| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ
হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ তোঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ আঁরঁ নঁতুঁনঁ কঁরেঁ কিঁছুঁইঁ দেঁখাঁরঁ নাঁইঁ... এঁখঁনঁ শুঁধুঁইঁ বঁলেঁইঁ যাঁবোঁ...
(বিঃদ্রঃ ইহা একটা সম্পুর্ন অডিও-ভিডিও সমৃদ্ধ টিঊটোরিয়াল পোস্ট। এই পোষ্ট পড়লে মাথায় ঠাডা পরলেও এই জীবনে ভুলবেন না ক্যাম্নে ইস্টাইল কইরা শাড়ি পরতে হয়। :!> :#>
)
পরথমে শুরু করতেছি ফটু পোস্ট দিয়া। হের পর শুরু হইবো ভিড্যু। ![]()
ঈদের বাজারে ইন্ডিয়ান নায়িকাদের বেখাপ্পা ড্রেসের যুগে আমাগো শাড়িও যে কত রোমান্টিক হইবার পারে সেই জন্য এই পুস্টটা লিখলাম। দেশি পন্য যারা কিনে ধন্য, তা হো লাইগা আমার এই নয় ধাপের ফটুক পোষ্ট... “হাউ ঠু অয়ার অ্যা শাড়ি ডিসেন্টলি”।
তাইলে, কথা না বাড়াইয়া কাম শুরু করি, কেমতে শাড়ি পরবেনঃ
১। পরথমে আপনার জুতার হাইট নিয়া চিন্তা করুন। চটি (?) পরবেন নাকি হিল?? হিল হইলে আপনে এক বিঘাত বেশি সুযোগ পাইবেন শাড়ির অধঃপতনের জন্য; মানে কোমর থেকে শাড়ি একটু নামাইয়া পড়তে পারবেন।
২। পুরা শাড়ি আপনার পায়ের কাছে রেখে এক মাথা হাতে তুলুন।
৩। এরপর ত্যানা প্যাচানোর মতন খালি ঘুরাইতে থাকুন কোমর জড়িয়ে, যতক্ষন না ১২ হাতের শাড়ি ৪ হাতে নেমে না আসে। আবার দেইখেন পুরাটা প্যাচাইয়া ফেইলেন না।
তাইলে লুঙ্গি হইয়া যাইবো।
৪। যখন দেখলেন ৪ হাত সাড়ি হাতে আছে, তখন কোমরে গোজাগুজি শুরু করে দেন, যেন খুইল্লা না পড়ে।
৫। কোমড়ের বাম পাশে শাড়ি ভালো কইরা গুইজা সামনের কুঁচির জন্য প্রস্তুত হন।
৬। নিচের ছবির মতন আঙ্গুলের পজিশন নিয়ে কুচি মারা শুরু করুন।
৭। কুচি হইয়া গেলে নাদান আপুরা এইখানে একটা সেফটিপিন মারতে পারেন। তাইলে কুচি সেইফ থাকবো। :#>
৮। এরপর কোমরের চারপাশ দিয়া আরেকটা প্যাচ দিয়া কাঁধের উপর নিয়া আসেন। :!> :#>
৯। ফাইনালি আরেকটা সেফটিপিন ইউজ করতে পারেন আকস্মিক আঁচলের অধঃপতন রোধের জন্য।
এই তো হয়ে গেলো পৃথিবীর সহজতম উপায়ে শাড়ি পরা।
_______________________________________________
আর ব্লগের ইস্টাইলিশ লুতুপুতু আপুদের জন্য এই মেগা ভিড্যু পোষ্ট নিয়া আসলাম, কিভাবে রঙ্গে ঢঙ্গে নানা ভাবে নানা ধরনের শাড়ি পড়তে হয়।
১। নিভি স্টাইল
২। রাজস্থানী স্টাইল
৩। বাসল স্টাইল
৪। মারমেইড স্টাইল
৫। ফিশার উম্যান স্টাইল
৬। রাজরানী স্টাইল
৭। রাজরানী গুজরাটি স্টাইল
৮। বাঙ্গালী দুই পাড় স্টাইল
৯। হিপহপ স্টাইল
১০। কক্টেইল টুইস্ট স্টাইল
১১। ডাইন্সিং স্টাইল
১২। ওডিসি ফিশ টেইল স্টাইল
১৩। বাটারফ্লাই স্টাইল
১৪। স্কার্ট স্টাইল
১৫। র্যাম্প মডেল স্টাইল
টায়ার্ড হইয়া গেছি।
:-<
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: তাই নাকি? হেতে কেডা ??
আর ইহা ঘটিয়া থাকিলে নিতান্তই কাকতাল মাত্র।
২|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫
আমাবর্ষার চাঁদ বলেছেন: মুই কিচ্ছু দেখি নাইক্কা...........
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: তাইলে এই যাত্রায় মনে হয় বাইচ্চা গেলেন।
৩|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
ইমরাজ কবির মুন বলেছেন:
গ্যাংনাম স্টাইল নাই ?
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আরে তাই তো??
আমিও জানতে চাই ! কেনো নাই?? #
৪|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮
পরোবাশি২০১৩ বলেছেন: Next post: How to wear lungi?
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: অয়েলখাম ঠু দা ওয়ার্ল্ড অব লুঙ্গি (A to Z)
অল্রেডি দিয়ালাইছি।
৫|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শাড়ি পড়া শিইখ্যা কি করমু ?? বউরে শাড়ি পিন্দাইয়া দিমু ??
