নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এঁসোঁ এঁসোঁ আঁমাঁরঁ ব্লঁগেঁ এঁসোঁ, আঁমাঁরঁ ব্লঁগেঁ... :D :D

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ....

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ তোঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ আঁরঁ নঁতুঁনঁ কঁরেঁ কিঁছুঁইঁ দেঁখাঁরঁ নাঁইঁ... এঁখঁনঁ শুঁধুঁইঁ বঁলেঁইঁ যাঁবোঁ...

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের তেঁতুল... (একটি লালা ঝরা স্যাঁতস্যাঁতে পোস্ট) B-) B-)

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯

কবি বলেছেন, (আই মিন কবিদের রাজা কবিরাজ বলেছেন), "তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রক্ত পানি হয়- এ ধারণা সম্পূর্ণ ভুল।" তাইলে আমার কথা হইলো, জিহবার ডগায় বানের পানির মত এতো পানি তাইলে আসে কোত্থেকে?? :D



:P



:P



:P



প্যাচাল বন্ধ কইরা এখন আসল কথায় আসি। তেঁতুল খাইলে (:P ) আপনি যেসব সোয়াব পাইবেন, সেই কথায় আসিঃ



:) তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে

:) নিয়মিত তেঁতুল খেলে শরীরে সহজে মেদ জমতে পারে না

:) তেঁতুলে টারটারিক অ্যাসিড থাকায় খাবার হজমে সহায়তা করে

:) যাদের পেটে গ্যাস জমে তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে তেঁতুলের শবরত খেলে পেটে গ্যাস জমা থেকে রক্ষা পাবেন

:) হাঁপানি ও দাঁত ব্যথায় তেঁতুল গাছের ছাল চূর্ণের রস খেলে উপশম পাওয়া যায়

:) তেঁতুল পাতার রস কৃমিনাশক ও চোখ ওঠা সারায়

:) মুখে ঘাঁ বা ক্ষত হলে পাকা তেঁতুল জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায়

:) কাঁচা তেঁতুল গরম করে আঘাত পাওয়া স্থানে প্রলেপ দিলে ব্যথা সারে

:) পুরনো তেঁতুল খেলে আমাশয়, কোষ্ঠবদ্ধতা ও পেট গরমে উপকার পাওয়া যায়

:) পুরনো তেঁতুল খেলে কাশি সারে



এমন আরো অনেক কাজে তেঁতুল ব্যবহার হয়ে আসছে। :)





এইবার পোস্টের স্যাঁতস্যাঁতে ময় অংশে আসি। B-)



তেঁতুল নিয়ে ইদানিং যেসব রসালো আলোচনা হচ্ছে তাই দেখে চারটা মিনি কোবতে লিখে ফেললাম। জানিনা কেমন হলো?? :|



কোবতে নং ১







সাগরের ঢেউএ গড়া

আকা বাকা দেহ তার

মন চায় স্বাদ নিতে

দিন-রাত বারবার :#>





কোবতে নং ২







আধভেজা শরীরের

দুর্নিবার আহবান

কে পারে রুখিতে?

ব্ল্যাকহোলের এ টান। ;)





কোবতে নং ৩







সবুজ রঙা চাদর দিয়ে

যতই লুকাক আড়ালে

অধরা আমারই হবে

দুটি হাত বাড়ালে :!>





কোবতে নং ৪







নগ্নতার স্নিগ্ধতায়

শিশু থেকে বুড়ো

লোভাতুর চাহনি

আধটা নয়, পুরো ! B-))



_________________________________________________

_________________________________________________



একখানা বোনাস ফটুকঃ







(কিন্তু তেঁতুলের তো বিচি হয়... !!! ক্যামনে কি? :P )

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০

ভোলা বাবা বলেছেন: অসাধারণ। ++++
লোলাইত হয়ে গেলুম।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধইন্যা। :#)


মেশিন চলবে,
লালা ঝরবে ! B-))

২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

সেফানুয়েল বলেছেন: :-P সাইদীরে টাইনা আনলেন ক্যান রে ভাই?? =p~

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: কি কন মিয়া ভাই? স্যার কেডা, আর আমি কেডা? কই চান্দের রাজপুত্তুর, আর কই সামুর বুল্গুর ! /:) |-)

৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

আল ইফরান বলেছেন: লোলে লোলে লুলময় পোস্ট B-)) :P ;)

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: লুল নয়, তেঁতুল নয়... এ পুরাই তেঁলুল পুষ্ট ! B-))

