নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এঁসোঁ এঁসোঁ আঁমাঁরঁ ব্লঁগেঁ এঁসোঁ, আঁমাঁরঁ ব্লঁগেঁ... :D :D

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ....

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ তোঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ আঁরঁ নঁতুঁনঁ কঁরেঁ কিঁছুঁইঁ দেঁখাঁরঁ নাঁইঁ... এঁখঁনঁ শুঁধুঁইঁ বঁলেঁইঁ যাঁবোঁ...

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ › বিস্তারিত পোস্টঃ

রাতজাগা স্বপ্ন

২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৬

এলোমেলো শব্দে লিখে ফেললাম "রাত জাগা স্বপ্ন" কবিতাটা।



বাসার পাশে রাস্তার কাজ চলছে পুরোদ্যমে। কিছুক্ষন পর পর হাঁক-ডাকের শব্দ শোনা যাচ্ছে তাদের; মাঝে মাঝে মাল বোঝাই ট্রাক এসে ইট-বালু ফেলে যাচ্ছে। এই সব রাত জাগা মানুষদের নিয়ে কবিতাটা লিখলাম। যাদের কাছে রাত মানেই কাজে নেমে পড়া !!





রাতজাগা স্বপ্ন









এ রাত এখন আর ঘুমায় না

ক্ষণে ক্ষণে জেগে ওঠে দুগ্ধপোষ্য শিশুর মত

দিনের আলোতে ক্ষণিকের মেঘ-ঘুমে যায়

ক্লান্তি-বিন্দু ঘাম ঝরানোর যত !







এ রাত এখন আঁধার হয় না

হয়তো ভয় পায়, গা-ঘেঁষে বসা কিশোরীর মতন

শব্দের খেলাঘর দোল তুলে যায়

নিশীথের বুক চিড়ে অব্যক্ত কথন







এ রাত এখন আর স্বপ্ন দেখায় না

দু’চোখে মাখায় না ঊষার আভাস

দিনের আলো হারায় নিয়নের আলোয়

প্রতীক্ষায় জাগায় না কাক-ডাকা সুবাস



এ রাত এখন আর ঘুমদেবীর নয়

এ রাত এখন আর স্বপ্নময় নয়

এ রাত এখন কঠোর-কঠিন

এ রাতেও মানুষ নামে জীবন ভাসায়

কাজের নেশার সাথে পাল্লা দিয়ে

আশায় কিংবা সর্বনাশায় !





_______________________________________

_______________________________________

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:০২

নিকষ বলেছেন: কোবতেয় চঁন্দ্রবিন্দুর অভাব স্পষ্ট

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁরেঁ তাঁইঁ তোঁ !! নেঁক্সঁট পোঁস্টে কঁনঁফাঁর্ম থাঁকঁবেঁ। তঁবেঁ পোঁস্ট দিঁমুঁ অঁমাঁবঁস্যাঁর রাঁতেঁ ! :-B

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৮

বাংলার হাসান বলেছেন: ভাল লিখছেন।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ঘুম আসছে না। তাই সামুতে বসে একটু খই ভাজলাম । :)

৩| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

মামুন রশিদ বলেছেন: কবিতা-ছবি মিলে সুন্দর মেলবন্ধন ;)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
ঘুম না আসলে কি করবো !! তাই সামু আর মামুর হেল্প নিলাম ! :-B






*মামু = গুগল মামু B-))

৪| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল্লাগছে কোবতে :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভূতুরে + অদ্ভুতুড়ে = খিচুড়ি টাইপের হইছে । /:)

৫| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২২

কালোপরী বলেছেন: নিকষ বলেছেন: কোবতেয় চঁন্দ্রবিন্দুর অভাব স্পষ্ট

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সামনের অমাবস্যার রাতে নয়া পোস্ট ফিচারিং চন্দ্রবিন্দু নিয়া আসতেছি । খালি নেক্সট চান্নিবিহীন রাইতের জইন্য ওয়েটান ! :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.