাররম আর শোলাকিয়া মসজিদের খতিব দিয়েছেন।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ বাদল ভাই। দেখা যাক কি হয়?
২|
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২
স্পাইসিস্পাই001 বলেছেন: ঠিক বলেছেন.....
স হ ম ত
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ স্পাইসিস্পাই। দেখা যাক, অপেক্ষায় রইলাম?
৩|
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
প্রত্যাবর্তন@ বলেছেন: ঠিক বলেছেন
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ ভাই। এসব থেকে উত্তরনের আর কোন পথ দেখছিনা।
৪|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
ফারহান ফারদিন বলেছেন: ভাল বোলেচেন। এ যে দেকচি ভুতের মুখে রাম নাম .......হা হা.....।
মাইন্ড খাইয়েন না। জাস্ট জোকিং।
০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভূত এখন কিছুদিন মানুষের রূপ নিয়ে থাকবে। ভূতের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫০
বাদল১৩১০ বলেছেন: ভাল বলেছেন.