৪| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬

বাংলার ছেলে আমি বলেছেন: আল্লামা শফী সাহেবের এমনো কথা বলা মুটে ও ঠিক হয়নি।
তিনি জিন্‌সের প্যান্ট শার্ট পরা মাইয়া গো কেন যে তেঁতুল কইতে গেলেন।
উনি তো এখনও ডিজিটাল হইতে পারেন নাই।
উনার বলা উচিত ছিল __ wow she is sexy, looking hot, what a mal.
তখন প্রধানমন্ত্রীও বুঝতে পারতেন যে শফী সাহেব ডিজিটাল হইয়া গেছেন।
সবাই প্রশংসা করতো আল্লামা শফী ইজ এ ডিজিটাল মৌলভী।

(ফেসবুক থেকে সংগ্রহীত)

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আজাইরা কথা কওয়ার আগে কন, আল্লামা মানে কী জানেন?? বর্তমান সময়ে যে ব্যাক্তি পিএইচডি ডিগ্রি প্রাপ্ত, তারই সমকক্ষ হল আল্লামা। আমার কথা হইলো, উনি যদি এই ধরনের যৌন সুড়সুড়িমূলক কথা বইলা নিজেই নিজের নামের সাথে আল্লামা লাগাইতে পারেন, তাইলে আমি আজকে থেকে স্বঘোষিত ডক্টর। ঠিকাছে ভায়া?

৫| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২৮

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: বাংলার ছেলে আমি বলেছেন: আল্লামা শফী সাহেবের এমনো কথা বলা মুটে ও ঠিক হয়নি।
তিনি জিন্‌সের প্যান্ট শার্ট পরা মাইয়া গো কেন যে তেঁতুল কইতে গেলেন।
উনি তো এখনও ডিজিটাল হইতে পারেন নাই।
উনার বলা উচিত ছিল __ wow she is sexy, looking hot, what a mal.
তখন প্রধানমন্ত্রীও বুঝতে পারতেন যে শফী সাহেব ডিজিটাল হইয়া গেছেন।
সবাই প্রশংসা করতো আল্লামা শফী ইজ এ ডিজিটাল মৌলভী।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: (স্যার শফির মতে ) টাইট ফিটিং জিন্সের প্যান্ট পড়া লাখ খানেক মহিলারা সারাদিন হাড় ভাঙ্গা খাটুনী করে গার্মেন্টসে জেনা কইরা দিন কাটায়, আশা করছি এই ঈদে তাগো বানানো টুপি-পাঞ্জাবী পইড়া অন্তত ঈদের নামাজ পড়তে যাইবেন না।

৬| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৭

আমি অপদার্থ বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: তেঁলুল পুষ্ট। B-)) B-))

৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

প্রত্যাবর্তন@ বলেছেন: B-)) B-)) :P :P

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধইন্যা ভ্রাতা । B-)) B-))

৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

বিদ্রোহী জাতক বলেছেন: বাংলার ছেলে আমি বলেছেন: আল্লামা শফী সাহেবের এমনো কথা বলা মুটে ও ঠিক হয়নি।
তিনি জিন্‌সের প্যান্ট শার্ট পরা মাইয়া গো কেন যে তেঁতুল কইতে গেলেন।
উনি তো এখনও ডিজিটাল হইতে পারেন নাই।
উনার বলা উচিত ছিল __ wow she is sexy, looking hot, what a mal.
তখন প্রধানমন্ত্রীও বুঝতে পারতেন যে শফী সাহেব ডিজিটাল হইয়া গেছেন।
সবাই প্রশংসা করতো আল্লামা শফী ইজ এ ডিজিটাল মৌলভী।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: (স্যার শফির মতে ) টাইট ফিটিং জিন্সের প্যান্ট পড়া লাখ খানেক মহিলারা সারাদিন হাড় ভাঙ্গা খাটুনী করে গার্মেন্টসে জেনা কইরা দিন কাটায়, আশা করছি এই ঈদে তাগো বানানো টুপি-পাঞ্জাবী পইড়া অন্তত ঈদের নামাজ পড়তে যাইবেন না।


(আরেকজনের মুখের কথা শুইন্না আর কত? এম্নেই তো সারাজীবন ভুল্ভাল শেখেন! পারলে নিজের মাথা দিয়া কিছু বাহির করেন, তারপর লেখেন)

৯| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: শ্যাওড়া গাছে ছুডোকালে মুততাম। আপনার আইডিতে ফিলিং নস্টালজিক। :-B

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: অ্যাম্নে অপমান !!! X( X( X(


রাত দুইটায় জানলা খুইল্লা রেডি থাইকেন। আস্তাছি.... X((

১০| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অচাম!!!!!!!!!!

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.