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: কি কন ভাইজান? একেকদিন একেক ইস্টাইল। :!> বুঝলেন তো?
নতুন বোতলে পুরান মদ ! আহ
৬|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২
ঘুমন্ত আমি বলেছেন: হট ,গরম ,হিট সবই হচ্ছে এই পোষ্ট !
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
রাজনৈতিক প্যাঁচালের ভিড়ে নির্মল পোষ্ট।
৭|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এই পোস্ট হিট!!! ঘোষণা দিলাম ................
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
ধইন্যা বর্ষণ ভাই !!!
৮|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: খাড়ান ......স্টপ!!!!!
ভিডিওগুলা আগে ডাউনলোড করি ......এরপরে কথাবার্তা !!!
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৭
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
প্রিন্ট ক্যামন জানাইয়েন কইলাম?
৯|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮
ডট কম ০০৯ বলেছেন:
পাজামা পড়ার স্টাইল কই?
আপ্নারে মাইনাস?
এই পুষ্ট তো দূরের কথা আপনার আগামী ৫ পুষ্ট ও হিট হইব।ঈমানে কইলাম।
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধইন্যা ভাইজান।
আবার পাজামা পড়ার ইস্টাইল? :-<
১০|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ব্লাউজ পড়ার সিস্টেম কই গেল?
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
হেইডা পুস্টাইলে মডুরা তো আমার সানডে-মানডে ক্লোজ কইরা দিবো।
১১|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২
সাহাদাত উদরাজী বলেছেন: হিট না হয়ে যাবে কই!
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: থার্মোমিটারটা গেলো কই?
:#>
১২|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২
আিম এক যাযাবর বলেছেন: পোস্ট তো দেখি পুরাই হিট। চালাইয়া যান ভাই.....
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৯
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আর কত চালামু। টায়ার্ড হইয়া গেছি।
কিঞ্চিৎ রেস্ট লইতাছি।
১৩|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪
মহাপাগল বলেছেন: পেটিকোট লাগব না? হেইডা তো কইলেন না!
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: হায় হায় কন কি?? উহা উহ্য রাখা হইয়াছে। উক্ত প্রোজেক্ট আমার পক্ষে প্রেজেন্ট করা অসম্ভব। B:-)
১৪|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪
মামুন রশিদ বলেছেন: কই আইসা পড়লাম
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আইছেন সমস্যা নাই, মাগার কিছু দেখেন নাই তো?
১৫|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬
অশান্ত পৃথিবী বলেছেন: শাড়ি পরা শিখতে না, দেখতেই বেশি পাব্লিক আইবো । যা ভিডু লাগাইছেন
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: লিঙ্কু আর প্রিন্ট দুইটাই ঠিক আছে তো?
১৬|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮
রিমন রনবীর বলেছেন: পেট দেখা যায় :!>
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: অচলীল ! অচলীল !!
১৭|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০১
শহুরে আগন্তুক বলেছেন:
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আপনে কইবেন ক্যালা?? যা কওয়ার তা তো ভাবী কইবো । আর আপনে শুনবেন।
১৮|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২
শহুরে আগন্তুক বলেছেন: মাগার কোন আপু তো আসলো না
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আমিও চিন্তায় আছি। আপু গো সিন্ডিকেটের ধাক্কায় না আবার সামুর ওয়াচ লিস্টে চইল্লা না যাই।
১৯|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হিট মানে! পুরাই সেই রকম
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: থার্মোমিটারে কত হইতারে??
২০|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২
মূহুর্ত বলেছেন: আইজকাই বউরে পরামু
। কিন্তু শুরু করমু কয় নাম্বার থেইক্কা ?
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
জাতিও জানতে চায়, কোনডা দিয়া শুরু করলেন। :!> :#>
২১|
১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
দুঃস্বপ্০০৭ বলেছেন: Click This Link
১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: দেখলাম। খুব কষ্ট কইরা লিখেছেন। লেকচার, লেকচার মনে হইল, ভিড্যু দিলে সেরাম হইতো। এই দিক দিয়া আমি ইউনিক।
২২|
১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কস কি মমিন!
শাড়ি পড়ারও স্টাইল আছে!
১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: থাকবো না ক্যালা ? বহুত ইস্টাইল ভি আছে।
২৩|
১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
হ্যারিয়ার-৩ বলেছেন: ইন্ডিয়ান মাল
১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভাই, মার্জিত শব্দ দিয়া বললে খুশি হতাম।
২৪|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩
শহুরে আগন্তুক বলেছেন: সম্ভবনা আছে । শাড়ি অনুভূতিতে আঘাত লাগলো কিনা কে জানে
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৭
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: এখন পর্যন্ত পোষ্ট বহাল তবিয়তে আছে !
আশ্চর্য
২৫|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১
এম মশিউর বলেছেন: কস কি মমিন! এইটা শিখে আমরা কি করুম!
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:০৯
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ইহা নিতান্তই একটা ঠেকি পুস্ট। ঠেলায় পড়লে বুঝবেন কত চালে কত মুড়ি আর করল্লার জুস কত প্রকার ।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩
দুঃস্বপ্০০৭ বলেছেন: এমন একটি পোস্ট সামুতে আগেও পড়েছিলাম । বেশ হিট হয়েছিল ।