নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এঁসোঁ এঁসোঁ আঁমাঁরঁ ব্লঁগেঁ এঁসোঁ, আঁমাঁরঁ ব্লঁগেঁ... :D :D

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ....

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ তোঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ আঁরঁ নঁতুঁনঁ কঁরেঁ কিঁছুঁইঁ দেঁখাঁরঁ নাঁইঁ... এঁখঁনঁ শুঁধুঁইঁ বঁলেঁইঁ যাঁবোঁ...

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ › বিস্তারিত পোস্টঃ

দেশের বাইরে থেকে অনলাইনে বই কিনবো কিভাবে?? Credit Card ইউজার যারা, তারা একটু পোষ্টে পদধূলা দেন দয়া করে... /:) /:) /:) :(( :((

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

আমি একটা বই অনলাইন থেকে কিনতে চাচ্ছি। দাম ২১ ইউরো প্রায়। বইটা জার্মানি থেকে Publish হয়েছে। Publisher দের অনলাইন সিস্টেম বলছে, বইটা কিনতে হলে হয়, নিচের তিনটা থেকে একটা বেছে নিয়ে কিনতে হবে -



১। Credit Card

২। PayPal

৩। ClickandBuy



আমি যতদূর জানি আমাদের দেশে নিচের দুইটা অপশন নাই। তাহলে বাকি থাকলো শুধু Credit Card অপশন। আমার নিজের একটা সরকারী আর একটা বেসরকারী ব্যাংকের Debit Card আছে; কিন্তু Credit Card নাই। তাদের কে বললে কিছু কি হবে?? আর Credit Card এর ব্যাপারে তেমন কিছুই জানি না।



এখন কেউ কি দয়া করে বলবেন কি,



কিভাবে আমি জার্মানি থেকে বইটার Hard Copy কিনতে পারি?? /:)

সবচেয়ে সহজ উপায় কোনটা হবে? :((

আর ২১ ইউরোর পরে total কত টাকা এতে Extra খরচ হতে পারে?? :(( :((







-------------------- আমি শ্যাষ ! /:) ------------------

------ যদি কেউ এ ব্যাপারে কিছু জানেন, তবে দয়া করে পোস্টটা avoid করে যাবেন না !! প্লিজ :(( ------

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

রানার ব্লগ বলেছেন: আমার জানা মতে নরমাল ক্রেডিট কার্ডে হবে না ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: রানা ভাই, তাহলে কি আমাকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে? কিন্তু এতো অনেক খরচ, আর এক বছর/ছয় মাস ধরে বিভিন্ন শর্ত মেনে চলতে হবে !

শুধু বই কেনা বাবদ টেম্পোরারি কোন সিস্টেম নাই? মানে বুঝাতে চাচ্ছি, একবার পারচেজ করার কোন সিস্টেম? /:)

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সরকার আলী বলেছেন: বইটার (লেখকের নামসহ) নাম কি জানতে পারি?

আমি দেশের বাইরে আমার ইউনি থেকে অনেক বই ফ্রি ডাউনলোড করতে পারি তো তাই !

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সরকার ভাই আপনার মহানুভবতার জন্য ধন্যবাদ।

লেখক আমি নিজেই। :P এই জন্যই এতো ঝামেলায় পড়ে গেছি। /:)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: তাদের সৌজন্য কপি বলে কোন ব্যাপার নেই। তাই এই ফাপড়ে পড়ে গেছি। |-)

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

সরকার আলী বলেছেন: ঠিক আছে, শুধু বইটার নাম বলেন; লেখকের নাম দরকার নাই।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সরকার ভাই, সত্যি কথা বলতে কি আমার হার্ড কপি দরকার, আর বইটা নিজের লেখা। ওরা আবার সৌজন্য কপি দেয় না।

আপনার সাগ্রহে সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

রাজীব বলেছেন: ভাই, আপনি কোথায় থাকেন বলেন।

সাথে লেখকের নাম ও বইয়ের নাম

পারলে ওয়েব লিংক দিয়েন।

দেখি কিছু করতে পারি কি না।

ধন্যবাদ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: রাজীব ভাই, বইটা আমার লেখা। প্রয়োজনের স্বার্থে নিজের নাম প্রকাশ করছি না।

আমার দরকার হার্ডকপি, সফট কপি না। ওটার ড্রাফট তো আমার কাছেই আছে ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

আল ইফরান বলেছেন: Lambert publishers ? :p :p :p

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: নারে ভাই। ল্যাম্বার্ট না :-*

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

নাহিদ তামিম বলেছেন: লিংক দিয়েন। আমার পেপাল এবং ক্রেডিক কার্ড দুটাই আছে। নরমালি কাউকে এইভাবে দেইনা, আপনি বই কিনতে চাইলেন তাই হেল্প করতে চাইলাম। পেমেন্ট কিভাবে করবেন?

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আপনি থাকেন কোথায়? সরাসরি ক্যাশ/পে-অর্ডার যেটা চান সেটাই দেয়া হবে। [email protected] এ আপনি আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে দিলে আমি ডিপোসিট করে দিতে পারবো। :)

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

নাহিদ তামিম বলেছেন: ভাই যে সাইট থেকে কিনবেন তার লিংক দেন

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: তামিম ভাই, আপনার মেইল এড্রেসটা দেন, মেইলের মাধ্যমে জানাচ্ছি। ব্লগে ওপেনলি দিতে চাচ্ছি না।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

নূর আদনান বলেছেন: নিজের বউ থুক্কু বই নিজে নিজেরই কিনা লাগতাছে!! তাও আবার এই অবস্থা।
ঠিক আছে আপনি হার্ড কপি নেন, আমাদের জন্য সফ্ট কপি দেন,
জাতি ডাউনলোড লিংকু চায়

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আল ইফরান বলেছেন: এই বইয়ের সফট কপি হয় না @ নূর আদনান।
ইহা ল্যাম্বার্ট টাইপ পাবলিশারদের কাজ বলে প্রতীয়মান হইতেছে। :P

যাই হোক শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ ভ্রাতা/ভগিনী, ইহা কি আপনার মাস্টার্সের থিসিস ছিলো ? ? ? :-B

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

নাহিদ তামিম বলেছেন: ভাই কি বই? যে পাবলিক প্রেস এ লিন্ক দেওয়া যায় না। পরে আবার বিপদে ফেলাইন না। ঘরে বউ আছে, চটি হলে খবর খারাপ।
View this link

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

নাহিদ তামিম বলেছেন: [email protected]

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

কালীদাস বলেছেন: আপনার বা আপনার বইয়ের নাম জানায় ইচ্ছা নেই আমার। কোন সাবজেক্টের বই সেটা বলা যাবে কি, মানে আপনার কাজের ফিল্ড কি? জাস্ট কিউরিসিটি।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

বেলা শেষে বলেছেন: ...you are looking for Book or "Bou"???
For: শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ: only for "jock"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.