নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এঁসোঁ এঁসোঁ আঁমাঁরঁ ব্লঁগেঁ এঁসোঁ, আঁমাঁরঁ ব্লঁগেঁ... :D :D

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ....

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ তোঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ আঁরঁ নঁতুঁনঁ কঁরেঁ কিঁছুঁইঁ দেঁখাঁরঁ নাঁইঁ... এঁখঁনঁ শুঁধুঁইঁ বঁলেঁইঁ যাঁবোঁ...

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ › বিস্তারিত পোস্টঃ

এমনই এক রাতে - আজি হতে বিয়াল্লিশ বছর আগে

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯

.



.



.









গুলির ঝলকানি, ট্যাঙ্কের শব্দ

আগুন বিভীষিকা, বারুদ পোড়া গন্ধ

কথা লোপ হয়, চেতনা হারায়

স্বপ্ন পুড়ে দুঃস্বপ্নে ভাসায়

রাত ভোর আর হয় নাকি হয়??

ভয়ার্ত চোখ কাঁপুনি ধরায়

কখন কি জানি হয়?

আপন শব্দে চমকায় মন

আতঙ্কে-ভয়ে পার হয় ক্ষণ.......











ও কী ! ও কী শোনা যায় !

বুটের শব্দ সে তো নিশ্চয় !

নিকট থেকে নিকটতর হয় !

কী হয় ?? কী হয়??





দম বন্ধ ! আটকে আসে শ্বাস

কাটে কিছুক্ষন, নেই তো আভাস !

তাহলে কি তারা গিয়েছে চলে

নাকি শুনলাম ভুল??

সে যাইই হোক, এবারের যাত্রায়,

পার পেয়ে গেছি ওহে দয়াময়

তোমারি কাতর কৃপায়

সাতপুরুষের পুন্যের ডালায়

বাঁধিব তোমার নিশ্চয় !





আজি হতে বিয়াল্লিশ বছর আগে

এমনই এক নির্ঘুম রাতে

থমকে গিয়েছিলো পুরুষের কাজ

গৃহিণীর হাতের রান্না

বুটের শব্দের সাথে একাকার হয়েছিলো

স্বজন হারানোর কান্না।





কাঁপেনি হায়েনাদের হাত

মেরে ছিলো নির্বিচারে

ভুলি নাই, ভুলবোও না

কখনও তা ক্ষণিকের তরে ।





মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

বনলতা মুনিয়া বলেছেন: কাঁপেনি হায়েনাদের হাত
মেরে ছিলো নির্বিচারে
ভুলি নাই, ভুলবোও না
কখনও তা ক্ষণিকের তরে ।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আরে ! এইবার তো দেখি ফাস্টু হইয়া গেলেন !! :)

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: কাঁপেনি হায়েনাদের হাত
মেরে ছিলো নির্বিচারে
ভুলি নাই, ভুলবোও না
কখনও তা ক্ষণিকের তরে

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। :)

খুব দ্রুত লেখা । ব্লগে লগ-ইন করে সামুর কভার ফটো দেখে একটানে লিখে ফেললাম। বুঝতে পারছিনা, কেমন হলো ?

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

বনলতা মুনিয়া বলেছেন: হেঁ হেঁ হেঁ :P :P

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ নেঁক্সঁট প্লঁটটাঁ আঁপঁনাঁর নাঁমেঁ বুঁকিং দিঁয়েঁ রাঁখঁলাঁমঁ। :#)

৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: ভূত তো সুন্দর কবিতা লেখে ।

কেমন হলো ? আমিতো কবি না , :D
আমার কাছে ভাল লাগছে :)

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:১২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সাড়ে তিন হাজার বছরের এক্সপেরিয়েন্স তাহলে কাজে লাগলো !! B-)

৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৩

বনলতা মুনিয়া বলেছেন: আচ্ছা ঠিকাছে

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: তবে আপাতত শর্ত কিন্তু একটা। এই রকম চন্দ্রবিন্দুবিহীন মন্তব্য করা যাবে না। :)

৬| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

একজন আরমান বলেছেন:
এলোমেলো ভাবনা কাব্য ভালো লাগলো। :)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধইন্যা আরমান ভাই। নিজেকে তো সেলিব্রেটির মত লাগছে । :-B B-))

৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৮

নস্টালজিক বলেছেন: দম বন্ধ ! আটকে আসে শ্বাস
কাটে কিছুক্ষন, নেই তো আভাস !
তাহলে কি তারা গিয়েছে চলে
নাকি শুনলাম ভুল??



তারা আছে এখনও। শুধু ভোল-টা পালটে ফেলেছে এই যা!


শুভেচ্ছা শ্যাওরা গাছ! চন্দ্রবিন্দু দিলাম না আর!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: তারা আছে এখনও। শুধু ভোল-টা পালটে ফেলেছে এই যা!


সহমত !

এখনও তাদের কথায় দেশটা চলে.... /:) X((

৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

বনলতা মুনিয়া বলেছেন: দিলাম না চন্দ্রবিন্দু। কোনো সমস্যা...........?????

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: তাইলে কিন্তু প্লটের লেমিনেটেড ফটুক খানা পাইবেন। আর কিছুই পাইবেন না ! B-))

৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

বনলতা মুনিয়া বলেছেন: থাক, লাগবে না :-0 :-0 :-0 :-0 :-0 :-0 /:) /:) /:)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:২৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: /:) :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.