নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এঁসোঁ এঁসোঁ আঁমাঁরঁ ব্লঁগেঁ এঁসোঁ, আঁমাঁরঁ ব্লঁগেঁ... :D :D

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ....

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ তোঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ আঁরঁ নঁতুঁনঁ কঁরেঁ কিঁছুঁইঁ দেঁখাঁরঁ নাঁইঁ... এঁখঁনঁ শুঁধুঁইঁ বঁলেঁইঁ যাঁবোঁ...

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ › বিস্তারিত পোস্টঃ

বাংলা গানের মাঝে জাতীয় সঙ্গীতের ব্যবহারঃ রক্তে দোল দেয়ার জন্য যথেষ্ট

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

(যদিও জানি, এই টাইপের পোস্টে তেমন কেউ ভিজিট করেনা। তারপরেও দিলাম; ভাবলাম সবাই তো আর লুতুপুতু পোস্ট সন্ধানী না। /:) )





জাতীয় সঙ্গীতের ব্যবহার-প্রচার-প্রসার আমাদের দেশে সীমিত; তার পরেও কিছু কিছু গানে খুব মার্জিত ভাবে, জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গানটা ব্যবহার করা হয়েছে। আমি এই পোস্টের মাধ্যমে এমন দুটো গানের সাথে পরিচয় করিয়ে দেবো, যা সুরের গাঁথুনি আর “আমার সোনার বাংলা”র মূর্ছনা রক্তে দোল দেয়ার জন্য যথেষ্ট।



রাজাকারের তালিকা চাই (ব্যান্ডঃ নোভা)



একসময়ের স্বনামধন্য ব্যান্ড নোভার নব্বইয়ের দশকের গান এটা। এই ব্যান্ড এখনো জনপ্রিয় “রেশমি চুরি/স্কুল পলাতক মেয়ে” গানের মাধ্যমে। আমার জানা মতে এই সাহসী গানের মাধ্যমে শিল্পী ফজল সর্বপ্রথম প্রকাশ্যে চেয়েছিলেন রাজাকারদের ফাঁসি। এই গানের শেষ অংশে এসে ব্যবহার করা হয়েছে জাতীয় সঙ্গীতের সুরের দ্যোতনা, যা গানের আবেদন বাড়িয়ে দিয়েছে আরো বহুগুণ।



“ওই রাজাকার ছেড়ে যা এই দেশটা আমার

আরেকটি মুক্তিযুদ্ধ করবে তোদের চির অবসান

আমরা এই প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরই সন্তান।“



...... না শুনে থাকলে এখনই শুনুন। ভালো লাগতে বাধ্য।





ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনঃ রাজাকারের তালিকা চাই







সাবাস বাংলাদেশ (শিল্পীঃ আসিফ আকবর)



বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে উতসর্গ করে গানটা লেখা। গানের পরতে পরতে জড়িয়ে আছে বাঙ্গালীর গর্ব ক্রিকেট দলের প্রতি শুভকামনা। ১ম অন্তরার পর ব্যবহার করা হয়েছে জাতীয় সঙ্গীতের সুর, যা ক্রিকেট পাগল জাতিকে দিয়েছে দেশপ্রেমের মাদকতা।



“বেশ, বেশ, বেশ, সাবাস বাংলাদেশ

যাও এগিয়ে, আমার বাংলাদেশ”



.... এখনি শুনুন গানটা। আশা করছি ভালোই লাগবে।





ডাউনলোড করুন এই লিঙ্ক থেকেঃ সাবাস বাংলাদেশ







(আপনারা যদি আরও গানের সন্ধান পান, যেখানে জাতীয় সঙ্গীত ব্যবহার করা হয়েছে; তবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। পোস্টে পরবর্তীতে অ্যাড করে দেয়া হবে।)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাকসুদের একটা গান শুনেছিলাম ,
আমার সোনার বাংলা আমি তোমায় ভাল বাসী ---------
জন্ম নিয়েছি মাগো ---


পোস্টে পিলাচ ! =p~ =p~ =p~

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই । কেমন আছেন? অনেকদিন পর পোস্ট দিলাম। :)


জেমসেরও "আমার সোনার বাংলা" নামের একটা গান আছে। কিন্তু সুরটা ওইভাবে ব্যবহার করা হয়নি। কিছু কবিতার মত ব্যবহার করা হয়েছে।

২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:


আমার পোষ্ট পড়ে জেমসের গানের কথা মনে হয়েছিল। কিন্তু গানটা গেয়ে দেখলাম সুরটা ওই রকম ছিলো না।

পোষ্টে +++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই। :) জেমসের গানটা ভালো, কিন্তু জাতীয় সঙ্গীতের সুরটা কবিতার মত করে ব্যবহার করা হয়েছে।

আমি ভাবছি সুর অবিকৃত করে যেসব বাংলা গান আছে, তা সংগ্রহে রাখবো। এই দুটা গান এখন পর্যন্ত পেয়েছি। দেখা যাক, আরো পাই কিনা।

৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার মনে আসা গান টা জেমসের ছিল ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: গানটা খুব সুন্দর। গাঁথুনিও ভালো। :)

৪| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মামুন রশিদ বলেছেন: ভালো টপিক ।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.